Sanchita Mondal  
2 Followers · 5 Following

একটু আধটু চেষ্টা করি মাত্র..
ছোট্ট একটা শখ বলতে পারো তোমরা😋🙈
Joined 29 March 2022


একটু আধটু চেষ্টা করি মাত্র..
ছোট্ট একটা শখ বলতে পারো তোমরা😋🙈
Joined 29 March 2022
3 JAN AT 2:07

I will meet you there.

Beyond the sober hills,, the sparkling rivers,, the adorable clouds...
Beyond the colourful rainbow,, the glittering moonlight,, the mystical ocean...

Beyond the scars of nightmares,, the abandoned corridors,, the terrific darkness,,


I will meet you there.

Beyond the garden of tulips,,
Beyond the echoes of sweet melodies,,
Beyond the illusion of horizon,,

Where the eyes meet and a silent understanding unfolds,, and the connection of unconditional love begins...
Where the Souls are meant to be Each Other..

I will meet you beyond all the circumstances...

And
Then
I will meet you beyond our Graveyards...

Where I belong to You,,
You belong to Me..
Like two Stars breathing Together..

-


1 JAN AT 0:18

পাতাঝড়া বিকেলটাও ফুরিয়ে গেলো
শীতের টুপটাপ শিশির,, আর চাঁদের স্নিগ্ধতা
সবাই মেতে উঠেছে বর্ষবরণের উল্লাসে...

আবার কিছু নতুনের আশা,,
কারোর প্রেমের গল্প,, কারোর বিচ্ছেদের
কারোর ভালো থাকার প্রতিজ্ঞা,, কারোর বা ঘুরে দাঁড়ানোর লড়াই,, কারোর ফেলে আসা অতীত...

তবে হোক না অধ্যায়ের শুরুটা সুন্দরভাবে
ক্লান্ত সূর্যটা মাথা গোঁজার ঠাঁই পাক..
শিরোনামহীন পত্রিকাটা খবর ছড়াক "মনুষ্যত্ব এখনো হারিয়ে যায় নি"
চেনা অচেনার ভিড়ে মিথ্যেটা আড়াল থাক ।।

বহু পুরোনো অন্ধকার করিডোরটাতেও নতুন ভোরের আলো এসে পড়ুক ,,
দিন শেষে রাত ফুরিয়ে কাবুলিওয়ালার গল্পতে যেন ধুলো না জমুক ।।

-


8 JUN 2023 AT 15:50

যা আছে তা থেকে যাক ।
যা নেই সেটা না পাওয়াই থাক ।
এই যেমন আমার তোমার জন্য ভালোবাসা আছে ,,
থাক ।
তোমার আমার জন্য ভালোবাসা নেই ,,
না থাক ।
অযথা আক্ষেপ করে,, কপালের দোষ দিয়ে,, জোর করে
না পাওয়া গুলো কি সত্যিই পাওয়া হয়ে যায় ??

যেমন তুমি শত চেষ্টা করেও শেষ বিকেলের রশ্মিপাতকে ধরে রাখতে পারবে না ।
যেমন তুমি শত চেষ্টা করলেও মেঘেদের লুকোচুরি আটকাতে পারবে না ।
যেমন তুমি শত চেষ্টা করলেও খরস্রোতা নদীকে বাঁধ দিয়ে থামাতে পারবে না ।
ঠিক তেমন তুমি শত চেষ্টা করলেও আমাকে ভালোবাসতে পারবে না ।

কিছু সত্যি মিথ্যের মোড়কেই বড্ডো সুন্দর ।
সেই সত্যিকে যদি প্রকাশ করতে যাও তাহলে হয়তো কিছু না পাওয়া গুলো পাওয়া হয়ে যাবে,,
কিন্তু কোথাও একটা বড়ো শূন্যস্থান থেকে যাবে ।
যেটা আর কোনোদিন কোনোভাবেই পূরণ করতে পারবে না ।।

