Sahidul Islam Sakib   (✍️M.S.I. SAKIB💗)
212 Followers · 494 Following

মনের রংতুলিতে খুঁজে নিও তোমার "তুমিকে"
Joined 15 September 2019


মনের রংতুলিতে খুঁজে নিও তোমার "তুমিকে"
Joined 15 September 2019
12 AUG 2020 AT 2:43

যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদে ছিলেন,
আর বাকি মানুষ তা উদযাপন করেছিল;
নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন,
যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও-
আপনি তা হাসি মুখে উদযাপন করতে পারেন

-


11 AUG 2020 AT 13:10

বন্ধুদের এবং শত্রুদের
কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয়না;
কারণ,
শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবেনা,
আর বন্ধুরা কখনোই আপনাকে সন্দেহ করবেনা।

Friends and Enemies
Never need to build Faith;
Because,
Your enemies will never trust You,
And Friends will never doubt You.

-


10 AUG 2020 AT 16:41

.......প্রখর গরম, জোসনা মাখা রাত......
ইচ্ছে করছে গল্পের রাজ্যে হারিয়ে যেতে।
কিন্তু পারছি না যে😔
শুধু একটা তুমি নেই বলে...!!!

-


10 AUG 2020 AT 16:32

"আধেক জীবন কেটে গেলো কানামাছি খেলায়! বাকি আধেক পুঁড়বে কিগো তোমার অবহেলায়..?

-


10 MAR 2020 AT 9:01

শত্রুকে হাজারটা সুযোগ দাও,
- বন্ধু হবার,
কিন্তু বন্ধুকে একটি সুযোগও দিওনা,
- শত্রু হবার।

-


10 MAR 2020 AT 0:21

তুমি যখন প্রেমে পড়বে,
তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবেনা;
কারণ তখন তোমার বাস্তব জীবন হবে-
স্বপ্নের চেয়ে আনন্দময় হবে।

-


10 MAR 2020 AT 0:15

সমাজ....

সে আবার কি?

সমাজ মানেই তো......

ব্যর্থ ব্যাক্তি কে নিয়ে হাসাহাসি করা ।

আর.... সফল ব্যাক্তিকে হিংসা করা।

-


6 MAR 2020 AT 13:09

কবিতাঃ "প্রেমময় নারী"
লেখকঃ এম.এস.আই-সাকিব
----------------------------------------
নারী মানেই, খোলা চুলের স্নিগ্ধ ঘ্রাণ।
নারী মানেই, প্রচন্ড গরমে শান্তির সুবাস।
নারী মানেই, চোখের চাহনির অতল গভীর।
নারী মানেই, শুকনো বালু চরে ফুলের বাগান।
নারী মানেই, অশান্ত জীবনের সুখের জান্নাত।
নারী মানেই, চোখ ধাধা গোলকের সঠিক পথ।
নারী মানেই, অতৃপ্ততার মাঝে সুখের পরস।
নারী মানেই, মায়াবী চেহারায় মন কারা আবেগ।
নারী মানেই, কান্না জড়া চোখে মায়ার বন্ধন।

~সকল নারীকে উৎসর্গ করে।🌹

-


5 MAR 2020 AT 10:28

যদি হৃদয়টা তুলে দিতে পারতাম তোর হাতে,
তবে বুঝতি কত প্রেম ছিল তোর বিহনে।
যদি মনটা তুলে দিতে পারতাম তোর হাতে,
তবে বুঝতি কত মায়া ছিল তোর প্রেমে।

কি করে বুঝবি তুই বল,
তোর মন যে অন্য কোথাও ব্যস্ত।

-


5 MAR 2020 AT 9:38

আমি শিশির হয়ে থাকবো তোমার, হেটে চলার পথে।
না হয় ছুয়ে দিব একটু তোমায়, ঠান্ডা শিশির ঘাসে।

-


Fetching Sahidul Islam Sakib Quotes