কবিতা যদি বন্ধু হতো
থাকতো আমার সাথে,
প্রতি দিনের খেলার মাঝে
হাত রাখতাম হাতে।
দুষ্টু মিস্টি খুনসুটি আর
লুকোচুরির ছলে,
কোথায় যেন সব হরিয়ে গেলো
আজ বড়দের দলে ॥
সজল বসু- সজল বোস
25 APR 2019 AT 13:13
কবিতা যদি বন্ধু হতো
থাকতো আমার সাথে,
প্রতি দিনের খেলার মাঝে
হাত রাখতাম হাতে।
দুষ্টু মিস্টি খুনসুটি আর
লুকোচুরির ছলে,
কোথায় যেন সব হরিয়ে গেলো
আজ বড়দের দলে ॥
সজল বসু- সজল বোস