9 APR 2018 AT 16:37

দুপুরের চিলেকোঠা
শুনশান করে আজ,
নেই কোনো নূপুরের ছন্দ।

উঠোনের ফোটাফুল
গুনগুন করে তবু,
নেই কোনো তুমি মাখা গন্ধ।

ঝড় হলে,কাঁচামিঠে
ধুপধাপ আম পড়ে,
নেই কোন কুড়ানোর দৃশ্য

প্রতিরাতে ছাদ কাঁদে,
টুপটাপ জল ঝরে,
জানে শুধু আমাদের বিশ্ব।

- Sanju