Sanjay Mondal   (সঞ্জয়)
9 Followers · 1 Following

হারিয়ে যাওয়ার গল্পটুকু রাখ ☺
শুরুর আগে শেষের গল্প থাক ❤
Joined 23 October 2019


হারিয়ে যাওয়ার গল্পটুকু রাখ ☺
শুরুর আগে শেষের গল্প থাক ❤
Joined 23 October 2019
24 AUG 2020 AT 13:20

পিছুটানে মেতে মন
অভিমান বেস;
হেসে বলে বাস্তব
অভিনয় শেষ।

-


8 AUG 2020 AT 11:55

সুখের লোভে ছুটতে গিয়ে নতুন
দুঃখের আরম্ভ হয়।

-


4 AUG 2020 AT 19:27

হাসি খুশি থাকা মানেই ভালো থাকা না।

-


4 JUL 2020 AT 13:36

থাকার ইচ্ছা থাকলেও রাখতে সবাই চায় না।





-


1 JUL 2020 AT 13:00

ধরো ফাঁকা রাস্তা
ধরো জড়িয়ে...
ধরো গঙ্গার ঘাট
ধরো চোখ...
ধরো ৪ মাথার মোর
ধরো হাত...
ধরো অন্ধকার গলি
ধরো ঠোঁট...
ধরো প্রেম
ধরো ভালোবাসা...
ধরো আদরে
ধরো অভ্যাসে...
ধরো সংসারে
ধরো উপসংহারে...
বলো থেকে যাবে...???

-


22 JUN 2020 AT 20:14

পুরানো কথা পড়লে মনে বুকটা যেন
মুচড়ে ওঠে;
নয়নজলে ভাসাই তাদের গোলাপ আজ
একাই ফোটে।

-


5 JUN 2020 AT 21:23

সাদা-কালো টা আমাকেই সাজে,
তুমি না হয় থেকো রঙ্গীনদেরই মাঝে।

-


3 JUN 2020 AT 1:33

তার কাছে পুরানো যায় নতুন আসে,
আমার কাছে সে আজও বুকের বাঁ পাশে।

-


12 MAY 2020 AT 11:54

হাঁসি মুখে লোকাও ক্ষত,
অন্ধকারে ঝরে অশ্রু যতো।

-


11 MAY 2020 AT 12:58

তার প্রেমের শহরে ব্যস্ত সন্ধ্যা
দু'হাত জুড়ে রজনীগন্ধা

-


Fetching Sanjay Mondal Quotes