ভয় করছে ,
এইবার ভীষণ ভয় করছে
এমন শিহরণ তো আগে কখনো হয়নি
হঠাৎ করে আবেগ চয়ন
শরীর জুড়ে সমীকরণ
এমন বৃষ্টি তো কখনও নামেনি।
আমি বহুবার হারিয়ে গেছি, ভেঙেছি, হেরেছি
তবুও ফিরে এসেছি বারবার
কিন্তু এই শেষ বার-
আর হয়ত ফেরা হবেনা
তাই ভয় করছে,
এইবার ভীষণ ভয় করছে।
আমি কখনো প্রেম করিনি
সেই পাগলামি, গুপ্ত , গভীর কথপোকথন
সেই সিনেমা হল, রাস্তায় ফুচকা, গলির মুখে আলতো চুমু কখনো হয়নি।
আসলে আমার প্রেমই হয়নি
শুধু ভালোবেসেছি-
ভালোবাসাটা কঠিন ভীষণ, প্রেমটা অনেক সহজ বটে,
তবুও কেন প্রেম হয়নি,বোধন হয়নি গোপন মনের
জানিনা-
তবে এই বার সবটা হচ্ছে
পেটের ভেতর প্রজাপতি, শরীর জুড়ে অনুভূতি
মাথাটা, মনটা, সবটা-
তাই ভয় করছে,
এইবার ভীষণ ভয় করছে।
-
ঠিক কতগুলো বসন্ত পেরোলে তোমার কাছে পৌঁছাতে পারব জানিনা,
ঠিক কতটা পথ হাঁটলে দূরত্ব টা একটু কমবে বলতে পার?
ঠিক কতটা কাছে গেলে তোমার না বলা কথাগুলো শুনে ফেলবো-
ঠিক কতটুকু ভালোবাসলে তোমার থেকে দূরে গিয়েও তোমায় নিয়ে বাঁচতে পারবো
শিখিয়ে দেবে?
আমি আসলে ভীষণ অবুঝ,বা বলা ভালো অবাধ্য
দেখো তোমার হতে পারবনা জেনেও কেমন বার বার একই প্রশ্ন করি।
তুমি খুব বিরক্ত হও জানি তবুও-
আচ্ছা আমি যখন অনেক দূরে তোমার কথা মতো হারিয়ে যাব,
মনে পরবে?
তখনও কি দূরে থাকতে চাইবে,
না কি চিৎকার করে আমার নাম ধরে ডাকবে আর বলবে 'ফিরে এসো, আমি তোমার হব'।
এই দেখো আমি আবার সব ঘেঁটে দিলাম-
আজ আসি তবে
আর আসবো না কখনও তোমার সাদা কালো পৃথিবীতে রং মাখাতে,
তুমি শুধু আমার টুকু আমার রেখো, ভালো থেকো।
-
নগ্ন হৃদয়, দগ্ধ ভীষণ
শব্দে প্রতিফলন।
পেলব পরশ,
আবেগ গোপন
চকিতে পদস্খলন।
গভীর রাতের মোহ যাপন
অদ্ভুত সমাপতন-
প্রত্যুষে সব নিশ্চিন্হ
অচীরেই অতল বেদন,
বন্দী সুখের যবনিকা পাত
অন্তঃস্থলে ক্ষনিক উল্লাস
অবক্ষয়ের সূত্র ধরে
অগোচরে নিলয়ে নিবাস।।
-
নিষিদ্ধ প্রেম
সৃষ্টির অন্তরালে রহস্যের দানা
আদিমতার ইতিহাসে নিষিদ্ধ যৌনতায় মানা-
হৃদয়ের গোপন প্রকোষ্ঠে যখন প্রেমের আনাগোনা,
প্রাচীন কথনী রয়ে যায় না-শোনা।
কামনার উগ্র গন্ধে যখন শরীর আনচান,
অকস্মাৎ স্মরণ হয় ‘এও যে মায়ার দান’।-
রাজনীতি
কয়েক ডজন প্রতিশ্রুতি
ভোটের প্রচারে নেই কোনো ত্রুটি
করজোড়ে,নতশীরে
আসে ওরা ধীরে ধীরে।
ঠোঁটের কোণে নকল হাসি,
মিথ্যে ওদের রাশি রাশি
এটাই ওদের সংস্কৃতি
পরিচিত রাজনীতি।
ভোগবিলাসে মত্ত ওরা
ভাষণ দেয় ঝোরা ঝোরা।
নিম্নগামী অর্থনীতি
কিন্তু ওদের লক্ষ বিভেদ নীতি।
রসাতলে ভারত আমার,
উপেক্ষিত ক্ষেত খামার
শিল্প নিয়েও রাজনীতি
এটাই ওদের পুরানো রীতি।
শিক্ষা নিয়ে ছেলেখেলা,
