Rumi Mahmud   (Rumi Mahmud রুমি মাহমুদ)
31 Followers · 166 Following

read more
Joined 6 May 2021


read more
Joined 6 May 2021
8 MAR AT 15:50

কবিতা : কর্ণধার দার্শনিক
এখন রাত তিনটে—
ওই বাসার এক শিশুর
অসুখের কান্না অবিরাম;
আমরা সবাই জেগে আছি
এই জেনে— মায়েরাই যেনো নিরাময়,
অন্ধকার সভ্যতার কর্ণধার দার্শনিক।

-


23 JAN AT 3:05

কবিতা : সাইরেন
এখানে মরণ লুকিয়ে,
হানা দেয় লাল লোভে;
কখন কোথায় হারালো জীবন,
তোমার জীবন ঘাতক নাচায়।
নিউজ ফিড লালে রঙিন,
এলিট লোকের আবেগ যোগায়;
কোথায় এসে থামবে বলো,
কতটা ঝরলে রক্ত অশ্রু?
মগজ ধোলাই পঁচলো কবেই,
অপবাদ দিয়ে করছো খেলা;
আমার অমন চেতনা লুটাক,
অভিযোগ দেই কালির কাছে।

-


12 OCT 2024 AT 21:36

কবিতা : এইতো সেদিন
যেন এইতো সেদিন আমি
তোমার কাছে গিয়েছি, কাগজে ভালোবাসি লিখেছি;
আমাকে ছিড়ে ফেলেছ, কুটিকুটি করেছ ভালোবাসা।
উড়ছি হেমন্তের আকাশে!

-


25 SEP 2024 AT 0:42

সাদা মেঘের ভেলায় ভেসে
হারিয়ে যাওয়া হয়না;
পরেছি কাশফুল গয়না,
শরৎ আকাশ দিলাম তোমায়।

-


23 SEP 2024 AT 5:23

সমীকরণে শূন্য যোগ-বিয়োগ করার যেমন কোনো মানে নেই, ঠিক তেমনি নিরপেক্ষ অবস্থানেরও সমাজে কোনো মূল্য নেই। সময় ফুরিয়ে যাবে, সমাজ বদলে যাবে; আমরা সাধারণ মানুষ হারিয়ে যাবো। তাই এমন জীবন আমার না হোক যে জীবনে অন্যের প্রভাব প্রবল; ব্যক্তিস্বাধীনতা নিরাপত্তার জন্যই প্রতিরোধ ও প্রতিবাদ।

-


21 SEP 2024 AT 1:55

আপনি রাজনীতি করতে চান
তাহলে রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হয়ে
বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজসেবা করুন;
নিজের নেতৃত্ব দানের গুণাবলী
সরাসরি মাঠপর্যায়ে প্রয়োগ করুন।
বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রতিষ্ঠানে আপনার প্রধান কাজ
হচ্ছে শিক্ষা গ্রহণ করে শিক্ষকদের সাথে বিভিন্ন গবেষণা কাজে যুক্ত থাকা; ছাত্ররাজনীতির নামে শক্তি প্রদর্শন করে
বিশৃঙ্খলা সৃষ্টি করাকে যৌক্তিক মনে করি না।

-


15 SEP 2024 AT 5:56

কবিতা : ভালোবাসা প্রাসঙ্গিক

ভালোবাসা এখনও প্রাসঙ্গিক—
এখানে সেখানে মানব যুগল,
ঘরও বাঁধে পাখির মতো;
বিরহে কেঁদে গানও গায়,
আর না পাওয়ার অভিযোগ।

ভালোবাসি এখনও অবিরাম—
তোমার শাড়ি পরা ছবিটা,
দূর থেকে তোমার হাসিটা
এবং স্মৃতির পাতায় স্বপ্নটা;
তাইতো কবিরা এখনও প্রাসঙ্গিক।

-


4 SEP 2024 AT 17:29

মানুষের ভালোবাসার ক্ষমতা সীমিত;
সীমিত সক্ষমতা ফুরনোর অপেক্ষায়।
অসীমতা জীবনের পাওয়াই হয়নি,
তাইতো মৃত্যুর দিকেই এগিয়ে চলা।

-


10 AUG 2024 AT 23:43

কবিতা : টেরাকোটা ইতিহাস
টেরাকোটা দেখো—ইতিহাস আঁকা;
বুকের ভিতর রক্ত সূর্য কেমন খোদাই করে গাঁথা।
রাজপথে তরুণ-তরুণী ঐকতান—বৈষম্য বিরোধী;
নিজ হাতে গড়ে তুলি নতুন সমাজ—সম্প্রীতির মানচিত্র।
গ্রাফিতি ক্যালিগ্রাফি আল্পনায়—মোমবাতি প্রজ্জ্বলন প্রার্থনায়
স্বাধীনতা রক্ষায় স্মৃতির আদর্শে আগুয়ান।

-


6 AUG 2024 AT 0:54

রাজনীতি সচেতন ছাত্রসমাজ চাইছি,
রাজনৈতিক পরিচয় ছাত্রের না হোক।

-


Fetching Rumi Mahmud Quotes