সময় গিলতে গিলতে বসে আছি
পথের দিকে চেয়ে।
তুমি আসবে সেই অপেক্ষায়।
তুমি এলে না,
সময় গেলাটাই সার হলো।
এভাবেই একদিন বদহজম হয়ে গেল।
মাঝখান থেকে সময় গেলার
অভ্যেসটাই গেল উবে।
এখন সময় আমাকে গেলে।
বিপ্রতীপ।
সমীরণ দেব
১৭/০৫/২০২০
রাত - ৯ টা ১৫ মি
সৃষ্টি, উত্তরায়ণ, বারাসাত।
-
আমাদের সাথে রোজ চাঁদ এসে কথা বলে যায়
বর্ষা এলেই উঠে আসে নদী জল।
মাটির বিছানায় গাদাগাদি, পাশাপাশি কাটে রাত
ভাঙা দরজায় নেই কোনও অর্গল।।
নুন ভাত আর ডাঁটা চচ্চড়ি জোগাতেই ঝরে ঘাম
চাহিদাও কম, নেই কোনও সম্বল।
এখনও শীতের রাতে হাঁড় কাঁপে যথারীতি
ছেঁড়া কাঁথা সার, জোটে না তো কম্বল।।
এই আকালেতে কাজ নেই এতদিন, চারিদিক সুনসান
ঘরে নেই চাল, দিন কাটে অনাহারে।
জুটেছে অল্প ত্রাণ, তাতে আর কতদিন চলে
ঘরে ঘরে হাহাকার, আতঙ্ক শুধু বাড়ে।।
এসেছে মারণ রোগ, আপামর মানুষের ঘুম কেড়ে নিয়ে
নেচে ফেরে দেশে দেশে, কালান্তক যমের মত।
কবে যে সে ফিরে যাবে, কত জীবনের দামে মিটবে যে তার ক্ষিদে
কেউ জানে না তো, কবে যে শুকোবে এই সুগভীর ক্ষত।।
সমীরণ দেব
১৭/০৫/২০২০
দুপুর - ১২ টা ৩০ মি।
সৃষ্টি, উত্তরায়ণ , বারাসাত।
-
#ন্যাতা
সমীরণ দেব
এ বলে আমায় দেখ, ও বলে আমায়
রিলিফ দেওয়ার নামে দেখো কত কামায়।
মুখে শুধু ঝাড়ে বুলি, বড়ো বড়ো কথা
আদৌ বোঝে না এরা গরীবের ব্যথা।
এই আকালেও দেখো মুখে দেঁতো হাসি
মুখে মধু বুকে বিষ কত ভালোবাসি।
খাওয়া যার হতো নাকো, আজ গাড়ি বাড়ি
ব্যাংকে গচ্ছিত আছে, টাকা কাঁড়ি কাঁড়ি।
ইচ্ছে হলে ঘুরে আসে হিল্লি ও দিল্লী
পরের ধনে পোদ্দারি করে এঁদো বিল্লি।
নামসই পারে না তো, বকলমে বলে
ঠাট বাট সাহেবের গট গট চলে।
বিদ্যে নেইকো পেটে, লিকারের ভক্ত
সুযোগ পেলেই চোষে গরীবের রক্ত।
কোট প্যান্টুলুন পরে দেখায় সে কেতা
এরে কয় ঢপ বাজ, ধড়িবাজ নেতা।
১৭/০৫/২০২০
সকাল - ৯ টা ১০ মি
সৃষ্টি, উত্তরায়ণ, বারাসাত।
-
শুভ সকাল বন্ধুরা।
তুই কী আমার সঙ্গে যাবি ?
কবিতাটি পড়তে ক্যাপশন দেখুন।-
মনের মধ্যে ভাবনাগুলো এলোমেলো।
মন বাউল আর একতারাতে বাঁধছে না সুর।
বুকের ভেতর গুমরে মরে স্মৃতির ডেলা
মন চলে যায় অতীতের সেই কোন অচিনপুর।
সকালবেলার ঠাণ্ডা হাওয়ায় আর্দ্র এ মন।
অতীতচারী মেঘের ভেলায় যাচ্ছে ভেসে।
জানে না সে কোথায় যাবে কোন ঠিকানায়
মনের তরী ভিড়বে কোথায় কোন সে দেশে।
বিবাগী হয় কখন এ মন কে তা জানে
তার ভেতরে কী যে চলে কে তা বোঝে?
