9 SEP 2019 AT 20:20


মানুষ তো গাছের মতো ভালোবাসতে জানে না

ভালোবাসার জন্য ভালোবাসে;
যেখানে জেতা-হারা নেই

দিনের শেষে ভালোবাসা আছে।

কবির কলম আছে।

জুঁই ফুলের গন্ধ আছে- প্রেমিকার খোঁপা আছে
কর্পোরেট স্বামীর ব্যস্ততা আছে।
বাবার পেনশন আছে- মার শখের নীল চিরুনি আছে।
মনখারাপে একটা চওড়া কাঁধ আছে
রাস্তা পারে শক্ত মুঠো আছে।

সন্ধেবাতির শাঁখ আছে
রাতের বালিশে ঘুমপাড়ানি আছে।
আদরেরও গন্ধ আছে।

বেঁচে থাকা আছে।
জীবনের গান আছে।

সুরের অর্থ আছে,
" জীবনকা মতলব তো আনা অউর যানা হ্যায়
দো পলকে জীবন সে এক উমর চুরানি হ্যায়..."

- yours Sanjukta.