Sanghamitra Ojha   (Sanmi✨)
460 Followers · 3 Following

Insta - s_a_n_g_h_a_mi_t_r_a
2nd - s_a_n_m_i_24
Joined 17 July 2021


Insta - s_a_n_g_h_a_mi_t_r_a
2nd - s_a_n_m_i_24
Joined 17 July 2021
11 SEP 2024 AT 23:45

স্মৃতিরা সব বড্ড প্রাচীন
তবুও দিচ্ছে আজও ক্ষত,
দিনের শেষে শান্তি খোঁজা
চলছে অবিরত।
খুঁজতে খুঁজতে ক্লান্ত আমি
ভীষণ অসহায়,
কোনোদিন সেটা বুঝবে না কেউ
ভাবতেই, রাত কেটে যায়!

-


18 MAY 2024 AT 1:58

তাকে নিয়ে স্বপ্ন দেখা
যদিও ছিল বাকি-
হঠাৎ সে তো চলেই গেল
দিয়ে আমায় ফাঁকি!
অনেক নাকি গল্প ছিল
তার হৃদয় জুড়ে,
তাকেও তো যেতেই হল
আমায় নিঃস্ব করে।
অনেকটা পথই চলেছিলাম
আর সাজিয়েছিলাম ঘর,
আপন যাকে ভেবেছিলাম
সে-ই হল পর।

-Sanmi✨




-


14 APR 2024 AT 0:52

শব্দ দিয়েই তোকে ছোঁয়া
চলছে রীতিমতো,
তোর থেকে দূরে থাকলেই
সতেজ হচ্ছে ক্ষত!
অনেক কথা আছে মনে
বলতে পারিনি তাই,
তুইও জানিস আমিও শুধু
তোকেই পেতে চাই।

-


8 FEB 2024 AT 3:22

সময় এখন অনেক বাকি
যেন যাচ্ছে সবাই দূরে,
কাছের মানুষ ভাবি যাদের
তাদের চিনছি নতুন করে।
হয়তো আগে ভালো ছিলাম
এখন আমি বাজে,
তাই তো তারা যখন-তখন
নতুন মানুষ খোঁজে।
হেসে হেসে বলা এত কথা
আজ যেন সবই বৃথা লাগে,
কীভাবে সবটা বদলে যায়?
কখনো ভাবিনি তো আগে!


-


1 FEB 2024 AT 22:09

এমন কিছু মানুষ আছে
যাদের পাশে চাই,
সুযোগ পেলে হঠাৎ যেন
তারাই সরে যায়...
নিজের দোষই দেব আমি
ভুল যে করেছি আগে-
আমায় সেটা বুঝতে হত
প্রথম প্রথম সবই ভালো লাগে!


-Sanmi✨

-


27 JAN 2024 AT 21:04

বিষন্নতার বইছে সুর আর মনকেমনের রাত
আমার চোখেও ধরা পড়ে, সব মিথ্যে অজুহাত...
ভালোবেসেছি একাকিত্ব, তা কঠিন কিছু নয়
ঘুম ভাঙার পরে স্বপ্নদেরও, ভুলে যেতে হয়...
সমস্ত দায়টা নিজেই নিলাম, নেই তো অভিযোগ-
মনে-প্রাণে চাইছি আমি, সে অন্য কারো হোক....

-Sanmi✨








-


25 JAN 2024 AT 20:50

অতীত যখন হঠাৎ করে
সতেজ করে ক্ষত,
বদলে যাই আমিও আবার
হয়তো আগের মতো...
ভাবিনি এত জটিলতা,
অবুঝ ছিল মন,
তবে ধীরে ধীরে হচ্ছিল যে
সম্পর্কের দহন...
শূন্য হাতেই গিয়েছিলাম
ভরসা নিয়ে চোখে,
সমস্তটাই হারিয়ে গেল
মনখারাপের শোকে...


-


20 JAN 2024 AT 21:40

Nadaani toh huyi hai mujhse
Ki tujhse ishq kar baithe,
Tere khushi ke liye hee sahi
Tujhe hee aazad kar baithe!
Tere juth bolne k tarike,
Aur saare juthe wadey ko
Saach manke kuchh khash likhti thi,
Mai v pagal thi jo mera hai hee nhi
Usko lekar ankahi itihaas likhti thi!
Tujhko chahna muqammal tha mujhe
Par tune mujhe kabhi chaha nahi,
Tu toh ho v jayega kisi ka aur
Par mai hee kisi ki rahi nhi....




-


31 DEC 2023 AT 22:00

আবার না হয় চলেই গেল
আরও একটা বছর....
হয়তো একটু খারাপ গেছে
তবে সবটা তো আর খারাপ নয়,
জীবনপথে চলতে গেলে
এসব একটু মানতে হয়....
পুরোনো মানুষ হারিয়েছে বলেই
হয়েছে নতুনের আগমন,
দোষ না করেও দোষী হয়েছি
ভেঙেছে এই মন!
তাতে আমার দুঃখ নেই
নেই যে কোনো ক্লেশ,
নিজেকে ভালো রাখতে পারি
এই তো আছি বেশ....
নতুন বছর, নতুন আশা
মুছে যাক সব দুঃখ-শোক,
পুরাতনকে বিদায় দিয়ে
এবার না হয় নতুন কিছু হোক....


-


12 NOV 2023 AT 15:07

সেই মেয়েটা একলা ভীষণ
অভিমানী ভারী,
কথায় কথায় রাগ যে করে
আর সবার সাথে আড়ি!
আবার মেয়েটা জেদি ভীষণ
ভাবে একলা থাকায় শ্রেয়,
নাই বা যদি পারো থাকতে
অনায়াসেই চলে যেও।

-


Fetching Sanghamitra Ojha Quotes