মানুষ পরিবর্তনশীল জীব,
বিজ্ঞান ও প্রযুক্তির উর্ধে মানুষের মন।
তাই এই উন্নত মানের মানুষ আজ খুবই বিরল।
আর যাঁরা 'মান' আর 'হুস' নিয়ে চলেন
তাঁদের পরিবর্তন স্বভাবিক।
"আমি" আজ নিজেই নিজেকে কষ্ঠি পাথরে যাচাই করেও বলতে পারি, না নিজেকেও বিশ্বাস করা যায় না ।
আজকাল মনুষ্যের পরিবর্তন মনুষ্যত্বের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে।- sarfaraj
22 DEC 2019 AT 19:51