Sabelin Sabikun  
46 Followers · 24 Following

মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি,
আর হাতে রণতূর্য!
Joined 25 September 2019


মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি,
আর হাতে রণতূর্য!
Joined 25 September 2019
6 JUL 2024 AT 6:17

বিষন্ন কালো আকাশ
পূর্ণিমার ঝলসানো চাঁদ
একটা অসহ্য রকমের কাল্পনিক হাসি
মৃদু ঠান্ডা বাতাস
রক্ত লাল গোলাপ
আর আমার মন খারাপের ভ্যাপসা গন্ধ

- sabikun

-


1 AUG 2022 AT 13:58

মা'দের শরীরে এমন একটা বিশেষ গন্ধ থাকে যার দ্বিতীয় কোনো কপি হয় না৷ পৃথিবীর কোনো নারীর সাথে মায়ের গায়ের গন্ধ মেলে না। গড গিফ্টেড একটা জিনিস। চোখ বন্ধ করে এলেও মা'কে বুকে জড়িয়ে ধরলেই বোঝা যায় হার্ট টা বুঝি আটকে গেল। এটাই আমার মা।

মায়ের হাঁটা-চলা পায়ের শব্দে বোঝা যায় মা আসছে। অনেক গুলো মহিলারা একসাথে থাকলে, খাম্মি ফুপুরা সবাই মিলে গল্প করলেও মায়ের ভয়েস টা ঠিক কানে এসে লাগে। যেন সরাসরি হৃদয়ের সাথে হাত।

সবার কাপড়ের মধ্যে থেকেও মা'র কাপড় সহজেই বেছে নেয়া যায়। মা মা একটা গন্ধ আসে যা মুখে ধরলেই মনে হয় মা ছুঁয়ে দিচ্ছে গালে পরশপাথরের সুখ।

এমনকি মায়ের রান্নাও তাই, অনেকের রান্না একসঙ্গে রাখলেও কোনটা আমার মায়ের হাতের রান্না তা মুখে দিলেই বুঝতে বাকি থাকে না। কি একটা সিক্রেট ব্যাপার দিয়েছে আল্লাহ সকল মায়েদের মধ্যে যা সবার থেকে আলাদা।

মা'দের সবকিছুই অনন্যা অদ্বিতীয়া। এজন্যই তিনি আমার মা। ভালো থাকবেন প্রিয় মা আমার।💘🌸

-


9 APR 2022 AT 12:30

আমি আজন্ম স্থির। পাথর দেখেছো...? ধরে নাও আমি তাই। সবাই আসে আমার কাছে সন্ধ্যা নামার আগেই সবাই আমার হতে দূরে সরে যায়। আমার বুক খোদাই করে কত প্রেমের নাম লিখে যায় সকলে। আমি নীরবে সকল ব‍্যথা সয়ে সেই নাম বুকে ধরে বেঁচে আছি। কত জীবের জীবাশ্ম হয়ে আমি যুগ যুগ ধরে অতল সমুদ্রের নীচে বসে আছি। আমার তো আর তোমাদের মতো মন নেই, পাষাণ হৃদয় আমার। চাইলেও মুখ ফুটে বলতে পারি না। তবে কথায় আছে প্রতিটা পাথর কিছু কথা বলে যায়। নদীর স্রোতে গড়িয়ে পড়ি অনেক উঁচু থেকে। দেহটা ভেঙে চৌচির হয়ে যায়। প্রতিনিয়ত জলের ধাক্কায় জীর্ণ কঙ্কালসার হয়ে একটা উদাহরণ রূপে কোথাও থেকে গিয়েছি। আমার পাষাণ হৃদয় যেমন রৌদ্রতাপে উত্তাপে মজে তেমনি ভেতর হতে আমি চন্দ্রালোকে শীতল। প্রস্তরযুগ কেটে গেছে আমিও ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছি।