চিকিৎসাতেও অবহেলা
ওদের নেই মাথাব্যথা-
লোকদেখানো আদিখ্যেতা।
সংরক্ষণের বাড়াবাড়ি
তাই বেকারত্বের ছড়াছড়ি
অপর দিকে মূল্যবৃদ্ধি ,
ওদের হল কার্যসিদ্ধি।
ওহে সাধারন জনগণ
নীরব থেকে সরব হল।
প্রতিবাদের আগুন জ্বেলে,
রাজনীতিকে পুড়িয়ে ফেলে
আসুন আমরা সবাই মিলে
নতুন ভারত গড়ার দিকে
একটু হলেও পা বাড়াই।।
-SARONITA ROY
-
অসমাপ্ত
অতীত,বর্তমান আর ভবিষ্যতের সন্ধিক্ষণে আজও আমি একা।
অনেক প্রতিশ্রুতির সত্যতা যাচাই করলাম একে একে,
ভাষার আড়ালে গোপন অহংকারে ঝলসে উঠলাম আরো একবার
বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে গেলাম নতুন করে-
চাওয়া পাওয়ার সমীকরণটা বদলে গেছে অনেক
চেনা রাস্তায় চলতে গিয়েও হোঁচট খেয়েছি বহুবার
অপেক্ষার গান লেখা আর তাকে সুর দিয়ে সম্পুর্ণ করার মাঝের ব্যবধানটা অনেক বেশী বোধ হয়;
তাই সুর দেবার আগেই হারিয়ে গেছে অনেক কলি।।-
নশ্বর
তোমায় বাঁচিয়ে রেখেছি আমার মধুর স্মৃতিগুলোর আড়ালে,
দুর্বিসহ মুহূর্তগুলো মনে করিনা আজ
ভালোবাসা এতটাই গভীর যে ঘৃণার লেশমাত্র নেই
তবুও এক হতে ইচ্ছে করেনা আর,
আমি এখন ছিন্নভিন্ন কায়া মাত্র,টুকরো নিয়েই বাঁচি
আনন্দ নেই,যন্ত্রণা নেই,অনুভূতির ও অস্তিত্ব নেই
তবুও আছি নকল সুখ আর একরাশ স্মৃতিচিহ্ন নিয়ে।
-
বদল
আমি জানি আগের মত কিছু নেই আর
বদলে গেছে হলুদ দেওয়াল,কাঠের টেবিল,রঙ চটা পর্দা,পুরানো ঘড়ি,
ঘর জুড়ে সেই আন্তরিক গন্ধটাও আর নেই।
দেওয়াল জোড়া ছবিটা জায়গা পেয়েছে আবর্জনার ভিড়ে-
তুলসি গাছ গিয়ে মানিপ্লান্ট এসেছে,
নতুন মানুষে বাড়ি ভরেছে
বিলাসিতার আড়ালে মনের দৈন্যতা চোখে পড়েনা বটে,
তবে মেকী অভিব্যক্তি আর আবেগের কার্পণ্যতায় মনুষ্যত্ব বিপন্ন ভীষণ।
আমি জানি আগের মত কিছু নেই আর
রোজ সকালের সোনালী রোদের ছটা,
রাতের সেই মোহময়ী চাঁদের আলো
আমাদের নিত্য ভালো থাকার অভিনয় সব বদলে গেছে।
স্বপ্ন ভেঙেছে,প্রতিশ্রুতি হারিয়েছে
মানষ বদলেছে,সময় এগিয়েছে।
আমি জানি আগের মত কিছু নেই আর
তবু এত বদলের ভিড়ে একটুও বদলায়নি যা;
তা হল আমাদের ‘অভ্যাস’।
-
আমি যত্ন করে আবেগ সাজাই টুকরো হৃদয় জুড়ে,
আমি বন্দী রাখি অনুভূতি ধূসর স্মৃতির ভিড়ে-
আমি মিথ্যে কিনি ইচ্ছে করে ভীষণ চড়া দামে
আমি সত্যিগুলো সস্তা বেচি শিল্পের নামে।
আমি তুচ্ছ করে মন্দলাগা,ভালোবাসা রাখি
আমি নিজের মতোই গভীর অভিব্যক্তি নিয়ে থাকি।
-
কাঙ্খিত সব স্পর্শগুলো অন্ধকারেই নিমজ্জিত ,
গুপ্ত-গভীর মনন আমার অকস্মাৎ উন্মোচিত।।
তোমার আবেগ উষ্ণ ভীষণ,তীক্ষ্ণ তোমার শব্দচয়ন,
মুহূর্তরা নগ্ন বড়ই,নি:শব্দে রক্তক্ষরণ।।-