Seek your eyes are never old,
Memory awoke from deep down sea.
Said to me "just Shine once more".
Shades of emotion come up from far horizon
With a flamingo.
Just Said to me " hi ".
The Blur feeling tempted my inner soul,
Whispering in my ear "Just sail once more,
For the known to unknown ".
-
I don't wanna be your option, I just wanna be your sure shot answer.
-
রাতের শেষে কোল বালিশে মুখ লুকিয়ে কাঁদছো কেন?
ভোরের আলো ফুটবে ধীরে, যদি তুমি হার না মানো।
কিসের এতো চাওয়া পাওয়া অলীক সুতোর ঠুনকো ফিতে,
পাপড়ি খানা আগের মতোই ঝরছে দেখ ক্লান্ত শীতে।
আগামীর এই সময় খানা আগলে নিয়ে আবার বাঁচো।
মাতাল হাওয়া আসবে জেনো, জানলা কপাট খোলা রাখো।
শিউলি ফুলের গন্ধ খানা মিশে যাবে শরীর জুড়ে,
ভোরের আলো ফুটবে ধীরে, অজানার এক মেঠো সুরে।-
কত গল্প ফুরিয়ে যায়, চেনা আলোকে আসার আগে
কত গল্প ঘর বাঁধে, আবছা আলেয়ার অন্ধকারে।
-
yah vaqt bhee gujar jaayega,
usako pakarake nahee rakh sakoge tum,
so pakarne ka khvaab chhod ke,
usame jee jao tum.....-
মন খারাপের বাক্সে, লুকিয়ে রাখা উড়ো চিঠি,
দমকা হাওয়ায় এলোমেলো, অপুর প্রিয় বন্ধু ইতি।-
খুশি তোমার জমুক এসে ভাঙা মনের খাঁজে,
মেঘের কোলেও সূর্যি মামা মিটিমিটি হাঁসে।
স্রোতের টানে ভেসে আসা তুচ্ছ শৈবাল,
রুদ্ধ করে নদীর গতি বাড়িয়ে বেড়াজাল।-
সমস্ত ভাঙা জিনিসই জোড়া লাগনো যায়,
শুধু form of object আর State of matter পরিবর্তন হয় ।-
Take a step against comfort zone
For your rational growth.
Fly high against appealing fear
For the extreme fortune.
_Saraswat
_Dipta-
আকাশের তারা খানি ছুঁতে চাওয়ার মুহূর্তে,
মাঝে মাঝে ভুলে যাই ---
আমাদের মধ্যেকার আলোকবর্ষের ব্যবধান।-