Sangita Majumder  
818 Followers · 12 Following

Joined 4 May 2020


Joined 4 May 2020
16 HOURS AGO

I tried many times to take a cue
I tried but I witnessed a fall
Many times that I held my head
But I could not stand so tall
Everything looks shattered
Everything looks broken apart
Nothing seems so good to me
Nothing seems like a pretty heart
There are no feelings left
I am in a state of deft
Waiting for this moment to get through
Where I will see things so new
Waiting for that life too....

🌹🦋Sangita🦋🌹

-


17 HOURS AGO

প্রতিটি দিনই নতুন হোক যতই আসুক ঝড়,
ভালো থেকো প্রতিটা দিন নিজের মতো করে,
ঘুমোয় যারা ঘুমোতে দাও আলোর রোশনাই এ,
কে কি বলে, কান না দিয়ে নিজের মতো থাকো,
শুধু নিজের ছবিই যত্ন করে নিজের মনে আঁকো,
কে আগে বলবে কথা ভাঙাবে কে রাগ,
দু'দিকেই দুটি মনের বিরহের দাগ,
শুরু হয় মন জুড়ে ইগোর লড়াই
মিছে অভিমানে সব শেষ হয়ে যায়,
তাই প্রতিটি দিনই নতুন হোক যতই আসুক ঝড়।।

🌹🦋সঙ্গীতা🦋🌹

-


30 APR AT 16:21

বুক জুড়ে অপেক্ষারা
আজও স্বপ্ন দেখে,
জানি অনেক বছর পেরিয়ে গেছে
অনেক ব্যবধান!
আজও কি তোর মনে পড়ে,
পুরানো সেই দিনের কথা?
বলতি আমায় বাঁচবো না রে,
না পেলে তোকে,
তবে কেমন করে আছিস বেঁচে
বুকে পাথর রেখে!
কেউ কখনো যায় না মরে,
ঠিকই বেঁচে থাকে,
শেষে হাতটি রেখে নতুন হাতে,
কে কার খবর রাখে!!

🌹🦋সঙ্গীতা🦋🌹

-


29 APR AT 21:13

সূর্যতো উঠেনা পৃথিবীটা ঘুরে
ঘুরেঘুরে রাতদিন আসে এক সূরে।
সূর্যের চারদিকে অক্ষপথ ধরে
দুইভাবে পৃথিবী ঘুরছে ঠিক করে।
পৃথিবীর আলো নেই চাঁদেরও তাই
সূর্য থেকে ধার নিয়ে নিজকে সাজায়।
পৃথিবীটা ঘুরছে নিচ্ছেনা বাঁক
জীবজগৎ বুকে তার রেখে ঠিকঠাক।
সূর্যের দেশে চল যাবে নাকি ভাই
কাছে গেলে জ্বলেপুড়ে হয়ে যাবে ছাই।
দূরত্বটা তাই বেশী পৃথিবী থেকে
পনের কোটি কিলোমিটার ব্যবধান রেখে।।

🌹🦋সঙ্গীতা🦋🌹

-


29 APR AT 1:05

কলম চলুক সরলরখায়,
জীবন চলুক বাস্তবতায়,
কলমেরা চলছে বলেই ভাষার এত তীব্রতা,
কলমেরাই মুছে দিয়েছে সভ্যতার মূর্খতা,
যেখানে চেতনা বিষাক্ত খাঁচায় বন্দী
গুমরে মরে অসহ্য যন্ত্রণায়
জাতির সকল অঙ্গীকার
ক্ষুধার্ত শিশুর কান্নায় ঝরে পড়ে,
সেখানে কলম চলুক সরলরেখায়,
কলমের লেখনীতে ঝরে পরে নিরবতার বৃষ্টি,
আবেগের বহিঃপ্রকাশ,
কলমে লিখেই কবিতা, গল্প তৈরী শত শত নতুন কবি,
এ কলমের জোরেই নোবেল প্রাপ্ত শ্রদ্ধেয় বিশ্বকবি রবি।।

🌹🦋সঙ্গীতা🦋🌹

            
            
   
                  

-


28 APR AT 2:12

আমার হৃদয়ের ফুলদানিতে রাখো তোমার হৃদয়,
সাজিয়ে দেবো যতন করে মনের ই মতোন,
তুমি যেন ভুল বুঝনা আমায় উদাস দেখে,
হৃদয়ের ফুলদানিতে হৃদয় দিলে
বাধা অনেক আসবে,
কিন্ত সেই ফুলদানিতে যদি
গোলাপ, বেল, জুঁই, রজনীগন্ধা ফোটে,
আর চারিপাশ সুগন্ধে ভরে ওঠে,
তাহলে কোনো বাধাই আর বাধা থাকবে না,
রোদ হয়ে ঝলমল করবে চারিপাশ,
কতো মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে,
যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে,
তোমায় দেবো বলে এনেছি আজ,
তোমার প্রিয় একগুচ্ছ জুঁই ফুল,
বলো নেবে কি তুমি??

🌹🦋সঙ্গীতা🦋🌹

-


28 APR AT 1:11

কবিতা----'চাতক'
******************
মন যে আমার চাতক পাখি,
আকাশ পানে চেয়ে থাকি নিরবধি,
প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে দগ্ধ হচ্ছি,
তৃষ্ণার্থ চাতক পাখির মতো,
এক পশলা বৃষ্টির অপেক্ষায় রয়েছি,
বৃষ্টি তুমি দেবে কি ধরা??

🌹🦋সঙ্গীতা🦋🌹



-


26 APR AT 2:25

When I laugh I look around The voice and that surround,
When I cry I look for a hand
Besides me you used to stand I miss every moment spent with you,
Do you even have a clue?
That I really can't stay without you, I miss you!

🌹🦋Sangita🦋🌹

-


26 APR AT 1:55

Faith drives me to impossible things in life,
It keeps me moving ahead
It gives a new meaning to strive
I know the road for sure
After the struggle is over
Faith makes me Active & Happy in the end,
Its all in the mind nothing to pretend....

🌹🦋Sangita🦋🌹

-


25 APR AT 21:10

নিজের মতো থাকলে তুমি
ইচ্ছে ডানা মেলে,
আজ সব চাইলে আমায় শুধু
চাইতে ভুলে গেলে।
স্মৃতির ধোঁয়া উড়বে যেদিন
ধরবে চোখে জ্বালা,
সেদিন মনের ঘরে টিকবে না গো
ইগোর চাবি তালা।।

🌹🦋সঙ্গীতা🦋🌹

-


Fetching Sangita Majumder Quotes