Santanu Guria  
12 Followers · 5 Following

Joined 29 August 2020


Joined 29 August 2020
16 AUG 2021 AT 9:06


উদাসী কোকিল ডাকে
কৃষ্ণচূড়ার ফাঁকে ফাঁকে
মদনদেব দেয় আবির ঢেলে...

নতুন পত্র-পল্লব জাগে গাছে
দল বেঁধে গুনগুন ভ্রমরায়,
বউ কথা কও পাখি বলে, হায়
প্রিয় তার রয়েছে দূর প্রবাসে!

শান্তনু গুড়িয়া


-


19 JUL 2021 AT 8:11


কুলুকুলু বয়ে যাবো
উৎস হতে মোহনা অবধি|
যাত্রাপথে কুড়িয়ে নেবো
হরেকরকম স্মৃতিসুখ এবং জঞ্জাল|
জ্ঞানপাপী মানুষে
আনছে যখন কুমির ডেকে
কেটে নিজের হাতে খাল !



শান্তনু গুড়িয়া

-


9 JUN 2021 AT 9:10


রয়েছে অপেক্ষায় প্রিয়তমা বধূটি তোমার
সময় হয়েছে দুঃখের ডালি তার
উজাড় করে দেবার|
তুমি আকাশ, তুমি তার প্রিয় মধুমাস
পরাক্রমে ও আস্ফালনে
ভালোবাসার আন্দোলনে
নন্দিত নক্ষত্রের নিচে
হবে ছন্দিত সহবাস|

শান্তনু গুড়িয়া

-


6 JUN 2021 AT 19:59





প্রবল জল ছলছল ছন্দে
খুশিয়াল আনন্দে নাচছে বৃষ্টিমেয়ে,
আঙিনা দুয়ার ভিজে একাকার
উতল বাতাস এলো ধেয়ে...
--- শান্তনু গুড়িয়া

-


5 JUN 2021 AT 10:03

মনখারাপের মেঘ
বিয়োগব্যথার বজ্রপাত
স্বপ্নভঙ্গের ভূমিকম্প
নৈরাশ্যের ঝড়
স্মৃতির বাড়িঘর

নামবে কখন...
ভালবাসার বৃষ্টি?

শান্তনু গুড়িয়া

-


3 JUN 2021 AT 20:35

পাগল হওয়ার প্রেস্ক্রিপশন
খাঁচার ভিতর পাখির মতন
ছটফটায়, গেয়ে ওঠে গান হতাশায়
দাঁড়িয়ে দরজায়
মৃত্যুদূত|




শান্তনু গুড়িয়া

-


3 JUN 2021 AT 20:01

ঠোঁট এমন দরজা
চুমুই একমাত্র খুলতে পারে,
বন্য প্রেমের পারায় ধন্য থার্মোমিটার
হাতহীন হাতছানি
দুর্নিবার!
---শান্তনু গুড়িয়া











-


4 MAR 2021 AT 8:20


দেওয়ালে পিঠ ঠেকে গেলে,
নিক্ষিপ্ত হলেও অন্ধ টানেলে;
মনে রাখো আশা---
পাবেই আলোর দিশা|

আপ ভালো তো জগৎ ভালো---
চাপা যত যৌনতা ও অবদমনে,
গা-ধাক্কাধাক্কি আর কীর্তনে;
অন্ধকারে আচ্ছন্ন মনে
জ্ঞানের প্রদীপ জ্বালো|

---শান্তনু গুড়িয়া

-


25 FEB 2021 AT 19:20



একঘেয়েমি
মুক্তির মোবাইলে
খোঁজে ওটিপি




শান্তনু গুড়িয়া

-


25 FEB 2021 AT 19:15




জীবন


কষ্টের সঙ্গে কোলাকুলি
দুঃখের সঙ্গে করমর্দন...



---শান্তনু গুড়িয়া

-


Fetching Santanu Guria Quotes