-


7 APR 2022 AT 16:56

বেশ কিছুক্ষণ ধরে দম আটকে রেখে দেখছি কতক্ষণ রাখতে পারি! খুব বেশিক্ষণ পারছিনা। দম বন্ধ করলেই ফুসফুস আন্দোলন শুরু করে দিচ্ছে। ফুসফুসের ভেতর একটা করে বনসাই গাছ থাকলে ভালো হতো। হোমমেড অক্সিজেন পাওয়া যেতো! ফ্রেশ এন্ড পিওর।
মানুষ বলতো 'গাছ মানব'।

-


6 APR 2022 AT 11:59

আমাকে ভাঙ্গবার মতো কেউ নেই
যে আমায় ভাঙ্গতে পারে,,,
আমি তার কাছে স্বেচ্ছায়
টুকরো হয়ে যাই!

- Sabikun Anika.

-


16 AUG 2021 AT 1:33

প্রিয়জন ছন্মবেশে প্লাটিনাম
যুগান্তর প্রতারণা করলে
তারে ক্ষমা করা যায় না।

-


3 AUG 2021 AT 12:53


এক জীবন কতটা আর নষ্ট হবে?
এক মানবী কতটা আর কষ্ট দিবে?

- হেলাল হাফিজ।

-


2 JUL 2021 AT 18:32


" তখন তাঁর পদ্মকলিমুখ থেকে সরে যাবে-শামুকীয় ক্লান্তির দাগ-আমি তাঁকে বোঝাতে চেয়েছি-পুষ্পচায়িকা
পথেও এক বঞ্চনা আছে-এক ক্ষোভ আছে-আছে অমৃতস্বাধ মৈথুনি অনুরাগ-
প্রণয়াবর্তী বিষ্ময় থেকে সহসা সে মুখ -মুকুলিত হলে
এই পথে-হেঁটে যাব একদিন মেঘ মৌসুমে -
জলের মহার্ঘ শেষে উষ্ণ সারথী হবো একসাথে - সদ্যজাত অনুকূল ঘুমে।"

(প্রীত হও,অনুরাগী)

~আনাস আহমেদ।

-


3 NOV 2020 AT 23:32

আমার দিগন্ত জুড়ে কেবল তোমায় নিয়ে আঁকা নীলাভ স্বপ্নের অভিলাষ।আমার প্রভাত জুড়ে যেন কাটে তোমার বুকে আলতো নিদ্রায় কলকাকলির সুমধুর ডাকে।আমাদের থাকবেনা কোনো উচ্চ বিলাসিতা বরং তোমার ছাপোষা সেন্টিমেন্টই হবে আমার রাজত্ব।আর আমি একাই করবো সে রাজ্য শাসন।
ধরো ক্লান্ত তুমি,অফিস থেকে সবে ফিরেছো।আমি যদি তোমার ঘর্মাক্ত শরীর আমার আঁচলে মেখে আমার জমানো কথার বুলির বিস্ফোরণে চারিদিক মুখোর করে তুলি,তুমি কি তখন বিরক্ত হবে প্রিয়??নাকি আমার আঁচল খানিকটা সরিয়ে আমার বুকে মাথা রেখে সব শুনে নেবে??
বড্ড ভালোবাসি তোমায়।বাড়ির কাজ শেষ করে স্নান শেষে তোমার পছন্দের সাজে চা হাতে বারান্দায় করবো এলোমেলো পায়চারি।রাস্তার ঐ গলিটার মুখে এক মায়াভরা চোখে তোমার অপেক্ষার প্রহর গুণবো।আমার অপেক্ষার স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে আমায় কাছে টেনে ভালোবাসবে তো??

-


17 JAN 2022 AT 23:47


সবশেষে আমি এখন আমার নিজের জীবাশ্ম। ওই পাহাড়ি ঝর্ণাধারার কাছেই আমার আস্তানা। আমার আর গড়ানোর শক্তি নেই তাই শ‍্যাওলাগুলো আজ আমার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আমার সৌজন‍্যতা রক্ষা করে। আমি তবুও থাকব যুগযুগান্তর ধরে, অপেক্ষা করবো নতুন কোনো ইতিহাসের প্রারম্ভের তরে।

-


Fetching Sabelin Sabikun Quotes