31 OCT 2018 AT 6:19

বিদায় বেলা

হঠাত যেন কথা শেষ হয়ে গেল
খোঁপা টা ঠিক করে নিলে
কপালের উপর নেমে আসা অবাধ্য টাকে
সরিয়ে দিলে দুই আঙ্গুলে ..
এক কোনে ফুল আঁকা সেই গোলাপী রুমালটা
ছুয়ে গেল তোমার মুখ .. গাল .. গলা.
নির্মিনেশ তাকিয়ে রইলে অনেক দুরে কোথাও ..
আমিও নির্বাকের মত স্তব্ধ হয়ে রইলাম ..
বুকের অফুরন্ত কথা স্রোত সহসা গতিহারা
সমুদ্রের জলোচ্ছাস যেন মরুভূমির শুষ্কতা
ক্লান্ত পদক্ষেপ বয়ে চলে স্মৃতির মহাভার
হারিয়ে যাওয়ার আগে শেষ ফিরে চাওয়া
হাজারের ভিড়ে হারিয়ে যাওয়া এক ম্লান মুখ
অসহায়তার দুরত্ব .....

সঞ্জীব বিশ্বাস

-