Sabuj Jana   (সবুজ)
148 Followers · 413 Following

Joined 27 August 2018


Joined 27 August 2018
27 APR AT 15:16

হাত

অমৃত চাঁদোয়া থেকে চলকে চলকে জীবন মখমল
নগর শুভেচ্ছায় গোপন সংলাপ হলদে চোখে ঢলঢল্।

পরের স্তবকে ছন্দে ছেদ পড়ে
বৃন্তচ্যুতির ভয়ে গাছেরা কেঁপে উঠলে
মরতে মরতে বেঁচে যাওয়ার পর অবশিষ্ট থাকে সন্ত্রাস আর শোক
এ মৃত্যুর কথা বিদিত সত্য হয়ে আসে একদিন
সুখ সজ্জায় টাঙানো থাকে অজস্র লাশ‌
আর সামাজিক ইতর পরিনতি...
পাশের মৌন গলি পথে এখনো ঘুরে বেড়ায় একজোড়া হাত
যুক্তি আর বোধের মত করে বোঁটা থেকে পৌশাচিক ছুঁড়ে ফেলে ফুল।

স্মৃষ্টিকর্তা আর ঘাতক তো একজনই
চাষার ব‍্যাটা।

-


25 APR AT 10:26

A message of tranquility serves through the body sent
A sweet girl kisses my drowsy eye-lids in deep
She takes me away to the fancy of sleep
A fountain rolls swift in its way worth cherishing
The words drip slowly into profound numbness all perishing
It cuts me off totally from the world rest
The dead never meet with the dream, the best.
Have a good sleep, my dear, wishing someone say
It is the way to start a refreshed day.

-


22 APR AT 17:32

বিকেল

একবার যদি একাঙালের সহবাসী কথা রাখ
তোমার দু'চোখে টাঙিয়ে দেব সমঝোতার সাঁকো।

সাঁকোর ওপারে রাখা ননী ভরা ভাঁড়
আকন্ঠ চেঁখে দেখো হীরের ভালবাসা একবার।

শাশ্বতী স্বপ্ন রঙ ফুল দুটি হাতে
পায়েরা কথা বলে একে অপরের সাথে।

তারপর প্রজাপতিরা হলুদ মাখে অলস বিকেলে
বকের ডানায় সন্ধ্যার মেল হাসনুহানা বেলে।

যদি গেয়ে ওঠে আমার চেনা পাখি
কাঁসর ঘন্টা প্রদীপে সমবেত কন্ঠদানে থাকি।

চোখে চোখে ঝিরি ঝিরি হলুদ বৈভব
যা কথা আজ হল রূপকথা সব।

কেন বৃথাই পাপড়ির জীবন অবহেলা করি
আঁচলের কুঁড়ে মূহুর্তেরা সযতনে সবেধন কড়ি।

-


19 APR AT 12:12


কাঁসাই ও ফুলগুলি

কোদাল লাঙল যখন খুঁড়ছে মাটি ভীষণ রোদে
আজানিয়ান স্পর্শ পাথর বন্ধু তোমার জীবন বোধে
তোমার মনের জমি নিলামে মাত্র এক দু'কাঠা
কলমে দলিলে কাঁসাই ফুলের সুমাইয়া পাপড়ি সাঁটা
জানি, ঝিলিক দাসের হাসিটা কেনা ঘামের দামে
একগোছা কাঁসাইয়ের ফুল পাঠিয়ে দিলাম তোমার নামে।

-


17 APR AT 6:15

If I'm not mistaken

If I'm not mistaken
After walking for some time among the yellow flowers
She tied the knot with me...
She is beautiful
She is pure
She is honest
She has no power to commit suicide
That incompatible entity is immortal.

