When you're at the end of the road
And you lost all sense of control
And your thoughts have taken their toll
When your mind breaks the spirit of your soul
Your faith walks on broken glass
And the hangover doesn't pass
Nothing's ever built to last
You're in ruins-
একা অন্তঃপুরের বদলে
যুদ্ধক্ষেত্রে সমবায় শামিয়ানা
I am sorry তোম... read more
শীতের রাতে ছাউনি ছাওয়া আকাশ দেখি!
ঝুঁপড়ি নামায় বস্তিতে কয় ঘরের লোকে?
গরম কফির গন্ধ কটা নাকে ঢোকে?
কারও ফাঁটা ঠোঁটেও হাসি, ফুরফুরে ভাব,
খালি গায়ে শুকনো কাঁশি দিচ্ছে জবাব..-
"আমাদের পথ চেয়ে মানুষেরা দিন গোনে তাই,
তোমাকে ভাবে যেন আজীবন ভালবেসে যাই।"-
Tum kaala Kamal likho
Hum laal gulaab likhenge
Tum zameen pe zulm likh do
Aasmaan pe inquilab likha jayega
-
আজকে অস্পষ্ট সব?? ভালো করে কথা ভাবা কঠিন এখন
অন্ধকারে অর্ধসত্য সকলকে জানিয়ে দেওয়ার চলন আছেই
তারপর ওই একা অন্ধকারে বাকি সত্য আঁচ করে নেওয়ার রেওয়াজও রয়েই গেছে।
আসলে সবাই আড়চোখে সবাইকে দেখে..-
" বারুদ মাখানো তাদের ঘরের দেওয়াল
সেই দেওয়ালেতে মাথা ঠুকে কি যে চায়
অর্থহীন ও নিতান্ত বর্বাদ
ফ্যাকাশে আগুনে নিজেরাই জ্বলে যায়। "
-
দেশে সাম্যাবস্থার জন্য আন্দোলন করছে,
আর বাড়িতে এসে বউকে পিটাতে যাচ্ছে।
ক্ষমতার সমবন্টনের জন্য মাইক হাতে কি ভাষণ,
এদিকে বাড়ি ফিরে ছেলেদের অশ্লীল গালাগাল।
কোয়ারান্টাইনে কে খেতে পেলো না তা নিয়ে খুব লাফালাফি,
রোজ সন্ধ্যায় বাড়িতে ফিরে চায়ে চিনি বেশী নিয়ে তুলকালাম।
মোদি-মমতা কি ভুল বললো তা নিয়ে সমালোচনায় মুখর ফোনে,
অথচ বাড়িতে খাবার টেবিলে গম্ভীর স্থীরমণি।
সবাইকে বলছে আস্তে কথা বলুন
যাতে নিজে চেঁচিয়ে কথা বললে সবাই দমে থাকতে পারে!!
এভাবে সম্মান হয় না কমিউনিস্টদের,
এভাবে সম্মান দিইইনা কমিউনিস্টদের।
-