Rupan Ghosh   (@চিন্তন)
14 Followers · 12 Following

read more
Joined 17 March 2019


read more
Joined 17 March 2019
19 OCT 2021 AT 13:41

শরীর বড়ো ক্লান্ত হলে
তোকেই পেতে ইচ্ছে করে
মনের সব ভাবনাগুলো
তোর কথাই বলতে থাকে।
খুব ঝগড়ার পরেও যখন
বলিস আমায়,"ভালোবাসি"
আমার লেখা গল্পগুলো
তোকেই তখন দিয়ে আসি।
ভাবনাগুলোর সঙ্গে যখন
জড়িয়ে গেছিস এমনভাবে,
স্বপ্নগুলো তোকেই দেব
ঘুমিয়ে-জেগে,হোক যেভাবে!
ইচ্ছেগুলো বড্ড অবুঝ
বুঝতে চায় না মন্দ-ভালো,
তোর সাথেই অন্ধকারে
জ্বালব দুজন প্রাণের আলো।
দুটো পাখি এমনভাবেই
একসঙ্গে উড়তে থাকুক,
তোর হাতটাই এভাবে শুধু
আমার ছবি আঁকতে থাকুক।
আজকে যেমন আছিস সাথে
তেমনই থাকিস দিনবদলে
ইচ্ছেগুলো তোকেই দেব
তোর চোখে আর তোর দু-গালে।❤️❤️

-


18 JAN 2021 AT 8:55

সেইদিনের ছেলেবেলা
কতই না মধুর লাগে,
সেই সময়ের স্মৃতি ছবি-
হৃদয়পটে জাগে।
সকালবেলা উঠে করতাম
মন দিয়ে পড়াশোনা,
বিকেল বেলা মাঠের মাঝে
দেখতাম অনেক রকম খেলা
মাঠের মধ্যে কাদায় মাখামাখি,
মা দেখলেই কি যে হবে সেটা নিয়েই ভাবি!
সেই সময়ই এইসব ছিল
খুবই সাধারণ
কিন্তু এখন তা বুঝি এইগুলি
কত না অসাধারণ!
এমনি করে মধুর সময়
হারিয়ে গেছে দূরে
এখন তো আমি ছোট্ট নই
তবুও মনে পড়ে!

-


8 DEC 2020 AT 0:31

আমি আছি ততোদিন
তুমি রবে যতদিন
স্বপ্ন যাবে তত দূর
তুমি নিবে যতদূর।
প্রিয়তমা

-


21 NOV 2020 AT 14:13

আমি দূর আকাশের কোন উজ্জল নক্ষত্র নই
নই কোন নিহারিকা কিংবা ধ্রুবতারা,
আমি এক নিঃস্ব পথিক একা একাই হাঁটি, এই পৃথিবীর
কোন এক ধুলোমাখা পথে হয়ে ছন্নছাড়া......

-


7 NOV 2020 AT 8:25

এই শীতল সকালে তোর ভাবনায় গা ভাসুক,
তোর পরশে ভাঙ্গুক আমার ঘুম-
পাখিদের কিচিরমিচির শুরু হবে দিন আর,
শুরু হবে আমার তুমি জীবনের কাজ
শুরু হবে মনের আঙিনায় তোরে খোঁজার কাজ।।

-


5 NOV 2020 AT 13:29

মনের অন্তরালে আছে সে দেখিনি আমি তারে
বলিব কি করে বলো তোমায়
সে যদি আমাকে ধরা না দিয়ে থাকে

-


4 NOV 2020 AT 9:49

তেমন কিছু নেই এখানে
কয়েকটুকরো স্মৃতি ছাড়া,
অবশিষ্ট যা আছে তাও
কয়েক প্রস্থ ধুলোয় মোড়া।

সবকটাই রঙিন ছিল
কখনো সুখ বা দুঃখের রঙে,
ধুলো জমে মলিন হলেও
দেখো,এখনো রং চটেনি!

স্মৃতি আরও অনেক ছিল
মনের ঘরটা ভর্তি করে,
সময়ের হাতের ছোঁয়ায়
মুছে গেছে সব ধীরে ধীরে।


-


4 NOV 2020 AT 8:44

দুটি বন্ধু ভালই ছিল কিন্তু
কি হলো হঠাৎ- অনুষ্ঠানে,
এক বন্ধু বলে, তোর দ্বারা হবে না কিছু
কারণ তুই 'কালো'।
এই কথা শুনে সবাই হাততালি!,
দেয় জোরে।
দুই বন্ধু শুরু হয় ঝগড়া হঠাৎ করে।
সাদা বলে অহংকারী!!
তুই তো কালো, থাকবি পদ পদে।
এর মধ্যেই এসে পড়ে কিছু স্বার্থন্বেষী
সুবিধাভোগী লোকের দল,
এসে ফেলে দিল উস্কানিমূলক বোমা!
ব্যাস!!
তীব্র হলো বিস্ফোরণ
থাকলো না আর কিছু পুড়ে গেল সব,
রয়ে গেল মাংসপিণ্ড শুধু!
এবার দেখি আলাদা করো
কোনটা সাদা কোনটা কালো।

-


3 NOV 2020 AT 23:19

Like a dusty glass

-


3 NOV 2020 AT 10:28

আমার সঙ্গে
আমি আর আমার রোজকার সকালে
আমার এই ব্যস্ত শহরে,
রোজকার খামখেয়ালে
আমার ঘরের
দেওয়ালের মাঝে ছোট্ট এই নীল আকাশ
যা, আমার নিত্যদিনের সঙ্গী
কথা বলি তার সাথে, মনের অন্তরে, আর
ভালোবাসি তারে।।

-


Fetching Rupan Ghosh Quotes