মানুষকে কখনো তার ভুল ধরিয়ে দিতে নেই। ভুল ধরিয়ে দিলেই আপনি শত্রু হয়ে গেলেন। অনেক সময় যদিও মুখে কিছু বলবেন না, কিন্তু ভেতরে ভেতরে রাগে ফেটে পড়েন। আসলে মানুষ মিথ্যে হলেও "প্রশংসা"ই পছন্দ করেন ।
-
চোখ হচ্ছে মনের আয়না। সেখানে মানুষের প্রকৃত ছবি ফুটে ওঠে। যতই সে নিজেকে বন্ধুত্ব বা ভালোবাসার দোহাই দিয়ে আড়াল করুক না কেন তার আসল চেহারাটা তার আচরণে ধরা পড়ে। কেননা সামনের জনই তার চোখটা দেখতে পায়। আর চোখের ভাষা কখনো মিথ্যে হয় না। নিজে অপরাধ করে,ভুল করে সেই দায় অন্যের ঘাড়ে চাপিয়ে যারা ধোয়া তুলসী পাতা হতে চায় তেমন বন্ধুত্বের চেয়ে শত্রুতাও শতগুণে ভালো।
-
#তবুও_ভালোবেসে_ভালো_আছি
ভালোবাসি বলা যতটা সহজ এর ভার বহন করা ততটাই কঠিন।ভালোবাসা মানুষকে উদার করে।হিংস্র ও করে।"তোমাকে ভালোবাসি"শব্দটা হৃদয়ে হিল্লোল তোলে।সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার মত অনুভূতির তোলপাড় হতে থাকে।"তুমি আমার"কথাটাই মাদকতায় পূর্ণ। জনহীনপ্রান্তে দুজনের অস্তিত্বের ডামাডোল শোনা যায়।
যদি "ভালোবাসায় " ভালোবাসা চাও ,বিশ্বাস চাও ,ভরসা চাও তাহলেই হৃদয় দুমড়েমুচড়ে একাকার হয়ে যায়।চাওয়া পাওয়া গুলো কিলবিল করে ওঠে।কি পেয়েছি,কতটা ঠকেছি ,কতটা ক্ষতবিক্ষত হয়েছি সব কিছু থাবা মারতে শুরু করে।এখানে ভালোবাসার নগ্নরূপ ধরা পড়ে।চাঁপাফুলের গন্ধে মাতোয়ারা অনুভূতি গুলো একনিমেষে নিঃস্ব করে দেয়। ভালো বাসাতে ভালোবাসা থাকে না।বাসন্তিক প্রেম অনুভূত হয় না।সমুদ্র তখন উত্তাল হয়ে ওঠে নতুবা শান্ত হয়ে যায়।তবুও ভালোবাসি।ভালোবেসেই ভালো আছি।
পম্পি
উনিশ নয় কুড়ি বাইশ
সৃষ্টি, উত্তরায়ণ, বারাসাত
-
পম্পিকে শুভ জন্মদিনে
✍️ সমীরণ দেব
প্রতি বারই শূন্য থাকে আমার ভাঁড়ার
যেমন থাকে।
দেওয়া হয় নি তাই এখনও কোনো উপহার
সেই তোমাকে।।
পার্থিব এই জীবন জুড়ে চাওয়া পাওয়ার
কত হিসাব
পূর্ণ হয় নি, তোমার জীবন অপূর্ণতার -
নেই বৈভব।
দু-পয়সার কবি আমি,"নুন আনতেই
পান্তা ফুরোয়।"
অনভিজ্ঞ ব্যর্থ পথিক সংসারের এই
পাহাড় চূড়োয়।
এমন শুভ জন্মদিনে তাই তোমাকে
দিলেম লিখে
এই ক কলি কথার মালা শব্দ ফুলে
আজকে গেঁথে।
জানি, তুমি এই দৈন্য করবে ক্ষমা
নিজ গুণেই
ভালোবাসার এই উপহার থাকুক জমা
হৃদয় কোণেই ।।
১৮/০৯/২০২২
সকাল - ৯ টা ৪০ মি
সৃষ্টি, উত্তরায়ণ, বারাসাত।
-
#অঙ্গীকার
সমীরণ দেব
বিশ্ব যদি তোমার থেকে মুখ ফেরায়
উন্নাসিক হয় তোমার প্রতি সর্বজন।
টিয়াপাখির মতই যদি ঠোঁট ফোলায়
