Sabyasachi Ghosh   (ভবঘুরে)
251 Followers · 440 Following

Joined 13 March 2018


Joined 13 March 2018
30 OCT 2021 AT 22:48

কিছু কথা ভেবেছিলাম লিখবো
কিন্তু হয়ে ওঠেনি,
ইন্টারনেট আর কিবোর্ডের টাইপিং
খুঁজে পায়নি আর লেখনী!

দোষ দিইনি নিজেকে, অজুহাত তো অনেক!
9 to 5 এর কাজের চাপ,
মাঝে একটু খানি প্রশ্রয়, উইকন্ডেও
ব্যস্ততা সারাটা দিনরাত ||

ভুলে গিয়েছি, সেই রঙিন বিকেলের মাঠ
ফুটবল, গোলাপোষ্ট, গ্যালারীতে তুমি!
সেই কলেজ শেষের আড্ডা, লেটনাইট শো!
ভোররাতে চায়ের কাপ চুমি ||

কত ঘোরা, কত বলা না বলা গল্প,
এইতো কয়দিন ই আগে,
আজ যেন অবাস্তব মনে হয়, এতদূরে
তোমার কি আজও মনে পড়ে??

-


18 MAR 2018 AT 16:19

গোধুলীতে দিগন্তে ঢলে পড়া নেশাগ্ৰ্স্ত সম্রাটের আঁখির লাল আভায় সেই নিষিদ্ধ চাওয়া গুলো আবার জেগে ওঠে... রঙিন স্বপ্নেরা ডানা মেলে উড়তে চায়,কিন্তু ওইটুকুই সত্যি...অক্ষিপটে নিদ্রাদেবী ভর করে... অন্ধকারে মিলিয়ে যায় স্বপ্নেরা....

-


15 MAR 2018 AT 0:49

Everyone can hate ...but the person who can forgive is always great...

-


Seems Sabyasachi Ghosh has not written any more Quotes.

Explore More Writers