যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদে ছিলেন,
আর বাকি মানুষ তা উদযাপন করেছিল;
নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন,
যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও-
আপনি তা হাসি মুখে উদযাপন করতে পারেন-
বন্ধুদের এবং শত্রুদের
কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয়না;
কারণ,
শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবেনা,
আর বন্ধুরা কখনোই আপনাকে সন্দেহ করবেনা।
Friends and Enemies
Never need to build Faith;
Because,
Your enemies will never trust You,
And Friends will never doubt You.-
.......প্রখর গরম, জোসনা মাখা রাত......
ইচ্ছে করছে গল্পের রাজ্যে হারিয়ে যেতে।
কিন্তু পারছি না যে😔
শুধু একটা তুমি নেই বলে...!!!-
"আধেক জীবন কেটে গেলো কানামাছি খেলায়! বাকি আধেক পুঁড়বে কিগো তোমার অবহেলায়..?
-
শত্রুকে হাজারটা সুযোগ দাও,
- বন্ধু হবার,
কিন্তু বন্ধুকে একটি সুযোগও দিওনা,
- শত্রু হবার।-
তুমি যখন প্রেমে পড়বে,
তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবেনা;
কারণ তখন তোমার বাস্তব জীবন হবে-
স্বপ্নের চেয়ে আনন্দময় হবে।-
সমাজ....
সে আবার কি?
সমাজ মানেই তো......
ব্যর্থ ব্যাক্তি কে নিয়ে হাসাহাসি করা ।
আর.... সফল ব্যাক্তিকে হিংসা করা।-
কবিতাঃ "প্রেমময় নারী"
লেখকঃ এম.এস.আই-সাকিব
----------------------------------------
নারী মানেই, খোলা চুলের স্নিগ্ধ ঘ্রাণ।
নারী মানেই, প্রচন্ড গরমে শান্তির সুবাস।
নারী মানেই, চোখের চাহনির অতল গভীর।
নারী মানেই, শুকনো বালু চরে ফুলের বাগান।
নারী মানেই, অশান্ত জীবনের সুখের জান্নাত।
নারী মানেই, চোখ ধাধা গোলকের সঠিক পথ।
নারী মানেই, অতৃপ্ততার মাঝে সুখের পরস।
নারী মানেই, মায়াবী চেহারায় মন কারা আবেগ।
নারী মানেই, কান্না জড়া চোখে মায়ার বন্ধন।
~সকল নারীকে উৎসর্গ করে।🌹-
যদি হৃদয়টা তুলে দিতে পারতাম তোর হাতে,
তবে বুঝতি কত প্রেম ছিল তোর বিহনে।
যদি মনটা তুলে দিতে পারতাম তোর হাতে,
তবে বুঝতি কত মায়া ছিল তোর প্রেমে।
কি করে বুঝবি তুই বল,
তোর মন যে অন্য কোথাও ব্যস্ত।-
আমি শিশির হয়ে থাকবো তোমার, হেটে চলার পথে।
না হয় ছুয়ে দিব একটু তোমায়, ঠান্ডা শিশির ঘাসে।-