Saheb Islam   (Saheb Islam)
5 Followers · 14 Following

I'm a writer
Joined 12 October 2020


I'm a writer
Joined 12 October 2020
9 SEP 2023 AT 22:45

বেকারত্বের মানেই হলো,
রোজ হাজারো স্বপ্নের বলিদান!
বেকারত্বের মানেই হলো, রোজ বাস্তবতার অনলে পোড়া!
বেকারত্বে'র মানেই হলো, জ্যান্ত কতগুলো লাশ! বেকারত্বে'র মানেই হলো, জীবনের খাওয়া সেরা বাঁশ!"

-


15 JUN 2023 AT 12:23

খেলেছো তুমি প্রকৃতির সঙ্গে
হাসি মুখে
খেলছে প্রকৃতি তোমার সঙ্গে
রুদ্র রূপে

-


26 MAR 2023 AT 14:51

প্রতিটি সম্পর্কই এই কাগজের দাস,
যাকে আমরা টাকা বলি।

-


14 MAR 2023 AT 23:25

অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে

-


3 MAR 2023 AT 22:49

একাকীত্বের কষ্টটাও অদ্ভুত, ব্যথা আছে কিন্তু বেদনার অশ্রু বের হয় না চোখ থেকে..!

-


14 FEB 2023 AT 11:34

চারিদিকে তোমার অনুভূতি, চিন্তা,
তুমি ভগবান নও, তাহলে সর্বত্র তুমি কেন?

-


9 FEB 2023 AT 21:38

তোমার স্মৃতির আলো,
আমার সঙ্গে থাক
না জানি জীবনের কোন রাস্তায় সন্ধ্যা হয়

-


8 FEB 2023 AT 10:40

মরার সময় আমার হাতের তালুতে তার নাম লিখব

আমি খালি হাতে যাওয়ার লোক নই।

-


7 FEB 2023 AT 16:28

Rose নয় রোজগারের কথা ভাবো।
কারণ যাকে তুমি ROSE দেবে, সে তোমার রোজগার আগে দেখবে।

-


26 JAN 2023 AT 12:52

পক্ষে বিপক্ষে লিখছি বলছি
সবই গনতন্ত্রের বল
ছড়িয়ে পড়ুক চারিদিকে আজ
প্রত্যেকেই পায় যেন সুফল

-


Fetching Saheb Islam Quotes