Sachin Chakraborty   (Sachinc_7)
249 Followers · 74 Following

read more
Joined 4 January 2018


read more
Joined 4 January 2018
2 APR 2021 AT 13:01

ইচ্ছে করলেও ফেরা যায়না সেই আলোর দেশে,
যেখানে অন্ধকার ক্রমশ নেমে আসে অহংকারের দোষে।
যেখানে সীমানা দিতে হয় অনুভূতিদের ভেঙে পড়ার আগে,
একটা ডাল বিভক্ত হয়ে যায় উঠে দাঁড়াবার ভয়ে।

-


13 AUG 2020 AT 22:17

তোমার খোলা চুল কালো টিপ যেমন ভাবে প্রকাশ করে প্রত্যয়ের সুপ্ততা,
আলোতে আলোতে ভরেছে এই হৃদয় চারিপাশে দেখি শুধুই মুগ্ধতা।💙🌸
©শচীন

-


12 AUG 2020 AT 21:56

একটু অন্যমনস্ক ভাবে শান্তি খোঁজা যেন আধাঁরেও আলো পাচ্ছে চার দেওয়াল,
স্যাঁতসেঁতে আর কোণঠাসা থেকে অনুপ্রাণিত হয়ে রুদ্ধশ্বাস নিচ্ছে খেয়াল।
©শচীন

-


11 AUG 2020 AT 19:41

কেন ওভাবেই তুমি আকাশ দ্যাখো,
তোমার অসীম সুরে জুড়িয়ে যায় কতো শ্রোতার প্রাণ,
কেন তুমি কাঁদছো এভাবে?
একটু শান্ত হলে বুঝতে কতো কবিদের খাতায় উল্লেখিত তোমার গান।🌸

-


10 AUG 2020 AT 15:22

হটাৎ দেখি ভিতর ঘরে পুড়ছে প্রেম ক্রমাগত,
ঝড়ো হাওয়াতে কড়া নাড়ে অনুভূতি অভিমান গুলো ব্যাক্তিগত!🌸💙

-


10 AUG 2020 AT 0:54

স্বপ্নের সিঁড়ি চ"ড়ে আসে ভালোবাসা তার গুণমুগ্ধতা প্রকাশ করে অনুভূতি,
যেই পন্থা দিয়ে প্রবেশ করে "শব্দ রা"
তাদের নেই কোনো শর্তহীন বিচ্যুতি।
খুব সূক্ষ ভাবেই তারা মনের ভেতরে করা নাড়ে
আঙ্গিক খোঁজে প্রকৃতির উদ্ধৃতি,
বিশ্বাসের যদি নিঃশ্বাস থাকে ঝরা পাতাদের ও ছিলো আকৃতি।
শেষে শুধু প্রত্যয় রয়ে যায় আর ইচ্ছেরা পৌঁছে দেয় বার্তা বেলাশেষে,
বহুদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন কেউ তার খোঁজ রাখেনি অবশেষে।


-


20 JUL 2020 AT 14:20

আবার গুছিয়ে নেবো শব্দগুলোকে নিজের মতো করে,
যেগুলো দীর্ঘদিন ধরে ব্যাবহার না করে ধুলো জমে আছে!
পাণ্ডুলিপি গুলোতে যে হাহাকার বা যন্ত্রনা আছে সেগুলোকে খুঁজে বার করে,
তার সুরাহা কিভাবে প্রকাশিত হয়েছে সেগুলোর সান্তনাও খুঁজবো,
অবশেষে নির্জনতাকে অবলম্বন করে পাখিদের মিষ্টি গান ও শুনবো!

-


3 JUN 2020 AT 1:29

কালবৈশাখী যেন বয়ে যায় শহর জুড়ে নেমে আসে ঝড়,
নৌকা যেন দুলতে থাকে আর নদীর ক্রমশ ভেঙে যায় স্তর!

-


10 MAR 2020 AT 15:55

দোটানায় পড়ে থাকে ভিনদেশী মন
টুকরো কথায় হয়ে যায় তার অভিমান,
অহেতুক উত্তেজনা ডানা বাঁধে গুলিয়ে যায় তার সম্মান।

-


10 MAR 2020 AT 15:35

রঙের খেলায় সতেজ হয়েছে তোমার শহর,
লাল,সবুজ,নীলে মেতেছে প্রহর।
আসলে পালিয়ে যেতে চাই এসব এর থেকে অনেক দূরে,
মিশেছে ভালোবাসার গল্প তোমার,আমার থেকে বহুদূরে।

-


Fetching Sachin Chakraborty Quotes