Sanjukta Acharya   (সংযুক্তা)
201 Followers · 4 Following

রাধে রাধে💙
💙...
Joined 13 June 2021


রাধে রাধে💙
💙...
Joined 13 June 2021
17 SEP 2024 AT 20:55

....

-


17 SEP 2024 AT 20:13

ধুর! ভাত ,রুটি সবসময় ভালো লাগে না










একটু ভালো-মন্দ কিছু বানাতে পারো তো মা 😌

-


16 SEP 2024 AT 19:54

...

-


22 MAR 2022 AT 22:56

অপূর্ণতায় থাকুক গল্পগুলো, স্বপ্ন গড়ুক শত চিরকুট
প্রমাণের চেয়ে নীরবতায় শ্রেয়, বরং হাঁটলে হাঁটুক প্রেম রংরুট ।

মিথ্যে শানিয়েছো তুমিও , ঘর হারিয়েছে সেই কবে...
দূরত্ব থাক তবে আজীবন, পরের কোনো বসন্তে না হয় আবার ভালোবাসা হবে ।

-


17 MAR 2022 AT 12:22

বসন্ত হোক আলো
ঝরে যাক পুরোনো ক্ষত, রঙিন পলাশে শিমূলে...
রঙে রঙে নীল হইয়ো
মাখবো সর্বাঙ্গে তোমায়, তোমারই অন্তরালে ।

-


15 MAR 2022 AT 20:08

কত রাত বিষাদ ছুঁয়ে যায়
বেহায়া মন তবুও অসহায়
নির্ঘুমে নির্লিপ্তে শান্ত দুচোখ
তোর অপেক্ষারা ক্লান্তি মেটায় ।

-


10 MAR 2022 AT 23:07

অভিমান সরিয়ে,
খানিক কল্পনায় আসিস
হৃদয় আঙিনায় তোকে রোজ ছুঁই...

বসন্ত আমার বাড়ে নৈঃশব্দে
ছাদে ফোটা চন্দ্রমল্লিকা বিবর্ণ হয়ে আসে
আর অপেক্ষায় ফোটে ক্লান্ত দু-একটা গোলাপ-জুঁই ।।

-


10 MAR 2022 AT 18:56

প্রত্যাশা
বাড়ে ,মন অসহায়,
বসন্ত ভেজায় আঁখিপল্লব, হৃদয়
বৃষ্টিকেই চায় ।

-


3 MAR 2022 AT 18:39

এখনো বিকেল
হয়নি শেষ , কৃষ্ণচূড়া
ঝরে যত, বসন্তের আগমন
কেসিং-এ মোড়ায় ক্ষত ।

-


27 FEB 2022 AT 18:46

দুঃখ বেদনা সবার আছে ,
আছে কয়েকশোবার ভাঙা -গড়ার খেলা
সুখের সাগরে তোমায় নিয়ে মাতি রোজ
বিরহ ফাগুনে রোজ গাঁথি পলাশের মালা

দুঃখ গুলো ছোঁয়া দেয় গভীর ভাবে
তোমার কন্ঠস্বরে জাগে মোর প্রাণ
ওগো প্রকাশ্যী তোমায় আর কীভাবে করি প্রকাশ,
আমার জীবনেও তুমি ঠিক সেই শান্তির ঝুলন ; দেদুল্যমান ।


তবে বলো আর কীভাবে ব্যাক্ত করি এই কবিতায়
আমার মনেরও সখী , স্বপ্নের প্রিয়জন
রজনী যদি ডুবছে ডুবুক
রয়ে যেও অন্তরে আমার, গোপনে আজীবন ।


-


Fetching Sanjukta Acharya Quotes