কবিতা : আমাদের দিনকাল
আমি আটকে গেছি, জীবন গিয়েছে অদূরে :
এই গাছটি—এই দোকান—এই খাতায়।
খুব ছোট করে বাঁচি, হাসিমুখে সুখে-দুঃখে :
আমার আম্মা—আমার ঘরণী—আমার মেয়ে।
জীবন আমার যাচ্ছে কেটে অফিস থেকে বাসায়,
আন্দোলিত সমাজ পরিবর্তনে আমিও সংসারী;
নির্বাচন থেকে পার্বণে কিংবা রেস্তরাঁ থেকে ফুটপাথে,
হাসিমুখের কলরব আর কোলাহল আলোচনায়।
কোনো কোনো বন্ধু আমার গেলো আকাশ ছুঁয়ে,
আবার হারিয়ে গেলো কেউ কেউ কালের অবকাশে;
যৌবনে ভালোবেসে যার সাথে ঘর বাঁধার শখ ছিলো,
সেই রমণী পুরো বিশ্ব ঘুরে ভালোবাসে স্বামীর সাথে।
মেঘের উপর অপার আবাস, হারানো জীবন ধরবো মুঠোয়;
আমাদের সময় ফুরিয়ে যায় আনমনে আশার আলোয়।-
কবিতা: অলস আকাশ
ঘুম ভেঙে দেখি আমি একা,
আহামরি কোনো ঘটনাই নয়—
উঁকি দিয়ে অলস আকাশ দেখা যায়,
আমি ফোন হাতড়ে দেখি রাত অনেক;
তড়িঘড়ি করে খুঁজি, কাউকেই বলি নাই;
কবিতা লিখতে গিয়েও কারণ হারাই।
অলস আকাশ দেখে ভাবি—
উপন্যাসের রূপমাধুরী নায়িকা এমন রাতেই
আরো একবার ভালোবাসে কোনো কলমকে।-
কবিতা: আক্ষেপ কিংবা অপেক্ষা
৩.
ফার্মেসি থেকে সীমিত ডোজে অপ্সরা কিনে
ভালোবাসা বিকিয়েছে আমাদের হরমোন;
আমার চোখ জ্বলে যায় রাঙা আলোয়
সভ্যতা থেকে কিছুটা দূরে অদ্ভুত পটে।-
কবিতা: আক্ষেপ কিংবা অপেক্ষা
২.
তুমি আমি বহু দূরে
এখান থেকে অন্য কোনো সময়ে
ছুঁয়ে যায় হাত থেকে
গোধূলি আলোয় অলস বেলায়।-
কবিতা: আক্ষেপ কিংবা অপেক্ষা
১.
তুমি আমি মামুলি মানুষ,
পথের গায়ে শুধু আঁচড়;
হারিয়ে গেছে যারা রাঙাতে,
অপেক্ষায় থাকি অন্ধকার রাতে।-
কবিতা: দুঃখের সার্কাস
তোমার ‘দুঃখ বিলাস’,
নিহত যোদ্ধা হলেও,
ন-মূল্য এই সার্কাস যুগে;
তাই হাসো বোবা মুখে।-
কবিতা : কর্ণধার দার্শনিক
এখন রাত তিনটে—
ওই বাসার এক শিশুর
অসুখের কান্না অবিরাম;
আমরা সবাই জেগে আছি
এই জেনে— মায়েরাই যেনো নিরাময়,
অন্ধকার সভ্যতার কর্ণধার দার্শনিক।-
কবিতা : সাইরেন
এখানে মরণ লুকিয়ে,
হানা দেয় লাল লোভে;
কখন কোথায় হারালো জীবন,
তোমার জীবন ঘাতক নাচায়।
নিউজ ফিড লালে রঙিন,
এলিট লোকের আবেগ যোগায়;
কোথায় এসে থামবে বলো,
কতটা ঝরলে রক্ত অশ্রু?
মগজ ধোলাই পঁচলো কবেই,
অপবাদ দিয়ে করছো খেলা;
আমার অমন চেতনা লুটাক,
অভিযোগ দেই কালির কাছে।-
কবিতা : এইতো সেদিন
যেন এইতো সেদিন আমি
তোমার কাছে গিয়েছি, কাগজে ভালোবাসি লিখেছি;
আমাকে ছিড়ে ফেলেছ, কুটিকুটি করেছ ভালোবাসা।
উড়ছি হেমন্তের আকাশে!-
সাদা মেঘের ভেলায় ভেসে
হারিয়ে যাওয়া হয়না;
পরেছি কাশফুল গয়না,
শরৎ আকাশ দিলাম তোমায়।-