Rumasri Saha Chowdhury   (© ইচ্ছেখেয়ালে শ্রী🦋🍃)
269 Followers · 55 Following

read more
Joined 5 November 2017


read more
Joined 5 November 2017
12 JAN 2022 AT 11:28

শক্তি জোগায় তব বাণী প্রাণে,
যখন দূর্বল হয় কারণে অকারণে মন।
প্রণাম হে বীর বিবেকানন্দ,
তব অভয় স্পর্শে শুদ্ধ হোক জীবন।

-


15 NOV 2020 AT 16:22

হঠাৎই আঁধারে ডুবে গেলো দীপাবলি
নিভে গেলো এক অমূল‍্য জীবন।
তবুও অম্লান থাকবে তোমার সৃষ্টি...
বাঙালির জীবনে ফেলুদা থাকবে প্রতিক্ষণ।

-


30 OCT 2020 AT 11:05

আম্ফানে যাদের চালচুলো গেছে
অথবা অতিমারীতে হারালো কাজ।
পূর্ণ করো মা লক্ষ্মী সবার শূন‍্য ভান্ডার...
বিপন্ন মানুষের পাশে মা দাঁড়াও আজ।

-


22 OCT 2020 AT 12:57

ভার্চুয়ালে উদ্বোধন নিউ নর্মাল পূজা....
নষ্টালজিয়ায় মন ভাসিয়ে মাকে আজ খোঁজা।
তবুও মা এসেছেন ঘরে, পুজোটা হলো শেষে..
করোনাভয় নিয়েও বাঙালী আবেগে আজ ভাসে।

-


22 OCT 2020 AT 10:44

চোখ ছলছল আকাশেরও
মেঘ করেছে বন্দি তাকে‌।
ষষ্ঠীতে মায়ের বোধন আজ..
সবাই যেন ভালো থাকে।

-


21 OCT 2020 AT 18:46

এবার পুজোতে আনন্দ হোক আপন ঘরের মাঝে
সেজেগুজে সেল্ফি তোলো সকাল,বিকেল,সাঁঝে।

-


21 OCT 2020 AT 16:06

রাস্তায় নামা তো বারণ নয়,
নাই বা প‍্যান্ডেলে ঢুকি...
রাস্তায় দাঁড়িয়েই দেখবো ঠাকুর,
দেখি কেমন দাও ফাঁকি?
এসব ভেবে যারা,বেরোবে দল বেঁধে..
আমি বলবো তারাই কিন্তু
করোনার বিপদ আনবে সেধে।

-


19 OCT 2020 AT 20:40

দূরদর্শনেই দর্শন হোক,
অঞ্জলি দাও ঘরে।
কি হবে ভিড়ে ঠাকুর দেখে,
জীবন বিপন্ন করে?

-


6 OCT 2020 AT 16:01

পাড়ার ঠাকুরের মুখটা দেখেই
ভালো ঘরে ফেরা...
তারপর ঘরে বসে মুঠোফোনে,
শুধুই আড্ডা মারা।
ভালোমন্দ জমিয়ে খাও...
বাড়ির সবার সাথে।
চিকেন,মটন,ফিশ,নিরামিষ..
দই,মিস্টি শেষ পাতে।
অঞ্জলি বা সিঁদুরখেলা
ঘরে মায়ের ফটোতেই হোক।
তবেই হয়ত যাবে রোখা,
এই অতিমারীর কোপ।

-


1 OCT 2020 AT 10:41

শিউলিরা ঝরে পড়ে টুপটাপ,
শিশিরে ভেজানো সবুজ ঘাস।
মা আসছেন আর দেরি নেই..
বার্তা নিয়ে এলো আশ্বিন মাস।

-


Fetching Rumasri Saha Chowdhury Quotes