"পাখি সব করে রব রাতি পোহাইল।"
ও কথাটায় ভুল ছিল।
ওটা কান্না রোল ছিল।
কাশ্মীর থেকে গুজরাট হয়ে
বাংলাটা ছুঁয়ে তুতিকোরিনেও
মৃত্যু মিছিল পৌঁছালো।
কিন্তু, ওরা জীবন চাইছিল।
ওদের দাবী তাই ছিল।
বুকের মধ্যে তাপ ছিল।
সীসার বুলেট ছুটছিল
বাঁচার দাবি চাইতে এসে
টপটপাটপ পড়ছিল
ও মরছিল!
আগুন ওরা জ্বালাবে কী ,
আগুন ওদের জ্বালছিল।
এটাই নাকি আমার স্বদেশ
এ দেশ আমার কেন হলো?
সঞ্জয়
-
23 MAY 2018 AT 21:15