Sahel Ghosh   (Sahel Ghosh)
135 Followers · 190 Following

কিছু কথা নাহয় না বললাম
শুধু সময় পেলে একবার চোখ বুলিয়ে যেও

#রেহার্দ্র
Joined 1 October 2017


কিছু কথা নাহয় না বললাম
শুধু সময় পেলে একবার চোখ বুলিয়ে যেও

#রেহার্দ্র
Joined 1 October 2017
22 NOV 2020 AT 0:53

অব্যক্ত

সব কথা না হয় না বলাই থাক
ভিজে পৃষ্ঠার কালি ফিরে যাক দোয়াতে,
কবিতাদের আজ অকালবোধন হোক
তোর হৃদয়ের গোপন ছোঁয়াতে।

কিছু ভালোবাসার গল্প থেকে যাক
ভালোলাগার আবছা অছিলায়
কিছু অব্যক্ত ব্যথা থেকে যাক
সামাজিকতার গোপনীয়তায়।।

-


21 NOV 2020 AT 1:50

রেহার্দ্র

দুরন্ত রেলগাড়ির মতো ছুটে চলেছিল জীবন।
স্টেশন টার্মিনাসে একলা টেলিফোন,
বৃষ্টির ফোঁটা আর কবিতা সাথে নিয়ে,
কাল্পনিক অস্থিরতা।
তারপর তোমার সাথে দেখা,
ভাবিনি কোনোদিন যে দেখা হবে,
মোবাইল স্যাটেলাইটের জাল ছিঁড়ে।
কাজল রাঙা চোখে ছিল সাদাকালো ফ্রেমের চশমা,
আর একটা হাসি,
যা হৃদযন্ত্রের ছন্দ বর্ধনের জন্য যথেষ্ট।
সেই যে প্রেমে পড়লাম,
তারপর স্বপ্নের মতো কেটে গেল কিছু দিন-মাস-বছর।
সে সুধালো, "ভালোবাসিস! ছেড়ে যাবি না তো!"
আমি বললুম "না!"
বুকচাপা আবেগের ধারা বয়ে গেল
গঙ্গার বাতাসে মাখা সেই চুম্বনে।
এলোকেশী একরাশ কালো মেঘ কেটে
উঠেছিল প্রেমরৌদ্র।
উত্থান পতনের অস্থিরতায় রচিত হলো নতুন অধ্যায়,
যার নাম, "রেহার্দ্র"।।

-


16 NOV 2020 AT 0:13

Nazre milata chahe mori ankhiyan
Radha bin kanha jaise tore bin ratiyan
Nind na aaye hume tarpaye teri kajariya
Nazre milata chahe mori akhiyan...

-


9 NOV 2020 AT 17:21

Under the naked stars
Dazzling in my sky
Let me hug you real hard
And kiss you untill I die.

-


2 NOV 2020 AT 11:02

Writing is the only way to communicate with the reader's mind without being there physically or virtually.

-


1 NOV 2020 AT 23:02

The pen makes me feel
The way I can heal
On the piece of paper
I will leave my trace behind, forever.

-


26 OCT 2020 AT 22:52

ছাতিমের গন্ধে আজ বিষাদের সুর
শূন্য লগ্নে আবার প্রহর গোনার পালা,
উমা চললো কৈলাসের পথে,
একরাশ মনখারাপ সঙ্গী তার।
আবার আসিস মা, প্রহর গোনা শুরু আরেকটি বছরের।
ভালো থাকিস মা, তাড়াতাড়ি আসিস,
থাকবো তোর অপেক্ষায়।

শুভ বিজয়া।

-


16 OCT 2020 AT 3:19

Unwinded and unwrapped
As he begged to her
For the ultimate desire,
As he wanted to be free
From the chastity
To reach the eternity.

She locked him into the cage
Sounded him till he beg
Until the shievers moves to his legs,
And he groans louder with the pain
As she spanks him again and again
Till she gifted him the extreme pleasure.

-


15 OCT 2020 AT 1:30

Tanka Nights

The night walked alone,
With her beauty of the moon,
Wrapped with cloudy veil
Like the thousand sleepless owls
Drenched in moonbeam and the rains.

-


15 OCT 2020 AT 1:00

শব্দজব্দ

আমার ভালোলাগা গল্পগুচ্ছ
রাতের ক্লীবতার পংতিতে নিরুত্তর,
নিষ্পাপ হৃদয়ের ভগ্নকাহন
অবিকৃত অবিচলিত ধুম্রোবেশী
অতিষ্ঠ এলোমেলো অপার্থিব স্বপ্নকাহার,
বিচ্ছুরিত রৌদ্রের শেষ স্মৃতিমুখোর
অমৃদু আপ্লুত নিরোর্থকতায়
অস্পষ্ট আলোকবর্ণময় সংখ্যারেখা,
ইঙ্গিতে নিদ্রাতুর হৃদিয়ালিঙ্গন।

-


Fetching Sahel Ghosh Quotes