তাই না পাওয়া গুলো না পাওয়াই থাক
আর পাওয়া গুলো আগলে রাখো,, যত্নে রাখো ।।
এই যে আমি আছি,, তুমি আছো..
এই অনুভূতিটাই সুন্দর,, এইটাই সবথেকে বড়ো সত্যি ।
বাকি সবকিছু মুছে যাক,, হারিয়ে যাক পাওয়া না পাওয়ার ভিড়ে...
এই আমি আছি,, তুমি আছো..
এই সত্যিটাই কেবল থেকে যাক সবার মাঝে ।।

-


27 APR 2023 AT 6:35

তপ্ত দুপুরে একলাটি আমি পথ হাঁটি,,
জানালার কাঁচে বিদ্যুতের ঝলকানি
মিঠে হাওয়ায় তার এলো চুলের সুবাস
ঝড়ই আমার সঙ্গী
আবার ঝড়ই সেই প্রতিদ্বন্দ্বী ।
তবু মন তো মানে না
তার শহরে একলা থাকার দুঃখ
অলিগলিতে মিশে আছে মিঠে ঠোঁটের স্পর্শ,,
চায়ের ভাঁড়ে খবর ছড়িয়ে পড়ার আগেই
জানবে তার প্রেমিক নিখোঁজ ।
দু'হাত বাড়িয়ে পাইনা তাকে ছুঁতে
ফিরে এসে ভালোবাসবে কথা দিয়েছিল
সাক্ষী ছিল মৃত কাঠচাঁপা আর কৃষ্ণচূড়ার ঘ্রাণ,,
তারপর আসছি বলেও স্বাচ্ছন্দ্যে চলে গেল ।।

-


24 APR 2023 AT 21:22

ভিজবো একদিন
তবে আজ না ।
যেদিন কান্নাগুলো ধুয়ে যাবে বৃষ্টির জলে
সেদিন ভিজবো ।
মুখোশ ছিঁড়ে নগ্ন আমিটাকে টেনে বের করে আনবো ।
একটা খোলা আকাশ আর অনেকটা স্বাধীনতা
উপহার দেবো নিজেকে
উড়বো শিকল বিহীন পাখির মতো ।
খাদের কিনারে বসে জোনাকিদের সাথে
সূর্য ডোবা দেখবো ।
বেহিসাবি খাতায় অঙ্ক মেলাতে মেলাতে
বড্ড ক্লান্ত হয়ে গেছি ।

মুক্তি চাই ।

একটা খোলা আকাশ আর অনেকটা স্বাধীনতা,,
খুব করে ভিজবো একদিন ।।

-


2 APR 2023 AT 23:58

Take Me away from Here
Take Me to You
Take Me to the Sky
I wanna Fly...

The flowers are Blooming,,
The Flowers are Falling
Seems like Everything is Fine
But The Eyes are Raining...

A Last whistle of the Train
A Last Goodbye to each other
They Didn't know
Next They will meet in Heaven...

I will gift you my poems
You will Heal the Deepest Wounds
The Dreams of Fireflies have an End
The Story of Them will Remain the Same

Take Me to the Hills
Take Me to There
I wanna Run
Let Me grow away from here ...

-


1 APR 2023 AT 8:50

তুই আমার ভীষন প্রিয় বন্ধু ।

তোর সাথে মারপিট না করলে আমার রাতে ঘুম হয়না । তোর সঙ্গে করা খুনসুটি গুলো আমার কাছে অক্সিজেন বুঝলি ।

তবে তোর উপর মাঝে মাঝে বড্ড অভিমান হয় জানিস .... আমাকে আমার মতো করে একটু বুঝতে পারিস না ??
জানিস তো বাচ্চাদের মতো বায়না করি,,, ছেলেমানুষীটা এখনো মুছে ফেলতে পারিনি ....
নাহয় এসে বকে দিবি,, ঝগড়া করবি,, কিন্তু তাই বলে দূরে সরিয়ে দিবি !!???
আমি যে তোকে ছাড়া একমূহুর্ত থাকতে পারিনা ।

