Sajal Bose   (সজল বোস)
31 Followers · 56 Following

নিজের খেয়ালে
Joined 24 April 2019


নিজের খেয়ালে
Joined 24 April 2019
28 JAN 2022 AT 18:41

জীবন একটা বক্ররেখা, যা প্রতিদিন প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে এদিক ওদিক...— % &

-


12 JAN 2022 AT 18:07

এক সাধনার জীবনের পথ
চলতে হবে সুদূর,
মরন যেন আপন সীমাহীন
লক্ষ যোজন দূর।

অসীম আমার মনের ঘর
মহা শূন্যের মত,
মনের আঘাত শক্তি দেয়
দুঃখ গুলো যত।

আপন বেগে আপন মনে
এগিয়ে চলে যায়,
প্রার্থনা আর প্রেমের তরী
আপন মনে বায়।
১২-০১-২০২২

-


2 DEC 2021 AT 20:35

তুমি যদি হতে ষোড়শী
আর আমি অষ্টাদশী,
আমার আকাশ আলো করে
তুমি হতে শশী ।
তুমি যদি ফুল হতে
আমি হতাম ভ্রমর,
তোমায় পেয়ে ধন্য হতাম
হতাম মোরা অমর ।
তুমি যদি হতে আমার
তোমার হতাম আমি,
তুমি যে সোনার ওগো
সবার থেকে দামী।
তোমার রূপের আগুন লাগে
পরান জ্বালিয়ে যাও,
তোমার উষ্ণ পরশ খানি
আমায় একটু দাও।
তোমার ঠোটের হাসি খানি
পাগল করে দাও,
পাগল করো পাগলী তুমি
বুকে টেনে নাও ॥

-


2 DEC 2021 AT 20:08

একটা রাত কেন?
কেন রাত প্রতিটি দিনের সাথে,
একটা শ্বব্দ কেন?
মধুর গানের মন ছুঁয়েছে প্রাতে।

-


28 JUN 2021 AT 21:34

জীবন এতো ছোট কেন?
নিষ্ঠুর কেন হয়?
ছোট্ট প্রাণ হারিয়ে যাবার,
পেয়েছি আমি ভয়।
কুড়িয়ে পাওয়া খুশীর আলো
প্রেমের মায়া জাল,
এতো খুশীর অকাল বেলায়
কী হলো যে কাল?
পুচকু অথবা বাবু সোনা
আদরে ছিলি তুই,
চোখের জলে বিদায় দিলাম
খুঁড়ে দিয়ে ভূঁই।

সজল বোস 28-06-2021

-


17 FEB 2021 AT 9:21

সীমানা নয় আমি উন্মূক্ত পাখির ডানা হতে পারি
যদি বাতাস আমায় ডাকে,
আমি ফাগুনের ফুল থেকে চৈত্রের উড়ে যাওয়া
শিমুল তুলোর মতো মৃত্যুর ফাঁকে।
🖊সজল বোস

-


9 FEB 2021 AT 13:15

পথের গোপন কথা
চাকা রা ভালো জানে,
সে যদি হয় বন্ধু তোমার
বলবে কানে কানে।

কোথায় খানা আর খন্দর
কোথায় রয়েছে গর্ত,
দুর্ঘটনা এড়াতে এটাই হলো
আসতে চালানোর শর্ত।

জীবন চক্র ঘুরছে এমন
ঘুরছে দ্রুত বনবন,
হায়রে কাল শীতের ক্ষত
ব্যাথায় করছে কনকন॥

-


21 JAN 2021 AT 16:44

ভুল করে ভুল ভাবি
ভুল করে পাপ,
ভুল বুঝে ভুলে যাই
করো তবে মাফ।
ভুল ভাল কথা বলি
ভুল চুক হলে,
ভুলের পর সঠিক হবে
ভুলের শিক্ষা নিলে।
ভুলে ভরা সব কিছু
ভুলে যাওয়া স্মৃতি,
ভুল যদি বড়ো হয়
সব হবে ইতি॥
........সজল বোস

-


15 NOV 2020 AT 14:00

বাংলা চলচিত্রের
কিংবদন্তী
সৌমিত্র চট্টোপাধ্যায়ের
প্রয়াণে আমরা গভীর শোকাহত।
তাঁর আত্মার
চির শান্তি কামনা করি।
দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল

-


16 SEP 2020 AT 0:39

থামবো এবার...

আমার আঁধারে অশ্রু ঝরে
হৃদয় জুড়ে রাত্রি,
আমরা সবাই আলোর পথে
মোরা আজ সহযাত্রী।
ফ্যাকাসে আকাশ গম্ভীরা মুখ
অঝোর ধারার মাঝে,
দিন পেরিয়ে রাত্রি হলো
ব্যস্ত ছিলাম কাজে।
এক পশলা বাতাস এলো
জুড়িয়ে গেলো মন,
কাল বিকেলের ওই আমন্ত্রণে
মজেছি গো সংরক্ষণ।
এদিনের ওই বিভোর ক্ষণে
হারিয়ে যাবো আমি,
পথ হারানোর পথে কোথাও
একটু খানি থামি।

-


Fetching Sajal Bose Quotes