The hardness of heart cannot judge a heart...
-
then they said,don't hide it
it is a sign of being aged
aged with so much realisation
not with glamour.-
বনমালী,অসহায় তার জীবন,ভালোবাসার কাঙালী সে
হঠাৎ করে জোনাকির আলো তাকে ভরিয়ে দিল ভালোবেসে-
সেই গানেই আছে জমানো
মোর একরাশ অভিমান
বোঝোনা তুমি নীড় ভাঙা ঝড়ের অর্থ,
বোঝোনা তুমি নির্বিত্তের মর্ম,
বলতে কি পারো,
কী আছে তোমার স্বার্থ?
স্বার্থ ছাড়া যায় না কি ভালোবাসা,
ভালোবাসা বুঝি তাদের জন্যে নয়?
দাও না একটু, শুধু একটুখানি সুখ,
নাহয় একটুই দিও
তোমার ভালবাসা ভরা বুক,
গাইবে তারা,নাচবে তারা,
বলবে তারা আহা! আহা!
গাইতে দাও তাদের
"মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি
হা হা হা হা হা"
-
a knop in a chippy tree
give me a life to
conserve from misery.-
1. about seeking happiness in glum
2. to penned my heart through quill
3. to combat with my pain-
fill with reality and grow with charm
don't forget to smile to teach to learn.-