No one can Defeat the Broken Rebuilt Soul...
-
Bengali by birth, Indian by heart♥️
Editor (Little magazine)
Author(4 published ... read more
Struggle might be Tastes bitter but it can give the Essence of Sweet
-
খুব যত্ন করে তুলে রেখেছি।কাঁচা হাতে সদ্যজাত কবির ভাষা আর ভাব চিঠিটার কোণায় কোণায় প্লাবন ডেকেছিল ভালোবাসার।তাই চিঠিটা আমি খুব যত্নে আগলে রেখেছি।
প্রথমবার যখন আমাদের হাত হাত রেখে বর্ণপরিচয় হয়,তখন প্রথম অক্ষরে আমার দিকে কৌতুহলি চোখ এখনো ভেসে ওঠে চোখাচোখি হলে।নরম হাতের ভালোবাসি শব্দটা আমাকে অনন্যতা দিয়েছিল বিগত ত্রিশ টা বসন্ত পর।
আমার চোখ লুকিয়ে অক্ষর থেকে শব্দ আর বাক্যে কলম বুলিয়ে লেখা চিঠির ভাঁজে কবিতাটা আমি ঘ্রাণ ভরে পান করেছি।
হাতেখড়ির পর মাদার্স ডে তে লেখা আমার জন্য সেই চিঠি টা ; আমি তোর ছায়া ভেবেই আগলে রেখেছি।।-
একটা আস্ত ঘর; যেখানে প্রতি সুতোয় জড়িয়ে আছে কেবল মাত্র ভালোবাসা।মৌমাছির মতো করে রোজ একটু করে ভালোবাসা বয়ে নিয়ে এসে তৈরি করে চলেছি একটা আস্ত শহর।
শুধু ভালোবাসা আর ভালোবাসি নিয়েই...
হুঠ করে এক সাইক্লোনিক তান্ডবে সেই ঘর টুকু আছড়ে পড়লে ,আবার রোজ একটু করে সেই
মায়াজালের সুতো বুনতে বুনতে আমাদের চোখ ইতিহাসে ঘুমিয়ে পড়ে,
থেমে থাকে না সে জাল বোনা।
আসলে ভালোবাসতে একটা নির্দিষ্ট অবয়ব লাগে না, প্রয়োজন হয় না প্রেমিক-প্রেমিকার চোখাচোখি বিকেল
আদুরে চুমুর ভোর...
ভালোবাসতে কেবল ভালোবাসা লাগে আর একটা মায়াজাল;
যা মুড়ি দিয়ে চোখ বুজে কাটানো যায়
একটা গোটা ইতিহাস অধ্যায়।।-
একটা আস্ত জন্ম কেটে গেল,
সবাই মানুষ হতে গিয়ে ঠিক যেন
মানুষ হতে পারল না।-