কেউ জানে না ঠিক ঠিকানা বেভুল মনের
কোথায় ঘুরে ফেরে কখন কার যে খোঁজে।
আজ সকালে মেঘলা আকাশ মেঘলা এ মন
ঝড়ো হাওয়া,এক পশলা বৃষ্টি বাদল
বুকের মধ্যে ঢেউ তুলেছে অকারণেই
ধিতাং ধিতাং মন বাউলা বজায় মাদল।
মন যেন আজ দক্ষ রাজার মতোই উদাস
পায় না ভেবে কোন মেঘে আজ করবে সে দূত
মেঘ গুলোও আজ এলোমেলো ছুটছে যেন
পাগলপারা ঝড়ো হাওয়ায় কী অদ্ভুত।
সবকিছু আজ ছন্নছাড়া এলোমেলো।
মনটাও আজ কেমন যেন গায় বেসুরে!
বারে বারে অতীতচারী হচ্ছে এ মন
চাইছে সে আজ ভেসে যেতে কোন সুদূরে?
ছেড়েই দিলাম আজ তাকে নয় বাঁধন ছিঁড়ে।
আজকে না হয় উড়ুক সে তার ইচ্ছে মতো।
যেথায় খুশী ইচ্ছে মতো বেড়াক ঘুরে
এমনিভাবেই জুড়ায় যদি মনের ক্ষত।।
সমীরণ দেব
১৪/০৫/২০২০
সকাল - ৭ টা ৩০ মি
সৃষ্টি , উত্তরায়ণ , বারাসাত।
-
#দিনান্তে
সমীরণ দেব
দিন ডুবে গেলে পরে আঁধারের বুকে
বিহগেরা ঘরে ফেরে যূথবদ্ধ হয়ে।
আকাশে ছড়িয়ে পড়ে রক্তিম সে আভা
সতীসাধ্বী রমণীর ভালে টিপ যেন
অনবধানেই গেছে ঘেঁটে। চারিদিকে
কালো ছায়া বনানীর, দাঁড়িয়ে প্রেতের
প্রায়। প্রদীপের নীচে অন্ধকার যেন
গ্রাসিছে এ পৃথিবীরে দানবের মতো।
তবু জানি,এই শেষ নয়,এরি মাঝে
সুপ্ত হয়ে ঘুমে আছে আগামীর আশা।
একটি দিনের মৃত্যু যেন নতুনের
আগমনী গান।যেন নতুন স্বপ্নের
কলি,অনাগত পুষ্প ফোটার আহ্বান।
গোধূলির অবসানে করেছে ঘোষণা।।
১৩/০৫/২০২০
রাত - ৯টা ৪৫মি
সৃষ্টি, উত্তরায়ণ, বারাসাত।
-
বুঝতে আমি পারছি সবই লিখতে কিন্তু পারছি না
তাই বলে হাল ছেড়ে দিয়ে হারার আগে হারছি না।
আমি কিন্তু লিখেই যাবো আমার মনে আসছে যা
কাব্য হচ্ছে কী না হচ্ছে পরে আমি ভাববো তা।
কাব্য লিখবো বলে কজন লিখতে পারে কাব্যটা
লিখতে লিখতে তবেই মেলে তাল লয় আর ছন্দটা।
সবাই কী আর মধুসূদন! ইচ্ছে হলেই মহাকবি
ইচ্ছে হলেই কেউ কী হতে পারবে অমন সোনার রবি?
তাই বলে কী হতাশ হয়ে গালে হাত দিয়ে ভাবব কী?
ভাবতে ভাবতে সময় হাওয়া সেটা মাথায় রাখছ কী!
তাইতো আমি ইচ্ছে হলেই লিখছি মনে আসছে যা
কী হলে কী হতে পারে সেই কথাটাও ভাবছি না।
লিখছি আমি মনের সুখে "সৃষ্টি সুখের উল্লাসে"!
