যারা করে ইভটিজিং,
তারা আদতে পুরুষ নয়
বোনের সম্মান রাখতে জানে,
কিছু পুরুষ দাদাও হয়...
বুকের দিকে নজর দিচ্ছে,
সেসব লোক মানুষ নয়,
মেয়ের মাথায় হাতও রাখে,
কিছু পুরুষ বাবাও হয়...
রেপ করেছে যেসব মানুষ,
তারা আদতে নরক বাসী,
মানুষ সবাই এক হয় না,
সব ছেলে নয় অবিশ্বাসী..
যারা দোষী তারাই খারাপ,
সব পুরুষ দোষী নয়,
কিছু ধর্ষক পুরুষ হয়ই,
তবু সব পুরুষ ধর্ষক নয়..-
হৃদয়ে time passer টাইমেও মরচে ধরেছে,
তুমি নেই,তাই নিজের সেল্ফিতেও অনিহা এসেছে...-
ভালো থাকতে গেলে ভুলতে হয়,
মেনে নিতে হয় এগিয়ে যাওয়া,
"সব ভুলে গেছি" বলা যতটা সহজ,
ততটাই কঠিন মেনে এটা নেওয়া।-
Cheater~রাও জীবনের সবথেকে বড়
Teacher~এর হবার দাবী রাখে......
তাই তাদেরকেও
Happy Teachers' Day-
কেমন আছে তারা,
ব্রীজের নীচের লোকেরা,
যারা এখনও আটকে আছে,
কিম্বা পড়েছে মারা...
কেমন আছে তারা,
ব্রীজের উপরের লোকেরা,
যারা এখনও মারা যায় নি,
খালি মরার অপেক্ষা করা।
কেমন আছে তারা,
ব্রীজ দিয়ে হেঁটে যায় যারা,
প্রতিদিন হাতে নিয়ে জীবন,
নির্ঘাত তারাও দিশেহারা...
কেমন আছে তারা,
ব্রীজের গল্প শোনে যারা,
দূর থেকে খবর পেলো ভয়ের,
সত্যিই ভালো নেই আমরা...
কেমন আছে,
কোথায় আছে,
এটুকুই খবর নিতে পারি আমরা,
সরকার পুরো ক্ষতি দেবে,
প্রতিশ্রুতি দিয়েছে ওরা....
বাকি আমাদের জীবন মৃত্যু
সবটাই ক্ষতিপূরণের লাখ টাকাতে মোড়া...-
তাহলে আস্তে আস্তে গতি কমিয়ে নিতাম,
যাদের কাছে বাস্তব খুব কঠিন তাদের আরেকটু ঘুমোতে দিতাম,
আমি যদি রাত হতাম,
তাহলে যাদের ঘুম আসেনা রাতে,
তাদের চোখে ঘুম ছড়াতাম,
একা থাকা রাস্তার বুকের জীবনগুলোর পাশে গিয়ে বসতাম...
তাদের বাঁচার স্বপ্ন দিতাম,
যদি আমি রাত হতাম...-
এক কালে যে ভালো লাগা এনে দিত,
আজ এক রাশ কান্না আনে,
এক কালে যে প্রেম এনে দিত,
আজ নিদারুণ ঘেন্না আনে,
এক কালে যা আদর এনে দিত,
আজ বেমালুম কষ্ট বয়ে আনে,
ভাবলে অবাক লাগে,
কিভাবে সমীকরণ গুলো পালটে যায়,
সময় পালটায়,
মানুষ পালটায়,
পালটায় না খালি স্মৃতিরা,
হিসেবে বলে তাই,
খারাপ থাকাদের সারানো যায় না,
আর মন খারাপের ওষুধ হয় না...-
ভুল বোঝানো নিজেকে এটুকুই,
"তুমি না থাকতেও,আছো"- এই গল্প,
রেখে গেছো যা আছে সেটুকুই,
বাকি সব কিছুই গেছে অল্প অল্প।
রাত দিন 'ভালো আছি' এই বাহানা,
স্মৃতির মড়া লাশ বয়ে চলি আমরণ,
ব্রেক আপ বলে আদতে কিছু হয়না,
হয় গাল দি,নয় ভালোবাসি আজীবন..-
আর তারপর,
একদিন ব্যস্ত হয়ে পরবো আমরা,
ব্যস্ত হয়ে পরবে আমাদের সময়,
খালি যদি কোনোদিন দেখা হয়ে যায় আমাদের রাস্তায়,
দূর থেকে হাত নাড়িয়ে বুঝিয়ে দেবো
"ভালো আছি",
রাতে একা একা যখন ডায়েরি লিখবো আবার,
তখন শুধু পাতার উপর লিখে রাখবো,
" আজ আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিলো...."-
শোকের গল্প অল্প সল্প সবার মনেই থাকে,
ভালো থাকতে চায় যারা,তারা সেসব লুকিয়ে রাখে...-