Sarmistha Sharmi   (শর্মি)
4 Followers · 1 Following

Joined 10 July 2019


Joined 10 July 2019
26 JUN 2022 AT 14:10

এই শোনো না! একটা কথা ছিল।
হুঁ,,,, থাক আর বলতে হবে না। জানি।
কি জানো?
এখন সম্ভব নয়।
কি সম্ভব নয়! কি জানো!
জানি যে বেড়িয়ে পড়ার ইচ্ছা.. যার আপাতত কোন চান্স নেই।
.....😭😭

-


24 SEP 2021 AT 13:43

ভালো না লাগলেও ভালো বলাটা, অভিনয়।
ভালো লাগলেও ভালো না বলার কারণ!
😂😂 জ্বালাময়।
ভালো লাগলেই ভালো হবে এমন তো নয়
ভালো হলেই ভালো লাগবে তাও কি হয়?! 🤔

-


22 MAR 2021 AT 0:02

ভালো রাখাটাই ভালো থাকার মন্ত্র।
ব্যস্ত শতেক কাজের একচিলতে ফাঁকে
আধ সেকেন্ডের আলাপ জমাক দূরভাষ যন্ত্র,
দিনের শেষে সবার সাথে মুখে তোলা কয়েক গ্রাসে
আঙুল লেপটে থাকে ভালবাসার তেল নুন ঝালে জিভ ছুঁয়ে সেই পরম আস্বাদ স্পর্শ করে আমিত্ব।
'ভালো রেখো ভালো থেকো'-আজকের কাব্যগ্রন্থ।

-


19 OCT 2020 AT 15:14

নীল আকাশে সাদা মেঘের ভেলা
শিউলির গন্ধে ম ম করে সারা বেলা
মধুকর প্রজাপতির চঞ্চল ডানায়
সবুজ ধানের ক্ষেতে শিশিরের ছোঁয়ায়
কাশফুল দল বেঁধে দেয় হাতছানি
পাখিদের কলতানে শুনি তাঁর পদধ্বনি।

আঁখি ভরে দেখি আমি প্রাণভরে মাখি
সুসজ্জিতা প্রকৃতি মোর প্রিয়তমা সখী
আকাশে বাতাসে বাজে আগমনী সুর
মন উচাটন হয়, ভেসে যায় দূর বহুদূর...

হঠাৎ সম্বিত ফেরে! কি যেন পড়ে চোখে!
নির্জন রাস্তা ধরে আসছে যে জন তার মাস্ক বাঁধা মুখে!
কিছু দূরে আর একজন তারও মুখে বন্ধন,
মুখ ঢেকে, দূরত্ব মেপে চলে প্রতিজন, ব্যবধান ভরে রাখে বোবা ক্রন্দন।
পৃথিবীর যে কঠিন অসুখ, প্রকৃতি কি রাখে খোঁজ?
প্রকৃতিকে যে নিদারুণ ব্যথা মানুষ দিচ্ছে রোজ!

মাগো! তুমি এসে তোমার স্নেহের পরশ দাও
সুস্থ করো, শুচি করো ধরা মনুষ্যত্ব ফেরাও
প্রকৃতি আর মানবজগত একসাথে স্তব গাহি,

রূপং দেহি। জয়ং দেহি। যশো দেহি। দ্বিষো জহি।। 🌷

-


12 OCT 2020 AT 17:56

কভিড বোঝাল ভার্চুয়াল অপরিহার্য।
ভার্চুয়াল উপলব্ধি করাল রিয়েল অমূল্য।

-


12 OCT 2020 AT 13:33

কত কিছুই তো বলার থাকে
সব কি বলা যায়!
না বলা কথা চোখের তারায় পড়ে নিতে হয়।

-


6 OCT 2020 AT 21:26

মেয়েকে শেখাব আত্মরক্ষার কৌশল, হাতে দেব অস্ত্র, নিশ্চয়
তবে সর্বাগ্রে ছেলেকে শেখাব চরিত্র গঠন, শেখাব মনুষ্যত্বের পরিচয়।

-


30 SEP 2020 AT 19:53

রাবণের শুধু পুতুলই পোড়ে
রক্তমাংসের সীতা দগ্ধে মরে
জ্বলে মরেও আবার জ্বলে

-


29 SEP 2020 AT 13:40

হৃদয় দেওয়া নেওয়া যদিও ঘটে অনায়াসে
হৃদয় যত্নে বাঁচে পরম বিশ্বাসের নিঃশ্বাসে।

-


25 SEP 2020 AT 12:41

এ কেমন শরৎ? আঁধার কালো গোমড়া মুখো!
আমার সোনা শরৎ কই? নীল আকাশে সাদা মেঘের অবাধ টইটই?
আগমনীর আকাশ আজ আনন্দময় নয়,
অঝোর ধারায় ঝরে, ভাসায় নিরাপদ আশ্রয়।
এ শরৎ কান্না ভেজা ঝরা ফুলের! আমার প্রিয় শরৎ কই ?

-


Fetching Sarmistha Sharmi Quotes