মাঝে মাঝে তোর চুলগুলো এলোমেলো করে দিয়ে তোকে খুব আদর করতে ইচ্ছে করে....
ইচ্ছে করে জড়িয়ে ধরে বলি,, "তুই শুধু আমার বন্ধু, আর কারোর না,, তোর উপর শুধু আমার অধিকার আছে" ।

কিন্তু দিনশেষে আর কিছু বলা হয়ে ওঠে না,, কিছুই করা হয়ে ওঠে না ।
তুই চলে যাস চোখে স্বপ্নপূরণের তৃষ্ণা নিয়ে,,
আমি ফিরে আসি একটু আধটু পোষা দু‌ঃখ নিয়ে ।
বলা হয়না,, "আমার হাতে হাত রেখে হাঁটবি আর একটু পথ" !!???

কি ভাবছিস,, ভালোবাসি ??
ঠিক ভেবেছিস,, ভালোবাসি তো, ভীষন ভালোবাসি ।
তবে তুই না ভালোবাসলেও চলবে,,
তুই আমার ভীষন প্রিয় বন্ধু হয়েই থেকে যাস ।।

-


7 MAR 2023 AT 19:41

ভেবেছিলাম আলতো আদরে আবির ছোঁয়াবো তার গালে
পলাশ, শিমুলরা ফিকে হয়ে যেত ওর পাশে ...

আজ তারা তাদের অহংকার নিয়ে বিদ্রুপ করছে আমার,,
সে যে ভালোবাসার দাম না দিয়েই আমাকে নিঃস্ব করে চলে গেলো ।।

ভেবেছিলাম সে দূরে গিয়েও আমার হয়ে থাকবে
কোনো সময়,, ব্যস্ততা বা দূরত্বের অজুহাত ঠাঁই পাবে না আমাদের মাঝে ...

আজ আবারও বছর চারেক পর দেখা ...

জিজ্ঞেস করলাম,,
"তুমি কি চাও বলো তো আমাকে...??"

সেদিনের মতোই সে আবার আমার ভালোটাই চাইলো
আমাকে চাইলো না ... ।।

-


4 MAR 2023 AT 19:30

এই শহরের অর্ধেক সৌন্দর্য তুমি ...
নিদারুণ ব্যস্ততার একমুঠো অবকাশ তুমি ...

ভিজে যাচ্ছে নরম বালিশের কোণ
বুকের মধ্যে অর্ধমৃত ছাইচাপা দাবানল ,,
ফুরসত পেলে আগুনে দিচ্ছি আহুতি
যাকে না পেলে শ্রাবণ এসে ভাসিয়ে দেয় উঠোন ...

তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ
তুমি আমার নীলচে নদীর অলস ঢেউ ।।

-


25 FEB 2023 AT 0:49

বসন্তের একটা আলাদা গন্ধ আছে
আমের মুকুল,, পলাশের কুঁড়ি,, পড়ে থাকা পাতা,, ভোরের নরম শিশির ...
বসন্তের একটা আলাদা আভিজাত্য আছে ।।
বড্ড নেশাতুর এই সৌন্দর্য..
কোকিলের কুহু,, মিঠে রোদ্দুর আর বিকেলের মৃদুমন্দ হাওয়ার আবেশ,,
ফিসফিসিয়ে ওঠে "স্বেচ্ছায় হবি নিরুদ্দেশ" ??
আবিরের আলতো আদর দোলা দিয়ে যায় মনের গভীরে...
তোমায় আমি রাঙিয়ে দেব উজাড় করে, অলস নিবিড়ে...

বসন্ত মানে প্রিয় মানুষের অপেক্ষার ঋতু,, আহ্বানের তোয়াজ ..
বসন্ত মানে শার্সিতে লেগে থাকা ঠোঁটের কোলাজ ..
বসন্ত মানে পাখির মতো উড়তে চাওয়া,, ফিরে আসার বিজ্ঞাপন ..
বসন্ত মানে বেঁচে থাকা আর উৎসবের আয়োজন ।।

-


Fetching Sanchita Mondal Quotes