Samarni Roy   (মিঠাই)
462 Followers · 7 Following

read more
Joined 20 January 2019


read more
Joined 20 January 2019
3 FEB 2021 AT 9:29

সব সম্পর্কে- সময়ের সঙ্গে সহযোগিতা করতে হয়;
ভালোবাসার মানুষের সাথে প্রতিযোগীতা করলে হয় না।

-


2 FEB 2021 AT 9:18

পকেট ফাঁকা রেখে হারিয়ে যেতে চাই।
তোমার হাত ঘড়ির সময়ের মতো
আমি এতো গোছালো হতে পারবো না।
দিন শেষে পাহাড়ের গা বেয়ে রাস্তার বুকে
ভালোবাসার চিবুক অনুভব করতে চাই!
কিন্তু এবারে আর কোনো রসিকতা না---
কেবলই সন্ধা নামার অজুহাতে একসঙ্গে ঘরে ফিরতে চাই।
হ্যাঁ ঠিকই ধরেছো আমি এবার আমাদেরকে গোছাতে চাই!

-


28 JAN 2021 AT 9:38

যার উপস্থিতিই অনুভবের জন্য
তার স্পর্শের দরকার পড়ে না।

-


2 JAN 2021 AT 13:14

এসেছে নতুন বছর
কারো হাতে রঙিন গ্লাস
কারো হাতে গোলাপের গোছা
আবার কারো হাতে নিকোটিনের তীব্র গন্ধ।
ভুগছে শহর বইছে বিষের হাওয়া
প্রেমের বহর বলছে হবে না আজ আর যাওয়া-
পুড়ছে মন উঠছে ধোঁয়া ;
প্রেম বলছে ভালোবাসা কি হাতের মোয়া?
উত্তপ্ত শহরে সব ধোঁয়া যেমন-কোনো রোগের উৎস স্থান
তেমনই নিকোটিনে কারো মনের বেদনার স্থান।
সব শহরে যে অনুভূতি থাকে না সেটা তুমি আজও বুঝলে না প্রিয়;
আমার নেশাই কেবল নিকোটিন কিন্তু উপশম তো তুমি!


-


30 DEC 2020 AT 15:46

পাথর সে তো প্রকৃতির দান-
মনের মাঝে না রাখাই শ্রেয়;
তাই ক্ষমা করলে খইবেনা মান!

-


30 DEC 2020 AT 9:49

আকাশের নীচে সকলের মতো তোমার স্থান
সেটার অধিকার ছেড়ে দিও না।
দিনের শেষে তোমার ক্লান্তি -
আর রাতের নিদ্রাহীনতায় তুমি জর্জরিত;
সবই আমার কাছে আজ গুছিয়ে রাখা।
আঘাতের চিহ্নটাও ম্লান হয়ে এসেছে-
রক্তক্ষরণ সমাপ্ত হলে ফিরে এসো তুমি।
শুধু একটিবার ফিরে এসো তুমি----
দেখবে তোমার মতো এই ভরা শহরে
আমিও একাকী তোমার পথেই রোজ নুড়ি ঢালি।

-


2 DEC 2020 AT 19:31

যেখানে বেঁচে থাকাটা ---
একটা বৃহৎ যুদ্ধের চেয়ে কিছু কম নয়,,
সেখানে মৃত্যুটা স্বাভাবিক হলে ;
তাতে জয় তো নিশ্চিত!

-


25 NOV 2020 AT 9:03

একবার নিজের জন্য হেঁটে দেখো-
চারিদিকের হাতছানি কতটা ভয়ংকর রকমের তা বুঝে যাবে!
জীবনের সবচেয়ে কঠিন পদক্ষেপটা নিজে হেঁটে আসলে-
তখন আর ভরসার অভাবে ভালোবাসায় চিড় ধরবে না।

-


24 NOV 2020 AT 22:30

সময় হলে তো একদিন সকলেই চলে যাবে--
তাই বলে অসময়ে ফেলে আসাটা কিভাবে- মুছে ফেলা যাবে!

-


16 NOV 2020 AT 10:10

জড়িয়ে থাকুক হাজারো খুনসুটি ;
মনের মাঝে জেতার নেশা-
দাদা ভাইয়ের কাছে হারতে শিখুক।
মনের সাধে যেন হাজার মাঝে --
এই বন্ধন অটুট থাকুক!
বোনের হাসির ছলে,দাদা ভাইয়ের শক্তির বলে--
দিন শেষে হোক আনন্দযাপন!

-


Fetching Samarni Roy Quotes