কল্পনাতে মেলছি পাখা যেমন হাওয়ায় গান ভাসে।।
সমীরণ দেব
১২/০৫/২০২০
রাত - ৯ টা ২০ মি
সৃষ্টি , উত্তরায়ণ, বারাসাত।
-
মনে রাখাটা হয়ত আমারই দায়
তাই হয়ত আজও পারি নি ভুলতে।
ঝরে যাওয়া ফুল সকলেই দলে যায়
কেউ আসে না তো আমার মতো তা তুলতে।
হয়ত সকলই ছিলো মিছে অভিনয়
তাই সহজেই ভুলে থাকা যায় এভাবে।
কারও কাছে ভালোবাসা মিছে বেসাতই
ভুলে যাওয়া সহজাত কারও স্বভাবে।
ভালোবাসা বিকিকিনি হয় না তো হাটে
আড়াল হলে ভালোবাসা হয় না বাসি।
দূরে গেলে মিলায় না প্রেম মিলায় যে প্রেম
আমি সেই প্রেমে মোটে নই বিশ্বাসী।
সমীরণ দেব
১২/০৫/২০২০
বিকেল - ৫ টা ৩০ মি
সৃষ্টি , উত্তরায়ণ , বারাসাত।
-
আমায় নিয়ে ভাবনাটা তুই ছাড়
বন্ধ কর এই মান অভিমান খেলা।
দিন গিয়েছে অনেক আগেই চলে
মেঘে মেঘে অনেক হলো বেলা।
মেঘের মতো ছেঁড়া ছেঁড়া স্মৃতি
একজায়গায় করিস নে আর জড়ো।
নিথর দীঘি নিস্তরঙ্গ থাকুক
কাঁপাস না আর তারে থর থর।
দিনের বুকে ঘুমিয়ে থাকে রাত
অন্ধকারে জাগে রাতের তারা।
অনেক আগেই যে পথ গেছে বেঁকে
মেলাতে তায় হোস নে দিশেহারা।
যা গিয়েছে এক্কেবারেই গেছে
মিথ্যে তারে চেষ্টা ফিরে আনার।
করিস নে সে আর খুঁচিয়ে তারে ঘা
সকল সাঁকো বন্ধ আনাগোনার।
নতুন গল্প লেখার দিন তো শেষ
জীবন যে পথ আজ পেয়েছে খুঁজে।
সেই সে পথেই ছুটতে হবে জানি
মরতে হবে শেষ দিন তক যুঝে।
ভাবনাটা তুই সত্যি বন্ধ কর
মেঘে মেঘে হয় নি তো কম বেলা।
বন্ধ করে মিথ্যে কল্প বিলাস
এবার নি তুই বাস্তবে পা মেলা।
সমীরণ দেব
১২/০৫/২০২০
সকাল - ৭ টা ৫০ মি
সৃষ্টি, উত্তরায়ণ , বারাসাত।
-
#ব্যতিক্রমী
সমীরণ দেব
সব মেঘে কী বৃষ্টি হয়?
ঝড় হয় সব মেঘে ?
কিছু মেঘ তো নষ্ট হয়
কিছু মেঘ রাত জাগে।।
আমি না হয় মেঘের মতোই হলাম
একটু বা ঝড় একটু বৃষ্টি হলাম
একটু না হয় নষ্টও আমি হলাম
খুব কিছু কী মন্দ হবে সেটা ?
একটু না হয় বেহাগ রাগেই গাইলাম।
সব আঙুল তো সমান হয় না জানোই
মনে প্রাণে নিয়ম মানে কেউ
কেউ বা নিয়ম ভেঙেই যে পায় মজা।
কেউ বা আবার দুটোর মাঝামাঝি
আমি না হয় দ্বিতীয়টাই হলাম
নিয়ম গড়ে নিয়ম ভাঙার রাজা।
খুব একটা কী মন্দ হবে সেটা
আমি যদি তেমন কিছু হই ?
নাইবা হলাম সবার মনের মতো
নিজের মতো নিজের মধ্যে রই।।
১১/০৫/২০২০
রাত - ৮টা
সৃষ্টি , উত্তরায়ণ , বারাসাত।
-