Sandipan Das   (সন্দীপন)
76 Followers · 65 Following

I loved pessimism, sometimes the hardcore reality loved me back :))
Joined 5 July 2017


I loved pessimism, sometimes the hardcore reality loved me back :))
Joined 5 July 2017
16 MAR 2018 AT 9:49

The Quadrilateral Heart

The Moon was beautiful.
Slender and graceful, a dazzling swan;
In a silver robe with white freckles.

The Sun was ruthless.
Glazing and burning, a glowing fireball;
In an orange attire with yellow embroideries.

And as the two tied the knot, to please Mother Earth, four hearts were broken that day.

The Clouds loved the Sun so much, there became pores in her heart and tears still fall down to soil the Earth in anguish.
The Ocean loved the Moon so deep, he wept and wept till the entire bed of Earth became salty in vengeance.

Sandipan

-


15 MAR 2018 AT 20:21

Strangers

The city shivered in the rains,
A drenched self, streets and drains,

An umbrella, two men, a few metres away;
The leaves and branches, they held their sway.

Necessity brought them together, strangers at heart.
They were both heartbroken, none got ever more hurt.

An umbrella of history, rainbows it made.
They created a bond, promises forbade it to fade.

They parted ways, at the crossroads of love,
Up above the clouds, smiled the heaven dove.

Sandipan

-


20 DEC 2017 AT 21:32

Haazaron Khwaishyen Aisi

Dil ke iztiraab
Aabsaar jaisi,
Habab-e-shabnam,
Suno, " Ala rasi";

Marassim mein doobe hain,
Shabab ka noor -
Yeh jo nargis hain mere,
Mera qainaat, mera fitoor;

Rafta rafta bebasi mein
Likha hain maat,
Uns ki tavaqqo,
Falak taq mashiyaat.

San-dip-andas

-


6 DEC 2017 AT 22:29

আরণ্যক

কোনো এক প্রাচীন গুহামানবের ডেরায়,
ঝলসানো বাইসনের উষ্ণতা-
এক হরিণ তার ব্যাকুল প্রেমিকার জন্য,
হলদে ঘাসকুসুম নিয়ে আসে মুখে করে।

রূপকথার মুঠো মুঠো জোৎস্না গায়ে মেখে,
পুরুষ নিশাচরী মেহগনির ডালে বসে থাকে।
নীচে ছাতিমফুলের মালা পরা উগ্র রাতপরীরা;
কাজলচোখের জল দিয়ে মুক্তো বানায়।


চিকেন রোস্ট আর উইস্কির বোতল।
হলুদ চন্দ্রমল্লিকা বাজারের একদম টাটকা-
সাজানো গোছানো ডাইনিং টেবিল।
শকুন্তলার হরিণ, আরণ্যক জলপরী অবিশ্বাসের খাতায়।


-


4 DEC 2017 AT 21:28



প্রিয় পু্রাতন,

খুব শীত পড়েছে-
উলিকট-এর কাপড়গুলো পরে থেকো
শুনেছি, তোমার ঠান্ডা লাগার ধাত।

কাল যখন "ও" আমার ভালোবাসা কিনে আনলো,
গড়িয়াহাটের মোড় থেকে পাঁচ টাকার বিনিময়ে;
ভাবলাম, সেকন্ড না থার্ড হ্যান্ড ফ্ল্যাট?
তুমি খুব শৌখিন, বোঝাই যায়।
"ওর" দুকামড়ার হৃদয়-ফ্ল্যাটটা সাজানো।
আমি ওতসব ভাড়াবাড়ি গোছাতে পারিনা।

তুমি কবি, গানের গলাও বেশ। হাতে তুলিও ভালো মানায়;
"ও" কাল থেকে অনেকবার তোমার প্রশংসা করেছে।
তোমার জোড়া ভুরুর, গোলাপি ঠোঁটের ওপর ছোট্ট তিলটার..
আমার জট পড়া চুল, অগোছালো-
দুদিন অন্তর শ্যাম্পু-তেল দিতে হয়;
চোখের কোণে কোলেস্টেরল এরও আভাস।

বিশ্বাস করো, তোমার সঙ্গে তুলনার ধৃষ্টতা নেই-
তোমার মতো মানসিক, শারীরিক সবকিছু সামলাতে পারবোনা,
কালই তো, চুম্বনটা কেমন শুকনো হল।

এমা, কাঁদছ কেন? কটা দিন তো!
তিন-চার মাস বাদে "ও" গড়িয়াহাটে ফেরত দিয়ে আসবে,
তোমার ভরসাতেই মাধুকরী খুঁজব।প্রণাম দিদি।

ইতি নূতন

-


2 DEC 2017 AT 22:37

দূরত্ব

অনেকটা পথ। বিশ্রামহীন।
দু-একটা মতবিরোধের মতো বাদামী শালিক,
আর ডানাকাটা আর্তনাদের মতো শঙ্খচিল।

অনেক ঝরাপাতার মাঝ দিয়ে পথ।
ক্লান্তিকর, চুপচাপ, নিঃসঙ্গ-
সিনেমাওয়ালাদের শুটিং স্পট মার্কা।

