Sanjukta   (yours Sanjukta.)
14 Followers · 17 Following

It's not a name , it's a journey
Joined 17 January 2019


It's not a name , it's a journey
Joined 17 January 2019
6 JUL 2022 AT 21:15






ইচ্ছেদের বেশ ইচ্ছে হলে
উড়ত খেয়াল বেলুন ভরে
দিগবিদিগে আকাশ খুঁজে
মেঘের বাড়ি নিত করে।

ইচ্ছেদেরও ইচ্ছে হলে
এদিক সেদিক দাপিয়ে ঘুরে
হামলে পড়ে গুটিসুটি
ঘুমিয়ে যেত আঁচল ধরে।

ইচ্ছেদের বেশ ইচ্ছে হলে
চেঁচিয়ে পাড়া জানান দিত
একলা ছাতে ডাহুক পাখি
আর খেলনা বাড়ির খড়কুটো।

ইচ্ছেদেরও ইচ্ছে হলে
শপিংমলে গান শোনাতো
কেতায় মোড়া দুনিয়াদারি
নেতার কথায় উড়িয়ে দিত।

ইচ্ছেদের বেশ ইচ্ছে হলে
কিংসাইজে কুইন হত
মিছিল সাহস মোমবাতি নয়
রাংতা মোড়া হজমির মত।

ইচ্ছেদেরও ইচ্ছে হলে
ইচ্ছে করেই মিলিয়ে যেত
ডানায় ডানায় ঝাপটা খেত
উড়ত_ পড়ত _ফের উড়ত।

সে সব যখন হয়নি হওয়া
থাকুক সেসব ইচ্ছে হয়েই
চাইলে কি আর ঘর বাঁধা যায়
ঘর বানাবো বললে পরেই!?

-


28 AUG 2020 AT 23:36

Some birthdays remain silent but their growing up intend to make growth for others and YQ is one of them.
Keep growing and let us grow with you.
Happy birthday 🌱

-


25 AUG 2020 AT 15:03

ঐ মুহূর্তটুকুকে সুন্দর করার জন্য...
লড়াইটা টিকে যাবার ছিল;
ভোরের শুকতারা থেকে  
                      পাতায় জমা অন্ধকার অব্দি
গল্প লেখার ছিল
উপসংহার শেষে প্রচ্ছদ আঁকা ছিল;
থাকার কথা ছিল।
লড়াইটা টিকে যাবার ছিল;
নবজাতকের কান্না থেকে
                        মৃত্যুশব্দ অব্দি
জলছবি আঁকার ছিল
বর্ডার দিয়ে বাঁধানোর ছিল;
সাজানোর কথা ছিল।
লড়াইটা টিকে যাবার ছিল
চলার ছিল - এগোনোর ছিল;
শুধু,
কথা ছিল ~ কথা দেওয়ার জন্যে।।



-


23 JUN 2020 AT 20:10








.

-


27 MAY 2020 AT 16:19

Poems were never been in words,
pauses and silences made them poetic.

-


26 MAY 2020 AT 17:39

& the last page of the book will keep the aroma of spring, the other will drop off.

-


19 MAY 2020 AT 17:28

&
one day you will be getting it why storms are named after persons and why there are helplines though.

-


19 NOV 2019 AT 14:51

No
You don't know what feminism is.
You just pretend;
because they allow.
Yes
They are responsible for this;
because they don't want to feel you uncomfortable.
They provide you the seats, the space,the comfort and everything that you deserve even sometimes don't.
This is their fault
that they don't show themselves and who does even allow you to criticize.

They are man,a human, just like a woman. They need everything that you need to survive as well. They need you to be there as they are always because without 'he' 'she' isn't complete.
Wish a day for them too.




Happy international men's day❤️

-


30 OCT 2019 AT 20:00

"Because, I'm home and am with me."

-


30 OCT 2019 AT 19:57

Sigh comes
Or
With every sigh the leaves fall.

-


Fetching Sanjukta Quotes