কেউ না থাকে তোমার পাশে ঠিক তখন
সঙ্গে তোমার থাকবো আমি সর্বক্ষণ
মিলব দু'জন ভালোবাসার বন্ধনে
রইবে না আর কোনোই আড়াল মাঝখানে
নত হয়ে দেখবে জগত মোর পানে।।
সকাল - ৯ টা ০৫ মি
সৃষ্টি, উত্তরায়ণ , বারাসাত।
-
#পরশপাথর
✍️সমীরণ দেব।
তুমি আমায় আঘাত দিলে সেই আঘাতও ফুল হয়ে যায়
তুমি না থাকলে আমার সকল সঠিক কাজেও ভুল হয়ে যায়।
তোমার জন্য মনের আকাশ বিস্তৃত নীল আদিগন্ত
তোমার ছোঁয়ায় মুমূর্ষু প্রাণ মুহূর্তেকে হয় জীবন্ত।
তোমার হাতেই আছে আমার বাঁচা-মরার জিয়নকাঠি
তুমি না থাকলে ব্যর্থ জীবন,সফল স্বপ্ন বেবাক মাটি।
তুমি আমার আশার প্রদীপ, আলাদিনের অঙ্গুঠি-জিন
তুমি আমার ভালোবাসা, আঁধারে আলো শঙ্কাবিহীন।।
০৬/০৮/২০২১
রাত - ১০ টা ৫০ মি
সৃষ্টি, উত্তরায়ণ, বারাসাত।
-
#সহজিয়া
সমীরণ দেব
আমি তো হাঁটছি সেই পুরনো পথেই
পুরনো পথে হেঁটেই আমার সুখ ।
তুমি বলবে - বড্ডো সেকেলে পথ
আধুনিকতার লেশমাত্রও নেই ।
আমি বলবো - যা যা চিরকালের
আমার কাছে তাই তো আধুনিক
আমার কাছে পুরনো পথই শ্রেয়
ক্ষণস্থায়ী আধুনিকতার চেয়ে ।
আমার যে পথ রবিঠাকুরেই শুরু
শেষের পথও রবিঠাকুরেই মেশে ।
আমি তো ভাই সহজ পথের পথিক
সহজ পথে হেঁটেই আমার সুখ
আমার কাছে যা সহজ তাই সুন্দর
আমার কাছে যা সুন্দর তাই ঠিক ।।
০৪/০৭/২০২১
দুপুর - ১২ টা ৩৫ মি
সৃষ্টি, উত্তরায়ণ, বারাসাত ।
-
মুখোশ এবং মুখেদের ভিড়ে
হারিয়ে গিয়েছে ভালোবাসা ।
হারিয়ে গিয়েছে নতুন স্বপ্ন
হতাশায় ঢেকেছে সুপ্ত আশা ।।
ভালোবাসা আজ প্রদর্শনী
ভেতরেতে কম বাইরেতে বেশী ।
কেউবা টাকায় জিনে নিতে চায়
কেউবা আবার দেখায় পেশী ।।
ভালোবাসা নয় লোকদেখানোর
সে যে হৃদয়ের সার অনুভূতি ।
একের জন্যে আরেক জনের
বুকেতে লুকোনো গভীর আকুতি ।।
ভালোবাসা নয় প্রমাণ করার
হৃদয়ের সাথে হৃদয়ের মিল ।
ভালোবাসা হলো বিনা চাবিতেই
বন্ধ দ্বারের খুলে যাওয়া খিল ।।-
#সবার #কথায় #কান #দিতে #নেই
[ সমীরণ দেব ]
সবার কথায় কান দিতে নেই
দাম দিতে নেই সবার কথার ।
কারও হাতেই তুলে দিতে নেই
অস্ত্র, তোমার দুর্বলতার ।।
কেউবা তোমায় দাঁত দেখাবে
কেউবা হাসবে মুচকি হাসি ।
লাভ কী বলো এসব দেখে
সব ভুলে সৎ কর্মে ভাসি ।।
আপনি ভালো, জগৎ ভালো
আর সকলই নেহাত মিছে ।
যার খুশী যা সেই নে থাকুক
ছুটুক না হয় তারই পিছে ।।
আমরা না হয় কর্ম করি
কর্ম-নামক ধর্মে থাকি ।
এইভাবে নয় জগৎটাকে
পঙ্ক থেকে বাঁচিয়ে রাখি ।।
০৯/০২/২০২১
সন্ধ্যা - ৬ টা ২৫ মি
সৃষ্টি, উত্তরায়ণ, বারাসাত।-