Do not underestimate the skillful Creator
His whimsy is endowed with enique philosophy

-


14 APR AT 11:22

সুখে ভরুক নববরষে
হৃদয় ভরুক হরসে সরসে
যত লেখা গান পায় যেন সুর
বোশেখী বীণার পরশে।।

-


8 APR AT 11:57

সাদা খাতায়
আবেগ উৎকর্ষ
আমাদের নববর্ষ।

বাংলার মাঠে
বিনোদনী খেয়াঘাটে
সিঁদুর আধূলি
সুরক্ষিত মাদুলি।

হিসেব বকেয়া
গুপ্তের চিত্রখেয়া
সাবধান স‌ওয়ারী
ওজনটা ভারী।

বৈশাখী ডালে
পা'খানি হটকালে
পুত্র থেকে-পিতা
হলুদ কবিতা।

বাংলার ঘরে
ঝরঝর ঝরে
কাল আর-মায়া
বিবর্ণ ছায়া।

জীবন ও'মাটি
ভালবাসাই খাঁটি
ওটুকুই অবশেষ
প্রবাহমান বেশ।





-


5 APR AT 13:02

বাঁধা তারা পড়ে কি শিকলে?
ঠগেদের কাছে পুরো মাথাটুকু বিকোলে
কাঁসাইয়ের ফুলটুকু ছুঁয়ে দেখা যায়
আমাদের ‌ঋকেরা বোকা হতে চায়।

অনেক বিষ জমে যাওয়ার পর
অমৃত সাধন খোঁজে কন্ঠনীল অবসর
অনেক পীড়ার পর কৃচ্ছ্বতা আসে
দ‌ইফোঁটার শুভায়ন সবুজ ঘাসে ঘাসে।

তুমি নামছো জানি এতোটাই নীচে
ও মুখে মিষ্টতা বেমানান মিছে
ডুবে ডুবে অবশেষে ক্লান্ত হলে
সরলতা ঢালো দাও জলের বদলে...

যুগে যুগে গ্যাছে ডুবে যারা
ভাবের ঘরেতে প্রদীপ জ্বেলেছে তারা
আগুনতো শোলার মত‌ই পলকা বড়
পথে পথে একবার শ্রীখোল ধর।


-


4 APR AT 20:14

Story of life, unfortunately paper remain white
Again and again I try to write
Something of a very common men's story
Who always tells his family, don't worry...
Kids open eyes and chant, my hero
Though pockets count in a big zero
Woman, gay, I have nothing to say
Please do purchase a Moon, demand, they
The man walks out slowly for Moon
Is it possible? The thought troubles soon
He returns late like a thief stealthily
Only the woman waits with the key
You, so late, they went to sleep
Don't trouble with the thought you keep
Everything gets beyond our each, the rate
But the Moon, how do I get?

We are not so lucky for them
Only the love can be their gem
The moon, light of smile on face
The love you can bring in case.

-


31 MAR AT 9:58

আয়নার নদী

আয়নার ভেতর এক মোহময় নদী
শ্রাবণ আর ভাদ্রে ভরা যৌবন নিয়ে
নির্জন বনবিথিকায় ঘুমিয়ে থাকে সারারাত
কি ভীষণ একা!
তবে ইরানি তরুণীর মত দৃষ্টির দৃঢ়তায় আঁকা ওর চলার পথ
মৃত্যু আর সরকার ওর পথ আগলে দাঁড়াতে ভয় পায়।

যে নেকড়ে বা শেয়াল রাতে বের হয়
ওরা কেউই মানুষ না
ওরা কেউই নদীর বন্ধু বা প্রেমিক না
ওত রাতে জলের বিছানায় শুয়ে থাকে একা নদী
তার কাজলা চোখে চাঁদনী মোহিনী আট্টম
এ নির্জনে কবিও নদীর কামে পড়বে এটাই স্বাভাবিক।

শেয়াল বা নেকড়ের তাই মানুষের বন্ধুত্বে নাপসন্দ
পেট ভরানোই শেষ কথা
ওদের মত পশুদের কাম অদ্ভুত ভাবে ভিজে যায় জলে
তারপর গলে গলে বিনীত সুশীল। 

আয়নার এমন নদী
আমার ড্রইংরুম থেকে বয়ে যাক নদীমাতৃক বাংলায়।

-


Fetching Sabuj Jana Quotes