অনেক দূরে সীমিত জলশক্তির নদী। পাশে-
দুই বৃদ্ধ জীবনকালের ইতিহাস মন্থন করে;
প্যারিসের জুলে-ভার্ন বা আমস্টারডামের বছর আঠাশের বেপরোয়া রাত্রি।

কথা দেওয়া, হাতে হাত রাখা কঠিন।
আরো কঠিন, সময় থামিয়ে একসাথে চলা-
শুকনো অলৌকিক দম্ভ, আত্মীয় অচেনা।

মগধের বৌদ্ধদর্শন- দূরত্ব বাড়ে।
অজাতশত্রুরা রাজা হন।।

সন্দীপন



-


1 DEC 2017 AT 22:34

আঁধারে আলোর প্রতি..

যে ভালোবাসে,
তার উষ্ণতা নাও। হোক পুরাতন।
ভালোবাসার কোনো বয়স হয়না।

ছাতিমবনের উগ্রতায় আবেগ থাকে।
অস্তমিত সূর্যরাগের প্রতি সন্ধ্যাতারার মতো।
আবেগের কোনো বয়স হয়না।

যে মল্লিকার কুঁড়ি সুবোধ, নিষ্পাপ;
তার সুগন্ধি বাতাসে শ্বাস নিয়ে বিবমিষা পাক।
বিদ্রোহের বয়স হয়না।

সমুদ্রতটের বালিতে ঝিনুকের সোহাগ থাকে।
তার অভ্যন্তরীন রাজমুক্তোর মালা সুন্দর;
সৌন্দর্যের কোনো বয়স হয়না।

সন্ধ্যারতির ডালায় আকাশপ্রদীপ থাকে-
লকলকে শিখার নীচ জুড়ে অলৌকিক আঁধার।
অন্ধকারের বয়স হয়। বার্ধক্যের দোষ।

সন্দীপন

-


21 NOV 2017 AT 21:19

সাঁঝবেলার রুদালীরা

সাতে মিলে সংসার, সাত নারী।
মুখে ইতিহাসভর্তি বলিরেখা,
নাকের নথগুলিতে ধুলোর সোহাগ লাগা।

তিন যায় বাজার, দুই রাঁধে, একজন মশালা বাটে।
পালের দিদি বসে বসে দেখে। আর কাঁদে।
কাঁদার রেওয়াজ করে। পেশাদারিত্ব।

দিন যায়, মহাশ্বেতা বদলে গৌরী আসে,
ডিম্পেল কাপাডিয়ার আসন কাড়ে দীপিকা-
"রুদালীরা অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে,
বাংলার লাল পতাকাধারীদের মতো..", হাসে একদল যুবক।
তারা কিসব ঘাসফুল না শিশিরপাতা দলে বিশ্বাসী।

আজকাল কী কেউ কাঁদেনা? মানুষ মরলে..
নাকি কাঁদার মানুষ গড়িয়াহাটের মোড়ে বিকোয়,
অনেক কমে। রুদালীর ডাক পড়েনা। বিষের টাকাও ফুরায়।

পালের দিদি রুক্মিণী ফন্দি আঁটে। অভাবে সুবুদ্ধি হ্রাস পায়।
পাশের গাঁয়ের গোঁড়া চৌধুরীর ছেলে সাঁঝে বাড়ি ফেরে।
সাতে মিলে চেপে ধরে। ছুরি ঢুকে যায় তলপেটে। কদিনবাদে ডাক পড়ে রুদালীর।

সেদিনের পয়সা আকাশে ওড়ে, খুনি টাকার স্বাদ আলাদা।
আফিং, মদ, পাঁঠার ঝালঝাল মাংস।
তাতে মেশানো থাকে বিষ। প্রাণনাশী।

পুলিশ তদন্ত করতে আসে। মস্ত কালো জিপ।
বেওয়ারিশ লাশগুলো মর্গে পচতে থাকে।
সাঁঝবেলার সুখের মৃত্যু। অনুশোচনাহীন। তাতে কেউ কাঁদেনা।

-


19 OCT 2017 AT 8:50

I race across the streets, dodging fire and explosives. The smell of gun powder has filled the air. The sound of explosions is breaking the silence. Fire Sparks and ashes flying everywhere. The Dark sky is being ripped apart by a thousand lights from the missiles. It's not just a war. It's Diwali.

Raktim

-


8 SEP 2017 AT 21:32

মৃতপ্রায় জোনাকি -ঝিকমিক, ক্লান্ত, অবসন্ন রাতের অভিসারের মহত্ত্ব ও মাহাত্ম্য অপরিসীম। অভিসারিকাদের চাহিদা থাকে সীমিত , কামনা থাকে পবিত্রতম। স্বর্ণচাঁপা গাছের নীচে, একমুঠো চান্দ্রেয়ী সোহাগ নিয়ে প্রতীক্ষা করে তারা : পরকীয়া পারদর্শী ফুটফুটে রাজপুত্র, মন্ত্রীপুত্রদের জন্য...

-


Fetching Sandipan Das Quotes