Sagar Dutta   (সাগর দত্ত)
151 Followers · 71 Following

read more
Joined 10 January 2017


read more
Joined 10 January 2017
30 MAR 2018 AT 16:24

Takar khelay jitlo k??
Sorir toh dite hobe take...
Jete hoye jekhane sekhane,
Boro babu der ekta dake..

Babu ra tora asis kno?
Amader nongra paray...
Amader dekhe bhokti ase na?
Sudhui ki jouno daray??

Oi dakho, Abar bajche phone,
Jani na dak debe k...
Sokal e uthe becheni,
Aj ami kon rup e k!!!

-


19 JAN 2022 AT 17:21

স্পর্শকাতর প্রেমটা ঠিক,
যখনই তোমায় ছুঁতে চেয়েছে...
ঝাপসা প্রেমের আড়ালে,
শুধু প্রবঞ্চনাই পেয়েছে...

-


18 JAN 2022 AT 15:03

হাঁদা ভোঁদার আজ মন খারাপ,
নন্টে ফন্টে সকাল থেকে তোমার পথ চেয়ে,
বাটুল ও কেল্টুদা সকাল থেকে কাঁদছে,
সুপারিনটেনডেন্ট ও তোমায় ছাড়া,
বাঁচতে পারে না যে...

-


27 JUN 2021 AT 18:16

মধ্যবিত্ত পরিবারের সন্তান হয় একটাই স্বপ্ন :

মা যদি বলে, "কমে গেছে ঘরে টাকা ও খাবার"
আমি বলব, "যত ইচ্ছে চাই বল এনে দেবো আবার"

-


9 JUN 2021 AT 14:53

আমি তোমার জন্য
একটা কবিতা লিখতে চাই
যে কবিতার ছত্র ছায়াতে শুধু
আমার শব্দের মারা থাকবে

আমি তোমার জন্য
একটা কবিতা লিখতে চাই
যেই কবিতা সবটুকু শুধু তোমায় নিয়ে থাকবে...
যার প্রতিটা শব্দ
তোমায় মনে রাখবে...

আমি তোমায় নিয়ে
একটা কবিতা লিখতে চাই
যার ছন্দ মেলানোর গন্তব্য
শুধু তুমি দিতে পারবে
শুধু তুমি...

-


1 MAY 2021 AT 12:36

খুব অল্প সময়ে দেখেছি জাকে
ছোট থেকে হতে চেয়েছি যার মত
মনে পড়ছে তোমায়
আজ বারে বারে অবিরত

-


15 APR 2021 AT 3:35

আমিও তাদেরই দলে
যারা Credit এ স্বপ্ন চালায়
শান্তির খোঁজে যারা
হলুদ ফিল্টার জ্বালায়

-


4 APR 2021 AT 19:55

অসময়ে আচমকা বৃষ্টি
আমার শহরের চেনা রূপ
ভেঙে যাক আজ না হয়
বুকে জমে থাকা ধ্বংসস্তূপ

-


21 FEB 2021 AT 13:57

লক্ষ কোটি বাঙালি
বেলার প্রেমে মত্ত,
শুধু ব্যর্থ অঞ্জন দত্ত...

-


1 FEB 2021 AT 16:06

বেঁচে দিয়েছো সকল কিছু
যা-কিছু মানুষের দরকারি
অপেক্ষায় আছি এখন শুধু
কবে সরকারটা হবে বেসরকারি

-


Fetching Sagar Dutta Quotes