রাত জেগে আছি তোর অপেক্ষায়
চোখে নিদ্ আসেনি তোকে একবার
দেখার আশায়...
রাত দিন সব পুরে হলো যে ছাই,
আমার এই দুই চোখ শুধু
তোকেই যে দেখতে চায়,
যেমন বর্ষা কালে জল জমে
জলচরের কানায় কানায়,
আমাকে যে এখন শুধু তোর
সাথেই মানায়,
যেন বর্ষার প্রথম বৃষ্টিভেজা মাটিতে
আমি তোর গন্ধ খুঁজে পাই,
আমার এই মন এখন
শুধু চেয়ে থাকে তোর অপেক্ষায়....— % &-
সব লোকে বাইরের দিকটাই দেখে যাই
এই জীবনে ভোরে থাকা দুঃখর
আজও কোনো হিসাব নাই
হেরেছি রোজ মরেছি রোজ তাঁর কোনো হিসাব রাখা নাই
বেচেছি যার জন্য তারই কোনো ভূক্ষেপ নাই
আমার ভগবান আর আমার ভগবান নাই 🤣🤣🤣🤣-
তোর অজান্তে নাজানি কত বাজি রেখেছি
তোর অজান্তে নাজানি কত বাজি রেখেছি,
তোর অজান্তেই এ বুকে তোর ছবি এঁকেছি
জানি তোর আর আমার মিল হবেনা আর
জানি তোর আর আমার মিল হবেনা আর,
তবুও আমি চাই তোর সাথে আমার মিল
হবার ঘটনাটা ঘটুক আরও কয়েকটা বার-
ভেবেছিলাম তোকে লিখে রাখবো
মনের খাতায়.....
ধরে রাখবো এই মন পিঞ্জিরায়.....
এ কী তোর গুন হায়......
তোর স্টেটাস এ এখন অন্য কে দেখা যাই |-
Kacher doss diye lav ki...
A mon vangar aache onno karon,
Din jai raat jai tobuo ai dukkho ghochanor nei kono upai...
Vhabi sob rakhbo jotone,
Kintu niyotir khela chole khanik
Solpo meyadi sukher pechone...
Otiter chobi dekhe vobithsoter kotha
Mathai rakhchi R jalachi bortoman ke,
Tomra vabcho khub sukhe aachi kothono somoy pele,
Ai mithey hasir pechone lukiye rakha
Buk ta chire ektu nere dekho 💔💔💔-
কবিতা আজ আর আসেনা
খাতায় পেনের কালি আর
তোর নাম নিয়ে ভাসেনা,
তোর চোখে আমার ছবি আর সাজেনা
কেনো জানিনা তোর দেওয়া
মন ভোলানো কথায় কবিতা আর আসেনা,
তোর হাজার যত শত প্রণয়ের অশ্রুশত
আমায় আর কাদায় না,
আমার ডায়েরির সাদা খাতায়
তোর নামের কবিতা আর সাজে না,
আজ আর কবিতা আমার আসে না....-
আমি আজও রয়ে গেছি
যুদ্ধে হারা ক্ষত বিক্ষত কোনো
এক যোদ্ধার মতো,
দাঁড়িয়ে আছি তোর
প্রেমের পথে উদ্দেশ্যহীন
এক পথিকের মতো...
-
আমার ঠিকানা মিলেনা
তবুও আমি খামখেয়ালি ঘুরিনা...
আমার ঠিকানা মিলেনা
তবুও আমি খামখেয়ালি ঘুরিনা...
আমায় একটু ভেবে হারাস,
আমি দ্বিতীয়বার কাউকে মিলিনা 🍭🍭🍭🍭-
সব সম্পর্ক বদলে গেলো তোমার একটা কথায়
তুমি সব মনের তাঁর ছিঁড়ে দিলে একটা ঝটকায়,
সবার মাঝে ছেরে দিলে আমি এখন পরে এককোনাই,
জীবনে আসে দুঃখের রাতের পর দুঃখের রাত
শুধু সুখের সকাল আসেনাই,
মনকে এতো বার বোঝায় ভুলতে তোকে
কিন্তু এ মন আজও তোকে ভুলেনাই,
আমি ছিঁড়ে ফেলেছি সব স্বপ্ন
শুধু তোর সাথে এই মনের ডোর ছিঁড়ে
ফেলতে পারি নাই,
তাই এই বোকা মন প্রতিটা কবিতায়
তোকেই বিনা কারণে একে যায়...-
তোর জন্য লেখা চিঠি আজও
তোর কাছে দিতে পারিনি,
কিন্তু আজও তোকে ভালোবাসার
স্বভাবটা ছাড়তে পারিনি,
তোকে না বলা কথা
বা
তোকে না বলতে পারা কথা
আজও এই হৃদয় ছাড়েনি,
যেন শীতের সকালে
ঝরে পরা পাতা অকালে,
এখনও লেগে আছে এক
অদেখা শীর্ষ সবুজ ডালে,
তোর আর আমার শেষ দেখার
সন্ধি কালে
যেন আমি সব কিছু হারালাম
তোর ঐ দুচোখের অন্তরালে...-