Sarmistha Mazumdar   (শর্মিষ্ঠা মজুমদার নূপুর)
45 Followers · 9 Following

read more
Joined 17 September 2018


read more
Joined 17 September 2018
4 MAY 2024 AT 23:57

সীমাহীন যন্ত্রণা নিয়ে
ভালোবেসে যাবো,
এক অজুত বর্ষ,
তোমাকে ভালো রাখতে,
সুখের সায়রে ডুবে গিয়েও,
যেদিন পরবে আমাকে মনে,
সেদিন সমাধিস্থ হবো
ভালোবাসার তাজমহল গড়ে।

-


10 SEP 2023 AT 20:34

চুপচাপ শুনে যাও তবে
তুমি খুব বাধ‍্য,
তোমার মত ভালো হয় না,
যেই প্রতিবাদ করেছো
সবাই বলবে
চুপ ক‍রে থাকা যায় না,
তুই না মেয়ে
মনে থাকে না

-


10 SEP 2023 AT 20:32

পথ সোজা হোক বা কঠিন
পড়ে গেলে একজন দরকার
যে হয়তো হাত ধরে ওঠাবে না
তবে উঠে দাঁড়াবার শক্তি জোগাবে
উঠে দাঁড়ানো পর্যন্ত
অপেক্ষা করবে😍

-


10 SEP 2023 AT 20:30

আমাদের বন্ধুত্বে
সব হিংসায় জ্বলছে
সুযোগ খুঁজছে
কখন বাঁশ দেবে
অন‍্য কাউকে আমার মত
বন্ধু বানালে তোমার কপালে
দুর্গতি নাচছে,
মনে থাকে

-


10 SEP 2023 AT 20:27

কপট বন্ধু,
অসৎ নারী,
লম্পট পুরুষ,
বেইমান মানুষ,
এদের সবসময় এড়িয়ে চলুন,
এরা সব বিষের সমান

-


10 SEP 2023 AT 20:26

কিছু স্বপ্ন সফল করতে
মাথার ঘাম পায়ে ফেলা,
কিছু স্বপ্নে জীবন বেঁচাকেনা
কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়,
কিছু স্বপ্ন থেকে যায়
চিরকাল অধরা

-


10 SEP 2023 AT 20:25

কিছু স্বপ্ন সফল করতে
মাথার ঘাম পায়ে ফেলা,
কিছু স্বপ্নে জীবন বেঁচাকেনা
কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়,
কিছু স্বপ্ন থেকে যায়
চিরকাল অধরা

-


10 SEP 2023 AT 20:23

বিশ্বাস যেখানে আঘাত আসে
বারেবারে সেখান থেকে
আঘাত দিয়ো না প্রভু
বলব না
দাও শক্তি যাতে
প্রকৃত মানুষ চিনিতে পারি
দাও সহ‍্য করার শক্তি,
সত‍্যকে গ্রহণ করিবার তরে।

-


10 SEP 2023 AT 20:21

বন্ধুত্বের মানে কজন বোঝে,
প্রকৃত বন্ধুর মধ্যে সব রূপই ফুটে ওঠে,
সবাই কী আর মর্ম বোঝে,
ভাই বললেই তবে কেন রেগে ওঠে,
ওরাই জানে 🤔

-


10 SEP 2023 AT 20:19

বাঁধব তোমায় এমন ডোরে,
যায় না দেখা তাকে
খুলবে তুমি কেমন করে
বাঁধন সে যে প্রেমের,
রাখবে তুমি দূরে
তাইবা হবে কেমন করে,
হৃদয় যেথা জুড়ে

-


Fetching Sarmistha Mazumdar Quotes