Sharing your feelings does not show weakness, rather it shows the strength of trusting someone completely.
-
Saptarshi Maji
(Saptarshi)
10 Followers · 8 Following
Joined 24 November 2017
10 MAR 2024 AT 12:08
22 JUN 2019 AT 6:36
এইভাবে প্রত্যেকটা চলে যাওয়াই কিছুটা সয়ে যাওয়া আর কিছুটা মানিয়ে নেওয়ার মধ্যে পড়ে। শুধু মানুষটা কতটা কাছের তার উপর নির্ভর করে আমরা এই দুই মেরুর কোনটার থেকে কতটা দূরে অবস্থান করছি।
-
28 FEB 2019 AT 2:40
ফুঁসছে জনতা, যুদ্ধই চাই,
শান্তির পথে কোন সায় নাই,
এবার তবে হবেই হেস্তনেস্ত।
সীমান্তে ছেলে, জওয়ানের মা,
ঘরে বসে ভাবে, কূল পায় না,
ছেলেটা আমার মাছভাত ভালোবাসতো।।-
14 MAR 2018 AT 0:59
-Is it too hard to read an eye!
-Sometimes it is so easy that it becomes negligible easily.-
1 JAN 2018 AT 11:10
রক্ত পান করা গলায় নামে বিয়ার,
সভ্যতা চিল্লিয়ে বলে হ্যাপি নিউ ইয়ার।-
26 DEC 2017 AT 0:40
ঘৃণা শব্দটা অনেক ছোট। তাছাড়া ভালোবাসার মতো অতো জোরালোও নয়। তাই ভালোবাসার বিপরীত ঘৃণা হতে পারে না কোনদিন। অভিমান বরং এক্ষেত্রে অনেক যোগ্য দাবীদার, বলা ভালো প্রধান প্রতিপক্ষ।।
-