সাগ্নিক (sagnik)  
16 Followers · 2 Following

Joined 11 October 2019


Joined 11 October 2019

আমাকে আগুন দাও
ত্রাসের শীতলতার
শর্ত হয়ে,
আঙ্গুল ছুঁয়ে
ভয়ঙ্কর যা কিছু থেকে যাক
চূড়ান্ত অনুভূতি হয়ে…

-



যে শীত বসন্ত খোঁজে
জড়তার মোড়ক আর
হলদে স্মৃতির তোরণে
মুখ গুঁজে বসে থাকে
অলস দুপুরে
বাক্সবন্ধী হলদে চিঠিদের
ভিড়ে...

-



ভালোবাসার ট্রেড মার্ক
যাদের বুকে
ঘর বাঁধার স্বপ্ন তাদের অলীক সুখে...

-



বছর সাত পার
অপেক্ষা জমা ক্লেদ
বাড়াচ্ছে প্রতি নিয়ত
হৃদয়ে ছেদ
মহাপ্রলয়ের প্রহর
তারাদের দেশের
এক এক করে হারানো বহর
আমরা আজ এক গ্যালাক্সি
দূরে
তবুও জানি মামণি
আমরা আবার ফিরব ঘরে...

-



এই অন্ধকারের রাস্তা ছুঁলো
এমনই যাদের চোখের
নিচে নিকষ কালোর
সজল পথ,
এই বৃষ্টি ভেজা শহর
রাতবিরাতে ফুটপাত
আর জমাটবাধা ধূলোর দল
ইরিদ গিরিদ স্বপ্ন দিল
এই হারিয়ে যাওয়ার
ধারাপাতে ভাবনাগুলো
হার মানাল কক্ষপথে,
একই গ্রহের আকর্ষণে
ক্লেদ পাহাড়ে উপগ্রহ
সাজল প্রাতে...

-



I have turned guns into roses
I have lost paradise
into pieces,
I dare to live
apart.
Still, remain into
your heart…

-



তোমার সব দায়
কাঁধে নিতে রাজি
মনের হরফে আজ
হায়ারোগ্লিফিকসে
অকারণ আঁকিবুকি,
সার্গোফেগাস খুলে
তোমার সর্বস্ব নিল
যারা কেঁড়ে,
ঠোঁটের অমিল
সামলে নিলে
ফ্যারোসের সাথে
বালির দেশে
তাদের সমাধির
পিরামিড চিহ্ন
গড়ি...

-



মহাপ্রলয়ের অন্ধরাতে
ভাঙ্গা কুলোর সঙ্গ
পাব
রাতজাগা ওই তেপান্তরে
নিবীড় কোনও দোলাচলে
ব্রহ্মকণা ভাসিয়ে
দেব
অমোঘ এক হাতের টানে
সাধ্য অতীত-কল্পনাতে
আবার করে জন্ম
নেব...

-



মনের গোপনঘরে, সঙ্গোপনে
রেখেছিলেম তাঁরে
নীরব অন্ধকারে,
আলোর বিষম জ্বলকানিতে
দমক হঠাৎ ভাঙল চোখে

তাকিয়ে দেখি আকাশপানে
হারিয়ে গেল সে আপন মনে
নিশীথ রাতের নিঝুম পাড়ে
তড়িৎ বেণী ছলাৎ সুরে
আত্মশ্বাসের ডঙ্কা বাজে
পেরিয়ে আসা শহর পথে...

-



অপমৃত্যুর ইচ্ছেরা ভীড়
করে
নিষ্প্রাণ চোখ খুঁজে
ফেরে
শান্তির আশ্বাস
ইচ্ছের বেড়াজালে আটকে
পড়ে অবিশ্বাস…

-


Fetching সাগ্নিক (sagnik) Quotes