আমার তবু নাম ছিল না— তোমার দেওয়া
আবার আমায় ডাকতে এলে কী নাম দেবে?
এই বেলা তো পরের তুমি, দূরের দেশে,
আমিও এক দূরের মানুষ দেয়াল টানা দূর্বাঘাসে।
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ-
সব কথা পড়ে ফেলার পর
পঠিত মানুষ এক পুরনো কবর।
কলকাতার দাঁত মানে আঁকাবাঁকা দাঁত বুঝিয়েছি। কলকাতার বেশিরভাগ মেয়েদের দাঁত বাঁকা। এমন দাঁত আমার ভীষণ রকম ভালো লাগে। তাই বাঁকা দাঁতকে আমি কলকাতার দাঁত বলি।
© সালমান হাবীব-
তবুও হিম কুয়াশায় ভিজে যায় রাত
ভাঙে চিৎকার; পাতার শরীর
আলোহীন পথ, জোনাকি নিখোঁজ
অভিমানে আড়াল দিক চেনা তারা,
চুপিচুপি বলি; রাতের আকাশ—আমি দিশেহারা।
© সালমান হাবীব-
মানুষের খারাপ সময় কি সবসময় থাকে?
থাকেনা তো। সবসময় তো আর
হাহাকার লাগে না বুকের ভেতর।
কথা বলবার মতোন একটা মানুষের
এমন নিদারুণ অভাবও ঘুচে যায় একটা সময়।
© সালমান হাবীব-
চোখের দেখা না হোক তবু
মুঠোফোনে খবর নিয়ো,
তোমার বেঁচে যাওয়া সময় থেকে
একটুখানি সময় দিয়ো।
© সালমান হাবীব-
অবস্থান করে
অপমানিত হওয়ার চেয়ে
সম্মান নিয়ে কেটে পড়া উত্তম।
© সালমান হাবীব-
প্রিয় আকাশনীলা,
আমার দু'চোখে আজ অনেক জল
যা দিয়ে তোমাকে বৃষ্টির মতো
ভিজিয়ে দেয়া যাবে।
-