Paid Content
-
I am the girl who fights to maintain her character
I am the girl who was not afraid of losing the battle of life again and again..
Repeatedly deceived, did not stop crying
But sometimes he also had to give up to protect his dignity..
He had to accept death
Now who is responsible for his death..
That boy is responsible
The boy who cheated on her for eight months..
But today he don't like old meat and rice so he threw it away..
The girl cries a lot to the boy, and says what is the reason for such cheating
then the girl ended up in death...
-
মানুষ বড় স্বার্থপর, নিজের প্রয়োজন আর স্বার্থের চাহিদা মিটে গেলে সে সবকিছু ভুলে যায় |
-
খসে পড়ুক তোমার মুখোশ, বেরিয়ে আসুক আসল রূপ, দেখুক সবাই, জানুক ইতিহাস এ সত্যের খাতায় মিথ্যের ইতিহাস 🖤🥀🍂
-
#গোলাপ দিবস
গোলাপের দিকে চেয়ে রইলাম, সুন্দর ও সুন্দর
ধন্য হলো আমার হৃদয়, তোমার মনে পড়ে আজ গোলাপ দিবস,
যাকে তোমরা ছলনা করে বলো Rose day!
নাকি ভালোবাসার মানুষেরা একে অন্যকে আলিঙ্গন করে এটি দেয়,
এতে শুধু দেখতে সুন্দর লাগে তা নয়, এদের বন্ধনের দৃঢ়তায় প্রকাশ পায়, আর দেখো কিছু মানুষ আছে যারা পেয়েও
এর মর্ম রাখেনা, বোঝেনা
আর যারা পায়না তারা শুধু মরীচিকার পেছনে
হাতড়ে বেড়ায়,
আমাকে তুমি সেই দলেই ফেলে দাও |
আমি নাহয় সেই সমস্ত পুরুষ -নারীর দুঃখ,কষ্ট আঁকড়ে ধরে বাঁচবো,
আর তাদের দুঃখ কে নিজের সাথে ভাগ করে নেবো গোলাপের এক একটা পাঁপড়ির মতো |ভাগ্য দেখো কেমন আমার আপন ঘরে বোঝাই সোনা আর পরের ঘরে লেনা -দেনা, আর আমি জনম কানা, ধন পেয়েও তাহারে হারিয়ে ফেললাম,
অথচ দেখো তোমার কেমন ভাগ্য, তোমার কিন্তু আমার মতোই অবস্থা,
তাও বলছি গোলাপের দিকে চেয়ে রইবো তবুও তোমায় চাইবোনা, প্রিয় একটি গোলাপ দিও |
-
হম, তুমি আদর্শ প্রেমিক হতে পারোনি
তোমার সব ভালো লাগে পড়াশোনা ছাড়া,
কে বলেছে তোমায় পড়ে নাম উজ্জ্বল করতেখেলোয়াড় এর রক্ত বইছে তোমার ধমনীতে, আমি তোমায় পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষন করেছি, হম তুমি এসব জীবনের গতি ধারায় নিজের সমস্ত মূল্যবান সময়কে নষ্ট করতে চাওনি,
হম, তুমি আদর্শ প্রেমিক হতে পারোনি
প্রেম এর শর্ত তোমার কাছে হলো অজানা,
তোমার মধ্যে দেখেছি এক বেপরোয়া ক্ষমতা বন্ধুত্ব এই শব্দটার মর্ম বুঝেছি তোমার থেকে হয়তো নিজের অজান্তেই বন্ধুত্ব টেকাতে তুমি, প্রত্যেকের সুখে দুঃখে ঝাঁপিয়ে পড়েছো বার বার আর বার বার একটাই প্রশ্ন ঘুরে ফিরে গ্রাস করেছে আমায়, না না আমি তোমায় বলিনি
না না আমি তোমায় জানায়নি তেমন কিছুই,শুধু বার বার বলেছি কেন আমি জড়ালাম নিজেকে বড্ডো দোষী মনে হচ্ছিলো, মনে হচ্ছিলো জোর করে তোমায় আঁকড়ে রেখেছি, হম মনে হচ্ছে জুলুম চালাচ্ছি হম, তুমি আদর্শ প্রেমিক হতে পারোনি , সবকিছু নিয়ে বাঁচা যায় না, জানো প্রেমিক, সব কিছু এক জীবনে তেমন পাওয়াও যায়না নাইবা পেলে আমায় একবার চেষ্টায় মেতে ওঠো
আমি বলছি তুমি পারবে প্রেমিক,তুমি পারবে ||
©সহেলী
-
You don't know how much you
After today,
You don't know how alone i am today…
You don't know what i want today,
You used to do to me that day…
Since that day all my expectetion,
Towards you has gone...
you don't know how much you hurt,
You don't know what i want today to be like a dead river…
You don't know that today i understant all your comforts,
Only i will see and love you from a distance…
I will love you well,i will love you well…
-
মিথ্যে কথা বলা কখনো সখনো ভালো,
কারোর দুর্বলতার সুযোগ নিয়ে বার বার
মিথ্যে কথা বলাটাও ঠিক নয়,
কখনো একবারও ভেবে দেখেছো ?
এই কারণে তোমার ওপর বিলিয়ে দেওয়া সব বিশ্বাস একটু একটু করে ফিকে হয়ে যাচ্ছে |
-
এখন তাড়িয়ে দিচ্ছ দাও,
একদিন এইভাবেই তাড়িয়ে দিতে দিতে আমি সরে যাবো, সেইদিন খুব খুশি হবে,
আর আমি তোমার খুশিতেই খুশি থাকবো-
আমার আর প্রেম হলোনা
আমি ভালোবেসেই সুখী
প্রেম করে নাইবা কষ্ট পেলাম
ভালোবেসে তোকেতো পেলাম|-