পিছুটানে মেতে মন
অভিমান বেস;
হেসে বলে বাস্তব
অভিনয় শেষ।
-
হারিয়ে যাওয়ার গল্পটুকু রাখ ☺
শুরুর আগে শেষের গল্প থাক ❤
ধরো ফাঁকা রাস্তা
ধরো জড়িয়ে...
ধরো গঙ্গার ঘাট
ধরো চোখ...
ধরো ৪ মাথার মোর
ধরো হাত...
ধরো অন্ধকার গলি
ধরো ঠোঁট...
ধরো প্রেম
ধরো ভালোবাসা...
ধরো আদরে
ধরো অভ্যাসে...
ধরো সংসারে
ধরো উপসংহারে...
বলো থেকে যাবে...???-
পুরানো কথা পড়লে মনে বুকটা যেন
মুচড়ে ওঠে;
নয়নজলে ভাসাই তাদের গোলাপ আজ
একাই ফোটে।
-