আজ কালকে ভালোবাসাটা এরকমই হয়
৫মিনিটে আগে দেখা,
১০মিনিট পর I Love You ,
১৫মিনিটে সবকিছু শেষ ,
২০মিনিট পরে কে ভাই তুই?
-
তুমি আসবে বলেই
আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি
তুমি আসবে বলেই
কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলেই-
দামি দামি উপহার চাই না আমি,
তোমার মুখে মিষ্টি হাসি টুকু আমার কাছে অনেক দামী।
সারাটা জীবন দেখতে পাই যেন তোমার মুখের মিষ্টি হাসি, এই টুকুই চাই আমি।-
আমরা ভাবি যে আমাদের জীবনে দুঃখ চলে এসেছে। আসল সত্যি তো সেটা যে দুঃখ আমাদের জীবনে সবসময় থাকে সুখটা কয়েক মুহূর্তের।
-
Kanch tootne par Awaz Hota Hai
Dil tutane ka koi Awaaz Nahin Hota
Sirf Dard Hota Hai
Dil Ka Dard Na Mita sakte
Na Kisi Ko Dikha sakte
-
সুন্দর ভুবন ছাড়িয়া ভালোবাসার এই বন্ধন কাটাইয়া বিদায় নেভ অনেক দূরে । তখন কেহ রাগ ও করবে না কারো অভিমান থাকিবে না । চোখের জলে মাটিতে মিশে যাবে সব রাগ অভিমান টুকু। ভারাক্রান্ত সবার মন বিশ্বাস করিতে পারিবে না কেহ হারিয়ে গেছে আরেকটি জীবন।
-
চোখে ঘুম নেই মনে সুখ নেই।
সুখ পাখিটা যে দুঃখে আজ।
আমি অজান্তে তাকে কষ্ট দিয়েছি আজ।
রাত যেন কাল রাত্রি, ভারাক্রান্ত মন।
কান্নার আওয়াজ বালিশচাপা, শুনতে না পায় কেউ।
রাতের আধারে চোখের জলে কতইনা বালিশ ভিজে।
দেখতে নাহি পায় কেহ অন্ধকারে রাতে।-
সুখ পাখিটা আর সুখে নেই
সংকট যখন ঘরে।
মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।
সংখ্যা গুনার ও ল্লুক নিয়োগ চলছে দেশে। কতজন বাড়ল আজ করোনা পজিটিভ কেইসে।
সকলে আতঙ্কে ঘরে বন্দি না দেখা শত্রুর ভয়ে।-