প্রার্থনা করি...
পরিবর্তন টা বছরের সাথে সাথে সময়ের ই ঘটুক....
সম্পর্ক, প্রেম,বন্ধুত্ব,আন্তরিকতা অটুট থাকুক...।-
ভালোবাসা কিন্তু দুটি মানব-মানবীর সম্পর্ক বা চুক্তি শুধু নয়।
ঘৃণা-হিংসা-বিদ্বেষের বিরুদ্ধে মানবতার এ এক অপূর্ব অনুভূতি।-
২০২০ বিদায় অভিশপ্ত প্রাক্তন...
২০২১ নতুন অঙ্গিকারে তোমায় স্বাগতম।
সব ভুলে,
শুরু হোক নতুন অধ্যায়,
আবারও শুরু হোক স্বপ্ন দেখা,
আবারও মন হোক আনন্দপূর্ণ,
আবারও সৃস্টি হোক নতুন ভালোবাসার গল্প।
সকল অভিমান ভুলে............
আবারও এক হোক তারা,
অসম্পূর্ণ এক গল্পের চরিত্র ছিলো যারা...।
-
জীবনে চোখের জল মুছে দেওয়ার মানুষ হয়তো অনেক পাবেন, কিন্তু নাকের জল মুছে দেওয়ার মতো কাউকেই পাবেন না!
হ্যাঁ, এটাই বাস্তব---ভীষণ যাক যমক ভাবে ঠান্ডা পড়ে গেছে,
তাই নিজের যত্ন নেওয়ার পাশাপাশি সম্বলহীন মানুষদের এই ঠান্ডার হাত থেকে রক্ষার কাজে এগিয়ে আসুন 🙏🙏-
তোমার স্নান সেরে শয়ন কক্ষে
ভীজে খোলা কেশের আন্দোলিত জলের ঝাপটায়
যতদিন না আমার ঘুম ভাংছে....
ততোদিন তোমার প্রতি এগিয়ে যাওয়ার এ আন্দোলন আমার চলবেই....!!-
হাসির পাসওয়ার্ড ভুলেছি ক'দিন হলো...
OTP-র মালিকও খোঁজ নেয়'না আর!!-
দিন শেষে সব লোভ,আকাঙ্খা,খাম-খেয়ালিপনা মিটিয়েও আমাদের সকলের একটা সঙ্গীর দরকার হয়.....
যে অধীর মনোযোগ দিয়ে আমাদের দুটো কথপোকথন এর সংগ দেবে।
জীবনের শেষ মুহুর্তেও যদি তোমার এ উপলব্ধি না হয়,
তবে তুমি "অমানুষ"।-
আমিও রেখেছিলাম প্রেম এ বুকে,
কিন্তু অবহেলা আর বঞ্চনার উষ্ণতায় তা কখন যেন বাষ্পীভূত হয়ে গেছে টেরই পাইনি।☹😟-
সব বিনয়ী মানুষকেই এদেশে দুর্বলতা মনে করা হয়,
আর
বদমেজাজী কে ব্যক্তিত্ব ভাবা হয়।-