I'm not a revenge hunter — I just buy a bunch (of stuff) to guilt-trip people.
-
Maa aap ne aap meh ek kahani hain
Jis meh na Raja na Rani hain
Maa aap ne aap meh ek kahani hain
Jis meh pari yo Ki nehi
Ek hossle Ki ek zubani hain
Maa aap ne aap meh vo kahani hain
Jo manzil paane Ki nehi
baas umeed ka safar
Buland karti hain
Kiyu Ki
Maa aap ne aap meh hi ek kahani
Hoti hain…
-
মাধবীলতা :বিপ্লব কী?
অনিমেষ: যে আগুন নিজে পুড়ে, দীর্ঘ ছায়া দেয়, অচলায়তনে ফোঁটায় সিক্ত শুভ্র কুড়ি
মাধবীলতা : আর প্রেম ?
অনিমেষ: শহরের কলতান ছুঁয়ে দূরত্ব বয়ে আনে নৈকট্যের অন্তলীনে...-
আমরা দুজন একই ব্যাসার্ধে
থাকি,
কম্পাস দিয়ে রোজ
সম্পর্কের বিপদসীমা আঁকি,
একই গোলার্ধের পার্শ্বরেখা ছুঁয়ে
বাতিল হওয়া পথে,
দূরত্বের বক্ররেখায়
বাঁচি
আমাদের কেন্দ্রবর্তী
সব ভুলত্রুটি
সমাধানসুলভ
সূত্রফলের সন্ধানে
দিকভ্রষ্ট হয়ে
খাচ্ছে লুটোপুটি...-
মহাপ্রলয়ের অন্ধরাতে
ভাঙ্গা কুলোর সঙ্গ
নেব
রাতজাগা ওই তেপান্তরে
নিবীড় কোনও দোলাচলে
ব্রহ্মকণা ভাসিয়ে
দেব
অমোঘ এক হাতের টানে
সাধ্যাতীত কল্পছলে
আবার করে জন্ম
নেব...-
দূরত্ব হঠাৎ উপছে এলো বুঝি,
চোখে লুকানো সমুদ্রর
স্বাদ, নোনতা পেলে নাকি?
বইয়ের তাঁকে খাতার ভাঁজে
শূন্য এক কোণে
উঁইপোকাদের লড়াই চলে
স্মৃতির সনদ নিয়ে
ঘুমন্ত এক স্টেশন জুড়ে
পলাশ জমে জীৰ্ণ পাতায়
নামের ফলক হারিয়ে গেলে
ফিরব আমি কোথায়?
বুকের ভিতর মেঘ করেছে
আসছে ফুরিয়ে সম্পর্কের আয়ু
তবুও জানলো না
কেউ মনের জলবায়ু...-
Dub ti hui suraj mein bhi
Umeed ki nishan hoti
Hain
Zindegi har moore par
Hausle ki tinke chor jati Hain…-
Drowning in depression begins with tears and ends with stains of paralysed hopes…
-
সর্বকিছুর সপ্তবলে
স্বপ্ন ভরা শর্ত দিলে
যুদ্ধ রঙ্গ তুঙ্গে
তুলে
সুপ্ত ডিঙি মধ্যবরে
শুম্ভ নিশুম্ভের
লড়াই চলে
এক বলে, কুসুম ছিঁড়ে
খাব
অন্য বলে হাত পাততে
শেখ..-
রাজার সাজে সকাল
সাঁঝে
উড়িয়ে ধূলো গগন
মাঝে
হারিয়ে যাওয়ার মধ্যরাতে
স্বপ্ন জুড়ে অন্য পথে
উত্তরণের সূত্র খোঁজো
প্রমাণস্বরূপ শান্ত হতে
মৃত্যুপোশাক সঙ্গে
রেখো...-