যদিও জানি চলে গ্যাছে সে অনেক সময় আগে,
তবুও চলে যাচ্ছি শুনলে বড়ই বুকে লাগে,
বন্ধ দ্বারের এপাস থেকে প্রতিক্ষাতে মন,
আবার হয়তো ফিরবেই সে,করবে টেলিফোন ।।— % &-
কাল থেকে ঠিক পাল্টে যাবো দেখে রাখিস তোরা....
পাল্টানো কি সহজ কথা ভাই,
নিদ্রা বিহীন তারা গোনা রাত্রি জাগা চাই,
মনের দুঃখ কষ্ট গুলো এক দোয়াতে গুলে
মুখোশ খানা রাঙিয়ে নিয়ে ঠিক রেখেছি তুলে।
মুখোশের আড়ালেতে ঢেকে রেখে মুখ
চাপা পরে থাক সব সুখ আর দুখ।।
শব্দেরা দল বেঁধে ভিড় করে আসে,
কত কথা,কথকথা,স্মৃতির আকাশে,
বধির হওয়ার আগেই বোধহয় হঠাৎ এমন করে,
হেমন্তের ভোরের আকাশে শুধুই শব্দ ঝরে।
মনে যতোই তুফান উঠুক রাখবো মনে চেপে
মুখোশ বলবে দু চার কথা নিক্তি দিয়ে মেপে।।
আবেগ নাকি নদীর মতোই হয়,
ইচ্ছা মতো ভাঙে গড়ে কারো বাধ্য নয়,
মনের আবেগ মনেই মরবে ফুটবে নাকো মুখে
মুখোশ খানা চাপা দিয়েই থাকবো আমি সুখে।
অবশিষ্ট মান অভিমান সিন্দুকেতে ভরে
ছুড়ে ফেলবো সমুদ্দুরে চাবি বন্ধ করে।
সঞ্জীব বিশ্বাস-
কাল থেকে ঠিক পাল্টে যাবো দেখে রাখিস তোরা....
আজকাল রাতে আর ঘুম আসে না,
প্রচুর কাজ,রং-তুলি-কাগজ
মান - অভিমানের দোয়াতে না পাওয়া বেদনা গুলোর তুলি দিয়ে একের পর এক মুখোশ এঁকে চলেছি।
মুখোশের আড়ালেতে ঢেকে রেখে মুখ
চাপা পরে থাক সব সুখ আর দুখ ।।
এঁকে চলেছি যেভাবে বুভুক্ষু কুকুর উচ্ছিষ্টর শেষ অংশটুকু ও চেটে নেয়।
এঁকে চলেছি যাতে এক ফোটাও অবশিষ্ট না থাকে।
যদি কিছু থেকে যায়?
অবশিষ্ঠ মান অভিমান সিন্দুকেতে ভরে
ছুড়ে ফেলবো সমুদ্দুরে চাবি বন্ধ করে.।।
আজকাল রাতে আর ঘুম আসে না,
হাজার জমে থাকা কথা ফুটে বেরিয়ে আসে
বকে যাই আপন মনে, যাতে কিছু পরে না থাকে,
মনে যতই তুফান উঠুক রাখবো মনেই চেপে
মুখ বলবে দু চার কথা নিক্তি দিয়ে মেপে.।।
পাল্টানো তো সহজ কথা নয়
হারানোর যখন কিছুই থাকে না
চেষ্টা করতে হয় ।।।
সঞ্জীব বিশ্বাস
-
সান্তা দাদু সান্তা দাদু ঝোলার ভিতর কি?
হরেক রকম খেলনা আছে সাজিয়ে রেখেছি
কেক ,বিস্কুট ,লজেন্স ,মিষ্টি আছে থরে থরে
ঘুমলে তুমি রাতেই দেবো তোমার মোজায় ভরে
সান্তা দাদু ওই ছেলেটা সিকনি টানা নাকে
এদিক ওদিক ছুটে বেড়ায় খোঁজে যেন কাকে
পেটের টানে সবার কাছে সুধুই ভিক্ষা করে
তার জন্য কি রেখেছ তোমার ঝোলায় ভরে ??
সান্তা দাদু ওই মেয়েটা ফুলের তোড়া হাতে
ভিড়ের মাঝে উকি মারে গাড়ির জানালাতে
শৈশব কে হারিয়েছে আজ দু পয়সার তরে
তার জন্য আছে কিছু তোমার ঝোলায় পরে ??
লজেন্স বিস্কুট কেক খেলনা থাকুক তোমার কাছে
ওগুলো তো অনেক কিছুই আমার কাছে আছে
পারো যদি ওই শিশুদের কাছে তুমি যেও
বেশি কিছুই চায়না খালি পেটের অন্ন দিও ///
সঞ্জীব বিশ্বাস-
আমি যেমন হাসতে পারি ,
কান্না চেপে বুকে,
তেমন দুঃখ পেলে তুমি
মরবে দারুন শোকে।।
-
নিঃস্ব আমি সম্বলহীন কিছুই দেওয়ার নাই,
খোলস ছেড়ে এবার বরং শীত ঘুমেতে যাই।।
সঞ্জীব বিশ্বাস-
মরীচিকার পিছে ছুটি,
আলেয়া কে খুঁজি,
সে যে পাওয়ার নয়,
কবে আর বুঝি ?
বলাকার ঝাঁক দেখি
আকাশ সুদুরে,
ফিরে দেখি উড়ে গ্যাছে
যে ছিল ঘরে ।।
সঞ্জীব বিশ্বাস-
ভালোবাসা কেন নিষিদ্ধ হবে?
চুপি চুপি বলবে তোমার কানে?
ভালোবাসায় সোচ্চার হয়ে উঠুক,
প্রকাশ করুক গানে -স্লোগানে ।।
সঞ্জীব বিশ্বাস-
অপরূপা হয় জননী অষ্টমীতে.........
কর্কট রোগে আজকে ন্যাড়া মাথা,
চোখে কিন্তু লড়াই জেতার পন,
রূপের আলো ঝলকায় তার মুখে,
খুশির ছোঁয়ায় ভরুক তারও মন।।
প্রতিবাদের আগুন জ্বালা চোখ,
এসিড ছোঁয়ায় যতই জ্বলুক মুখ,
অপরূপা তিনিও সবার কাছে,
লড়াই করে বেঁচে থাকার সুখ ।।
সঞ্জীব বিশ্বাস
১৩/১০/২০২১-
সপ্তমীতে মায়ের হাসির হয়না তুলনা........
একদিন তো ঘর ও ছিল আমার,
ছেলে মেয়েও ছিল আমার আকাশে,
সবাই এখন পর করেছে আমায়,
একলা আমি আছি বৃদ্ধাবাসে ।।
হাসি ফুটুক সেই মায়ের ও মনে,
শারদীয়া কাটুক এবার নিয়ে আপনজনে।।
রাত্রি জেগে পড়া করে ছেলে,
পাশে জেগে পাখা দোলায় মা,
ভোরবেলা তেই শহর যেতে হবে,
মেটাতে মা ছেলের ক্ষুধার যাতনা।।
ছেলে ছাত্র বৃত্তি নিয়েই সযতনে,
হাসি ফোটাক এই মায়ের ও মনে।।
সঞ্জীব বিশ্বাস
১২/১০/২০২১
-