it depends on your perspective.
-
Mere raaste ko tum chura ke
Ab raah mein apni mila do
Jahaan mil sake saaya tumhara
Wahin saath mein thodi jagah do-
You put a smile upon my face
When there was nothing left but sorrow
You showed me how to live again
And I'm so grateful for your love.
I bless the day you came to me
For God has sent me down an angel
And you have turned the tide
And made the world seem bright.
-
আমার গাছে কালচে সবুজ পাতা
তোর ডালে ক্লান্ত পাখির দল
ভ্রাত্ন পথিক পায় স্থান তোর ছায়ায়
বাঁধ না মানা শ্রমিক অশ্রুজল।
তোর সাথি ভোরের মৃদু আলো
শরীর যেন রঙিন ফুলের চাষ
তোর সুবাদে মাতাল চারিপাশ
আমার যে অন্ধকারেই বাস।
-
Mama told me when I was young
"Come sit beside me, my only son
And listen closely to what I say
And if you do this it'll help you some sunny day"
"Oh, take your time, don't live too fast
Troubles will come and they will pass
You'll find a woman and you'll find love
And don't forget, son, there is someone up above"
"And be a simple kind of man
Oh, be something you love and understand
Baby be a simple kind of man
Oh, won't you do this for me, son, if you can"
-
Under the wide and starry sky,
Dig the grave and let me lie.
Glad did I live and gladly die,
And I laid me down with a will.
This be the verse you grave for me:
Here he lies where he longed to be;
Home is the sailor, home from sea,
And the hunter home from the hill.
Bury me low in valleys green
And where the milder breeze
Blows fresh along the stream,
Sings roundly in the trees-
Bury me low and let me lie
Under the wide and starry sky.
Joying to live, I joyed to die,
Bury me low and let me lie
- Robert Louis Stevenson-
বন্ধুত্ব হলো সেই সিমেন্ট যা পৃথিবীকে শক্ত করে আকরে ধরে রাখে। বন্ধুত্ব শুধু প্রাণীদের মধ্যে দেখা যায় সেটা কিন্তু না। জীবনটাই টিকে আছে বন্ধুত্বের জন্য। গাছে মাটিতে , ফুলে ফলে , আকাশে বাতাসে সমস্ত পরিবেশে তুমি বন্ধুত্ব দেখতে পাবে।
দুটি মানুষের মধ্যে বন্ধুত্ব তখনই গড়ে ওঠে যখন সে ওপর জনকে বলে , "কি! তুমিও? আমি তো ভেবেছিলাম আমি একা।" একে অপরকে বিশ্বাস করা আমরা তখন দিয়ে শুরু করি।
খুবই পবিত্র বন্ধন এই বন্ধুত্ব, এই বাঁধনে আবদ্ধ হলে দেখবে জীবন অনেক রঙিন , অনেক সুন্দর।
আর কোনো পরিস্থিতিতেই বন্ধুকে ছেড়ে যেওনা, বন্ধুর হাতটা শক্ত করে ধরে রেখো আর বলো , বন্ধু তোর কিসের ভয় ? আমি আছিতো , যা হবে দেখা যাবে। এই একটা কথাই মনোবল অনেক গুণ বাড়িয়ে দেয়। আর সর্বশেষে আমি সেই সকল প্রকিত বন্ধুদের জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা।
বন্ধু নিয়ে বাঁচুন , বন্ধুত্বে বাঁচুন।
-
বুকের ভিতর রাশি রাশি পাইনের ঝড়
কেউ জানে না ব্যাতিত ঈশ্বর
চমকে ওঠে হেমলক মিশে অবগাহনের সুর
আমার বিকেল তুমিই , অভিমানী রোদ্দুর...-
সম্পর্কটা শুরু হতে না হতেই হলো শেষ
ইচ্ছেরা অনিচ্ছাকৃত গেলো জলাঞ্জলি
দুজনের কিছু ভুলের জন্য বেড়ে চললো বিদ্বেষ
কিছু স্বপ্ন না দেখাই ভালো , ছিলাম তো বেশ
কিন্তু আজও বলবো এই হৃদয়ের পথটা তোমারই গলি
তুমি ছাড়া এই পথে অন্যদের প্রবেশ নিষেধ-
আবার একটি প্রেমের পতন ।
পতন একটি সম্পর্কের , কিছু প্রতিশ্রুতির , কিছু জেগে থাকা রাতের , কিছু একসাথে দেখা স্বপ্নের আর পতন চিরকাল হৃদয় কোটরে অমলিন করে দেওয়া কিছু রঙিন স্মৃতির ।
ওদের বিশ্বাস ছিলো ওরা পারবে সম্পর্কটা জিয়িয়ে রাখতে। সমাজের বেড়াজাল ডিঙিয়ে ওরাই পারবে একমাত্র জয়লাভ করতে।
কিন্তু কি করবে ওরা, সমাজের কাছে ওদের পতন হয়তো নিশ্চিত ছিল , স্রোতের বিপরীতে সত্যিই চলা যায়না তা আবারও প্রমাণ পেলো।
কিন্তু কি ওদের দোষ ? ওদের ভালোবাসাতে সত্যিই কি কোনো দাগ ছিল?
না ,দাগ ছিলো না ওদের ভালোবাসায়। দাগ আমাদের সমাজে, দাগ আমাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে , শিরায় শিরায়।
তাই আমরা আজ রফিকুল আর ঐশ্বর্যের ভালোবাসার মান্যতা দিতে পারিনি।
ওদের উদার ভালোবাসা দেখে আমাদের ভিতরে থাকা ধর্ম , জাত পাতের কীট গুলি চাগার দেয়।
কিন্তু যেখানে আল্লতালা আর তেত্রিশ কোটি দেবতা পারেনি ওদের আলাদা করতে সেখানে আমরা কে?
ওরাই জিতেছে , ওদের ভালোবাসাই জিতেছে। তাই ঐশ্বর্যের চিতার ভস্মের পাশে রফিকুলের সমাধি মিলে মিশে এক হোয়ে গেছে।
-