Salman Habib   (কবিতায় গল্প বলা মানুষ)
61 Followers · 6 Following

সবটুকু জানা হয়ে গেলে
সব কথা পড়ে ফেলার পর
পঠিত মানুষ এক পুরনো কবর।
Joined 14 May 2019


সবটুকু জানা হয়ে গেলে
সব কথা পড়ে ফেলার পর
পঠিত মানুষ এক পুরনো কবর।
Joined 14 May 2019
17 AUG 2021 AT 22:19

আমার তবু নাম ছিল না— তোমার দেওয়া
আবার আমায় ডাকতে এলে কী নাম দেবে?
এই বেলা তো পরের তুমি, দূরের দেশে,
আমিও এক দূরের মানুষ দেয়াল টানা দূর্বাঘাসে।

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

-


20 APR 2021 AT 15:05

কলকাতার দাঁত মানে আঁকাবাঁকা দাঁত বুঝিয়েছি। কলকাতার বেশিরভাগ মেয়েদের দাঁত বাঁকা। এমন দাঁত আমার ভীষণ রকম ভালো লাগে। তাই বাঁকা দাঁতকে আমি কলকাতার দাঁত বলি।

© সালমান হাবীব

-


23 FEB 2021 AT 0:37

তবুও হিম কুয়াশায় ভিজে যায় রাত
ভাঙে চিৎকার; পাতার শরীর
আলোহীন পথ, জোনাকি নিখোঁজ
অভিমানে আড়াল দিক চেনা তারা,
চুপিচুপি বলি; রাতের আকাশ—আমি দিশেহারা।

© সালমান হাবীব

-


28 DEC 2020 AT 22:43

মানুষের খারাপ সময় কি সবসময় থাকে?
থাকেনা তো। সবসময় তো আর
হাহাকার লাগে না বুকের ভেতর।
কথা বলবার মতোন একটা মানুষের
এমন নিদারুণ অভাবও ঘুচে যায় একটা সময়।

© সালমান হাবীব

-


28 DEC 2020 AT 21:23

চোখের দেখা না হোক তবু
মুঠোফোনে খবর নিয়ো,
তোমার বেঁচে যাওয়া সময় থেকে
একটুখানি সময় দিয়ো।

© সালমান হাবীব

-


9 JUL 2020 AT 15:13

অবস্থান করে
অপমানিত হওয়ার চেয়ে
সম্মান নিয়ে কেটে পড়া উত্তম।

© সালমান হাবীব

-


2 JUL 2020 AT 14:13

অকৃতজ্ঞ বন্ধু অপেক্ষা
কৃতজ্ঞ শত্রু অনেক ভালো।

© সালমান হাবীব

-


21 JUN 2020 AT 1:33

বাবা মানেই মাথার উপর
'নির্ভরতার আকাশ'

-


30 APR 2020 AT 0:43

© সালমান হাবীব

-


30 APR 2020 AT 0:40

প্রিয় আকাশনীলা,
আমার দু'চোখে আজ অনেক জল
যা দিয়ে তোমাকে বৃষ্টির মতো
ভিজিয়ে দেয়া যাবে।

-


Fetching Salman Habib Quotes