বিশ্বাস এর পৃথিবী, বিশ্বাস আছে বলেই এখনো ঘুরছে পৃথিবী নইলে কত আগেই ঘুরা বন্ধ হয়ে যেতো!!! তারপর একবার ভেবে দেখো,কেমন হতে তখন তুমি???
-
আগে তো ভালো বক্তাকে,টাকা দিয়ে আনতে হতো!!!
এখনতো ভালো শ্রোতা কেও টাকা দিয়ে আনতে হচ্ছে!!-
দুটি মানুষ এক নয়, আকাশটা কিন্তু এক!!
সে আমার জন্য অপেক্ষা করে আছে;আমি নই কেনো!
আসল হচ্ছে সময়;আর সব নকল হয় কেনো??-
এখনো পোড়া বারুদের গন্ধ-টা , আমাকে চেনে;কারন আমার মুখে আর চোখে দাগ রেখে গেছে সে!!!
-
কিছু কিছু মানুষের চরিত্রে গ্যামাকসিন দিয়েও পাল্টাটে পারলাম না আজ ও!!!
-
কিভাবে এ জীবনটাতে হেরে গিয়ে সে;সে গল্প সকলে বলে আমাকে!
কিভাবে সে বেঁচে আছে,সে গল্প কেউ বলেনি আমাকে???-
তুমি তোমার বিদ্রোহী কবিতায়,আমাকে বার বার ফুটিয়ে তুলোনা বন্ধু
কারন আমি স্পষ্ট কথা বলা ভুলে গেছি
সবটাই বলি তুলির টানে!!!!-
লাজুক চাওয়া আর লাজুক হাসি
আমাকে দেখিয়েছে এ পথ খানি!
কিছু কথা ছিল মোর বলা বাকি
একটু সময় কি হবে ফাঁকি!
পড়ার সময় করো না নষ্ট
তুমিই যে হোতে পারো স্কুলের শেষ্ট!!!-
মৃত্যু ছায়া আমার মায়া ,দেহ যাক পুড়ে;
রক্ত ধারা বাষ্পো হোক......-
ভালোলাগা আমার আঁচল, ভালোবাসা প্রেম;
অশ্রুধারা ঘোচাতে পারি তোমার নয়নগোচর!!!-