I already accepted everything. but do why still feel the pain
-
ভালোবাসলে মস্তিষ্কের গোটা শহর তোমার নামে লিখে দিবো
অন্ধের চোখে আলো যেমন দরকার।তুমি আমার আলো হবে🥰।ভালোবেসে যদি কিছু দিতে চাও?তাহলে বিশ্বাস দিও।🙂-
কিছু মানুষের ভাগ্যটা এতই খারাপ যে তারা যতই মন থেকে ভালোবাসুক, বিনিময়ে শুধুই কষ্ট পায়।
-
জীবনে অসাধারণ কাউকে চাই না!
সাধারণ কাউকেই চাই..
যে আমাকে অসাধারণ করে রাখবে।-
O Allah!
Who did not create for me
Do not attract me to him
হে আল্লাহ!
আমার জন্য যাকে সৃষ্টি করনি
তাঁর প্রতি আমাকে আকৃষ্ট করো না।
-
লাইফের যেই পর্যায়ে গেলে ভিতরে ভিতরে তীব্র ঝড় বয়ে গেলেও কাউকে কিচ্ছু বলতে মন চায় না, সেই পর্যায়ে আছি!❤️
-
একদিন সব ইচ্ছেগুলো অপূর্ণ রেখেই"
ইচ্ছাগুলো পূর্ণ না হওয়ার আক্ষেপ
নিয়েই হয়তো পৃথিবী ত্যাগ করবো।-
Dear Allah "
I may not understand why everything is happening in my Life right now but I just want to say, I trust You.-