Sanjeev Choudhury  
57 Followers · 102 Following

Joined 25 September 2018


Joined 25 September 2018
31 AUG AT 15:08

সবাই বলে ভুল করা সাফল্যের প্রথম ধাপ,
কিন্তু আমি বিশ্বাস করি ভুল সংশোধন করা
এবং নিজের করা ভুল বুঝতে পারা
এবং পরের বার একই ভুল পুনরাবৃত্তি না করা সাফল্যের প্রথম ধাপ।


✍️ সঞ্জীব চৌধুরী (দীপ)

-


19 AUG AT 11:07

স্বার্থপর এবং চাটুকার মানুষ যতটা জায়গা করে নিতে পারে, সত্যিকারের মানুষ ততটা জায়গা করতে পারে না।


✍️ সঞ্জীব চৌধুরী (দীপ)

-


16 AUG AT 15:09

জীবন হলো লুডোর মতো,
তুমি সবসময় ৬টি আশা করো
কিন্তু ১টি পেলেও তোমাকে
এগিয়ে যেতে হবে।


✍️ সঞ্জীব চৌধুরী ( দীপ)

-


10 AUG AT 13:56

তোমাকে হতাশ বা কষ্ট দেওয়ার জন্য মানুষকে দোষারোপ করো না, বরং তাদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করার জন্য নিজেকে দোষারোপ করো।


✍️ সঞ্জীব চৌধুরী (দীপ)

-


9 AUG AT 21:45

আমি বুঝতে শুরু করেছি যে কিছু জিনিস আছে যা আমি নিয়ন্ত্রণ করতে পারি না এবং কখনই নিয়ন্ত্রণ করতে পারবো না যে, কারণ সেটা আমার হাতে নেই। আমি এতে রাজি এবং নিজেকে মানিয়ে নিয়েছি, এটাই জীবন।

✍️ সঞ্জীব চৌধুরী (দীপ)

-


6 AUG AT 10:35

আমরা মানুষের সাথে দেখা করার একটা কারণ সবসময়ই থাকবে, হয় তোমার জীবন পরিবর্তনের জন্য তাদের প্রয়োজন, নয়তো তুমিই তাদের পরিবর্তন করবে।

এই সত্যটি সর্বদা মনে রেখো যে এই পৃথিবীতে কেউ আমাদের বন্ধু হিসেবে জন্মায় না, শত্রু হিসেবেও নয়। আমাদের শিল্প, কাজ, মনোভাব, আচরণ এবং দৃষ্টিভঙ্গি তাদেরকে উভয়ের একজন করে তোলে..!

✍️ সঞ্জীব চৌধুরী (দীপ)

-


3 JUL AT 15:21

একান্তে একে অপরকে সংশোধন করুন, জনসমক্ষে একে অপরের পক্ষে দাঁড়ান এবং আপনার ব্যক্তিগত সমস্যাগুলি অফলাইনে রাখুন কারণ আপনার ব্যক্তিগত সমস্যাগুলি সামাজিক মনোযোগ বা বিতর্কিত এবং হাসির বিষয় হয়ে ওঠার চেয়ে ব্যক্তিগত সমাধানে বেশি গুরুত্বের প্রয়োজন।

✍️ সঞ্জীব চৌধুরী (দীপ)

-


30 JUN AT 1:06

মানুষকে মন থেকে ভালোবাসো।
তোমার মেজাজ এবং
চাহিদা অনুযায়ী নয়।


✍️ সঞ্জীব চৌধুরী (দীপ)

-


29 JUN AT 23:40

হ্যাঁ, যদি কারো প্রতি ভালোবাসা তিক্ত হয়ে যায়, তাহলে সেই সম্পর্ক থেকে দূরে যাওয়াই ভালো। সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালোবাসার প্রয়োজন। যদি এই উপাদানগুলির অভাব দেখা যায়, তাহলে সেই সম্পর্ক মানসিক কষ্টের কারণ হতে পারে। তাই, নিজের মানসিক শান্তির জন্য এবং ভবিষ্যতে আরও সুস্থ সম্পর্ক তৈরি করার জন্য, তিক্ততা তৈরি হওয়ার আগেই সেই সম্পর্ক থেকে দূরে যাওয়াই শ্রেয়।

✍️ সঞ্জীব চৌধুরী ( দীপ)

-


28 JUN AT 15:48

জীবনের প্রতিটি সম্পর্ক, অনুভূতি ও মানবিক বন্ধনের একটি সূক্ষ্ম কিন্তু গভীর দিক হলো “অবহেলা”। কখনো আমরা অবহেলার শিকার হই, আবার কখনো না জেনেই কাউকে অবহেলা করে বসি। এই ছোট একটি শব্দ, কিন্তু এর প্রভাব অনেক গভীর ও দীর্ঘস্থায়ী। অবহেলার কারণে গড়ে ওঠা দূরত্ব, সম্পর্কের ফাটল এবং মনের কষ্ট অনেক সময় মুখ ফুটে বলা যায় না।

মানুষ যা বলে না, তার থেকেও বেশি প্রকাশ করে তাদের অবহেলা। কারো মন ভাঙতে শব্দের দরকার পরে না, অবহেলা যথেষ্ট। অবহেলা এমন এক আঘাত, যার দাগ দেখা যায় না, কিন্তু অনুভব গভীর।

✍️ সঞ্জীব চৌধুরী (দীপ)

-


Fetching Sanjeev Choudhury Quotes