কখনো?
প্রাপ্তি অপ্রাপ্তি সীমারেখার
জাঁতাকলে পিষেছো কখনো?
মানভঞ্জনের সুখ না পেয়ে খোলা
হাওয়ায় গা ভাসিয়েছো কখনো?
নাই বা হলে সত্যি তবু অলীক
দুঃস্বপ্নের জাল বুনেছো কখনো?
ভালোবাসায় না ভালোবেসেও
শক্ত করে আগলেছো কখনো?
অপূর্ণতার বেড়াজাল টপকে
সত্যিই প্রেম দিয়েছো কখনো?-
Joined yq at 18 th october,2017.💖
Writing is m... read more
in this fast forwarding world everyone will gonna use you as per their necessity and after that they will treat you as a shit.
-
সম্পর্কটা প্রয়োজনের হলে তা কেবলমাত্র নবাব-ইংরেজের মতোই হবে;
আর সম্পর্কটা আনন্দের হলে তা শ্যাম-বিনোদনীর মতো হবে।
প্রথমটিতে মাথা নত করেও পরে পদপিষ্টে মারে অপরকে আর দ্বিতীয়টিতে রাজপ্রাসাদের মান-ও গোকুলের দাসীর কাছে নতজানু হয়।
-
I can make you smile even in most despairing situation......
When,
I can give you every comfort that you deserve even while living in shack.....
-
চুনকালির দেওয়ালে জমাট বেঁধে থাকা নামগুলো,
ডায়েরির গল্পের পাতায় স্মৃতির লেনে বেঁচে থাকুক ;
কাজললতা চাহনি ,নীল শাড়ি-হলুদ পাঞ্জাবির কম্বিনেশনটা,
স্কুলেচত্বরের হারিয়ে যাওয়া গসিপে বেঁচে থাকুক;
মাথার এক কোনায় ছোট্টো ত্রিকোনা দাগ ,
হারিয়ে যাওয়া বেতের ছড়িতে বেঁচে থাকুক;
ব্ল্যাকবোর্ড,চক-ডাস্টারের ধূলো,হজমি আচার
দশটা থেকে পাঁচটার বন্ধ সিন্দুকেতেই বেঁচে থাকুক;
হিসাব না রাখা ক্লান্ত দুপুরে ক্যান্টিনের ধারগুলো,
লালখাতার নীলকালো কলমের গন্ধে বেঁচে থাকুক।।
-
হ্যাপি স্বাধীনতা !
যেদিন সরকারি চাকুরিজীবী ঘুষ নেবার প্রলোভন থেকে নিজেকে মুক্ত করতে পারবে - সেদিন আসবে স্বাধীনতা
যেদিন তথাকথিত শিক্ষিত রাজনীতিবিদ সভায় দলিত দের পাশে থাকার আশ্বাস দিয়ে, তাদের সাথে একই পাতে খাবার খেয়ে, আবার গাড়ীর পিছনে গিয়ে নিজেকে নমঃ নমঃ বলে শুদ্ধ করবে না - সেদিন আসবে স্বাধীনতা
যেদিন কোনো rapist পাশবিক অত্যাচার করার বাসনা থেকে নিজেকে মুক্ত করতে পারবে - সেদিন আসবে স্বাধীনতা
যেদিন বাড়ির মেয়ে,বউ কে লক্ষ্মীর তরজা দিয়ে তার পায়ে অদৃশ্যনীয় শিকল পড়িয়ে দেওয়া হবে না- সেদিন আসবে স্বাধীনতা
পরিশেষে, স্বাধীনতা যা পেয়েছি আর যা কাম্য ছিল, এই দুইয়ে বোধ হয় বিস্তর ফারাক।
Happy
Independence
Day
-
" কিছু হয়নি ", এইটুকুর মাঝে যে কত্ত কিছু হয়ে যায়, তা বোঝাই কিভাবে??
-
Take a lesson from the mistake that u have done previously......and just keep going forward
-